নাসির জামশেদ টু রুবেল । পর্দার পিছনের ঘটনা ।
গতকাল বাংলাদেশ একটি অবিষ্মরণীয় জয় পেয়েছিলো ।
স্বাভাবিক ভাবেই সবার মন ভালো এমন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে নাসির জামশেদ এর কুরুচিপূর্ণ টুইটার বার্তা সমস্ত বাঙালী কে ব্যাথিত করে ।
কিন্তু আসলেই কি নাসির এমন বক্তব্য টুইট করেছিলেন ? আমরা যেটা দেখতে পারছি ওটা ওনার টুইটার একাউন্ট ?
নাকি কেউ উদ্দেশ্যমূলক ভাবে আমাদের উষ্কানী দিতে ওটা ব্যবহার করছে ?
এবারে আসুন আসল ঘটনায় ।
টুইটারে যে কোন সেলিব্রেটির একাউন্ট টুইটার কর্তৃপক্ষ কর্তৃক ভেরিফাই করা থাকে । এবং সেই একাউন্টের পাশে অবশ্যই চেক মার্ক দেখা যায় । যেমন শচিন টেন্ডুলকার , বিরাট কোহিলি বা আমাদের সাকিবের নাম লিখে টুইটারে সার্চ দেন । অবশ্যই তাঁদের ভেরিফাই একাউন্ট পাবেন । এবার নাসির জামশেদে নাম লিখে সার্চ দেন । আই ডি পাবেন কিন্তু সেটা ভেরিফাই করা নয় । অর্থাৎ ফেইক আইডি । নিচের ছবি গুলো দেখে বোঝার চেষ্টা করুন ।
নিজে সচেতন হোন অপরকে সচেতন করুন ।
আপনার আবেগ নিয়ে যেন কেউ খেলা করতে না পারে সেদিকে দৃষ্টি রাখুন ।
সবাইকে বিজয় শুভেচ্ছা ।
১৭টি মন্তব্য
প্রজন্ম ৭১
‘ টুইটারে যে কোন সেলিব্রেটির একাউন্ট টুইটার কর্তৃপক্ষ কর্তৃক ভেরিফাই করা থা
প্রজন্ম ৭১
টুইটারে যে কোন সেলিব্রেটির একাউন্ট টুইটার কর্তৃপক্ষ কর্তৃক ভেরিফাই করা থাকে’— মানলাম।জামশেদ এমন কোন সেলিব্রিটি হয়ে যায় নি যে তাঁর একাউন্ট ভেরিফাই করা থাকবে।অকা?
সঞ্জয় কুমার
যে কোন প্লেয়ারের নাম লিখে সার্চ দেন রিয়েল আইডির সাথে একটা ফেক আইডিও পাবেন । পাকিস্তান কে ঘৃণা করার জন্য হাজার টা কারণ আছে , সেখানে মিথ্যার আশ্রয় নেয়ার কোন কারণ নেই । ওটা ফেক কিনা সেটা তাঁর টাইমলাইন চেক করলেই বুঝবেন ।
ধন্যবাদ
জিসান শা ইকরাম
টুইটার আইডি নাই
আইডি করে দেখুমনে।
সঞ্জয় কুমার
অবশ্যই । মিথ্যে কারণের প্রয়োজন নেই । সত্যি কারণ দিয়েই পাকিস্তান কে মন থেকে ঘৃণা করি , ভবিষ্যতে ও করব
শুন্য শুন্যালয়
পাকিস্তান কে ঘৃণা করার জন্য হাজার টা কারণ আছে , সেখানে মিথ্যার আশ্রয় নেয়ার কোন কারণ নেই ।
বেশ ভালো বলছেন কথাটা।
সঞ্জয় কুমার
হুম ধন্যবাদ । আপু
মেহেরী তাজ
অক্কে মনে থাকবে….
জনসচেতনতা মূলক পোষ্ট। ধন্যবাদ।
সঞ্জয় কুমার
আপনাকে ও ধন্যবাদ । ভাল থাকবেন
লীলাবতী
টুইটারে আইডি করতে হবে,কিন্তু সময় কোথায় এত সাইট ব্রাউজ করার?
সঞ্জয় কুমার
সেটাই তো । । আমার অনেক আগে একটা একাউন্ট করা ছিল ওটা দিয়ে চেক করেছিলাম
ব্লগার সজীব
পাকিদের ভাল লাগে না। দেখলেই গায়ে জ্বালা পোড়া আরম্ভ হয়।
সঞ্জয় কুমার
হুম । যাকে দেখতে নারী তাঁর চলন বাঁকা
স্বপ্ন
আমাদের কি তাহলে জামসেদের কাছে স্যরি বলতে হবে?
সঞ্জয় কুমার
যেখানে সত্যি কারনেই তাঁদের হাজার বার ঘৃণা করা যায় । সেখানে কি প্রয়োজন একটা মিথ্যা কারনের ? সত্যি কারণ গুলিই কি যথেষ্ট নয় ?
কৃন্তনিকা
আমারো টুইটারে অ্যাকাউন্ট নাই। ব্যাপারটা নিয়ে এখনো কনফিউজড…
তবে আমি শুন্য শুন্যালয় আপুর সাথে একমত।
সঞ্জয় কুমার
ধন্যবাদ । আমি নাসিরের পক্ষে নই বরং মিথ্যার বিপক্ষে ।