তথ্য কমিশনের ত্রৈমাসিক ”নিউজ লেটার” এর জুন-২০১৪ সংখ্যা প্রকাশিত হয়েছে। প্রবন্ধ-নিবন্ধ, নাটিকা, ছড়া-কবিতা ছাড়াও তথ্য অধিকারবিষয়ক লেখায় সমৃদ্ধ সংখ্যাটি ডাউনলোড করতে এবং পড়তে ক্লিক করুন এখানে
তথ্য কমিশনের নিয়মিত এ বুলেটিনের সম্পাদনা করেন শিশুসাহিত্যিক শাহ আলম বাদশা। এ সংখ্যায় ছড়া-কবিতা লিখেছেন কবি সুমন আখন্দ ও আমিনুল ইসলাম।
আগামী সংখ্যায় লেখা আহবান করা যাচ্ছে; আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০১৪ উপলক্ষে বর্ধিতকলেবরে বের হবে সংখ্যাটি। তবে লেখা হতে হবে তথ্য অধিকার, তথ্য অধিকার আইন, তথ্য কমিশনসংক্রান্ত। গল্প, কবিতা-ছড়া, প্রবন্ধ-নিবন্ধ, উপন্যাস, রম্য, সমালোচনা, মতামত, নাটক, গান সবই চলবে যদি তা হয় তথ্য অধিকারবিষয়ক।
এ ছাড়াও জুনমাসে শাহ আলম বাদশা রচিত তথ্যভিত্তিক নাটিকা ”তথ্য পেলেন কাশেম চাচা” তথ্য কমিশন থেকে মুক্তি পেয়েছে। এটি অচিরেই টিভিসহ বিভিন্ন গণমাধ্যমের প্রচারিত হবে। এতে অভিনয় করেছেন হুমায়ুন আহমেদ এর আলোড়ন সৃষ্টিকারী ধারাবাহিক নাটক ”অয়োময়” এর নিবারণচরিত্রে অভিনয়কারী অভিনেতা এ বি সিদ্দিকী, শাহ আলম বাদশাসহ অনেকে। দেখুন এখানে ক্লিক করে
৮টি মন্তব্য
বনলতা সেন
ভালই , আপনি তো দেখছি বিরাট মানুষ ।
এখানে আপনি লেখেন দেখে আনন্দ বোধ করছি ।
শাহ আলম বাদশা
একসময় সব পত্রিকায় চুটিয়ে লিখতাম যখন ডিজিটাল টাইপিং ছিলোনা; বরং তখন ”লেটার প্রেস” ছিলো যেখানে সীসার অক্ষর সাজিয়ে সাজিয়ে তবেই ছাপার কাজ করা হতো।
এখন অনলাইন টাইপিং এ কতোই না মজা। তাই আছি আপনাদের সাথে এ মজার প্রযুক্তির সাথেও
শুন্য শুন্যালয়
আরে আপনি দেখছি রিয়েল সেলিব্রিটি। সত্যিই আনন্দ বোধ করছি। সাথে থাকলে আরো খুশি হবো।
নাটিকাটি দেখলাম। জানলাম ও অনেক কিছু। গুড জব ভাইয়া, শেয়ারের জন্য ধন্যবাদ।
শাহ আলম বাদশা
ভাল্লাগায় এবং কিছু জানার জন্য ধন্যবাদ
শিশির কনা
ভাইয়া আপনি এখানে লেখেন ? ভাবতেই গর্ব লাগছে । আমাদের এই সোনেলায় সব সময় লেখা যায় , এই নিয়ে একটি লেখা দিবেন কিন্ত নিউজ লেটার এ । আর চেষ্টা করবো নিউজ লেটারে লেখা দেয়ার ।
শাহ আলম বাদশা
রিলেটেড লেখা হলে ছাপাতে পারবো -{@ -{@
মা মাটি দেশ
খুব খুশি হলাম আপনাকে পেয়ে আশা করি এ ভাবে পাশে থাকবেন।
শাহ আলম বাদশা
ধন্যবাদ , চেষ্টা করবো থাকার