নাসির জামশেদ টু রুবেল । পর্দার পিছনের ঘটনা ।

গতকাল বাংলাদেশ একটি অবিষ্মরণীয় জয় পেয়েছিলো ।
স্বাভাবিক ভাবেই সবার মন ভালো এমন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে নাসির জামশেদ এর কুরুচিপূর্ণ টুইটার বার্তা সমস্ত বাঙালী কে ব্যাথিত করে ।

কিন্তু আসলেই কি নাসির এমন বক্তব্য টুইট করেছিলেন ? আমরা যেটা দেখতে পারছি ওটা ওনার টুইটার একাউন্ট ?
নাকি কেউ উদ্দেশ্যমূলক ভাবে আমাদের উষ্কানী দিতে ওটা ব্যবহার করছে ?

এবারে আসুন আসল ঘটনায় ।

টুইটারে যে কোন সেলিব্রেটির একাউন্ট টুইটার কর্তৃপক্ষ কর্তৃক ভেরিফাই করা থাকে । এবং সেই একাউন্টের পাশে অবশ্যই চেক মার্ক দেখা যায় । যেমন শচিন টেন্ডুলকার , বিরাট কোহিলি বা আমাদের সাকিবের নাম লিখে টুইটারে সার্চ দেন । অবশ্যই তাঁদের ভেরিফাই একাউন্ট পাবেন । এবার নাসির জামশেদে নাম লিখে সার্চ দেন । আই ডি পাবেন কিন্তু সেটা ভেরিফাই করা নয় । অর্থাৎ ফেইক আইডি । নিচের ছবি গুলো দেখে বোঝার চেষ্টা করুন ।

নিজে সচেতন হোন অপরকে সচেতন করুন ।
আপনার আবেগ নিয়ে যেন কেউ খেলা করতে না পারে সেদিকে দৃষ্টি রাখুন ।

সবাইকে বিজয় শুভেচ্ছা ।

ব

ক

ব

প

ন

৪৮৫জন ৪৮৫জন
0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ