তথ্য কমিশনের ত্রৈমাসিক ”নিউজ লেটার” এর জুন-২০১৪ সংখ্যা প্রকাশিত হয়েছে।  প্রবন্ধ-নিবন্ধ, নাটিকা, ছড়া-কবিতা ছাড়াও তথ্য অধিকারবিষয়ক লেখায় সমৃদ্ধ সংখ্যাটি ডাউনলোড করতে এবং পড়তে ক্লিক করুন এখানে

তথ্য কমিশনের নিয়মিত এ বুলেটিনের সম্পাদনা করেন শিশুসাহিত্যিক শাহ আলম বাদশা। এ সংখ্যায় ছড়া-কবিতা লিখেছেন কবি সুমন আখন্দ ও আমিনুল ইসলাম।

আগামী সংখ্যায় লেখা আহবান করা যাচ্ছে; আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০১৪ উপলক্ষে বর্ধিতকলেবরে বের হবে সংখ্যাটি। তবে লেখা হতে হবে তথ্য অধিকার, তথ্য অধিকার আইন, তথ্য কমিশনসংক্রান্ত।  গল্প, কবিতা-ছড়া, প্রবন্ধ-নিবন্ধ, উপন্যাস, রম্য, সমালোচনা, মতামত, নাটক, গান সবই চলবে যদি তা হয় তথ্য অধিকারবিষয়ক।     

এ ছাড়াও জুনমাসে শাহ আলম বাদশা রচিত তথ্যভিত্তিক নাটিকা ”তথ্য পেলেন কাশেম চাচা” তথ্য কমিশন থেকে মুক্তি পেয়েছে। এটি অচিরেই টিভিসহ বিভিন্ন গণমাধ্যমের প্রচারিত হবে। এতে অভিনয় করেছেন হুমায়ুন আহমেদ এর আলোড়ন সৃষ্টিকারী ধারাবাহিক নাটক  ”অয়োময়” এর নিবারণচরিত্রে অভিনয়কারী অভিনেতা এ বি সিদ্দিকী, শাহ আলম বাদশাসহ অনেকে। দেখুন এখানে  ক্লিক করে

৬৩২জন ৬৩১জন

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ