
আমি সেই নারী, শতাব্দীর পর শতাব্দী অপেক্ষারত সেই নারী।
যে অপেক্ষার প্রহর কেটে সুন্দর রক্তিম সকালের আভা জাগেনি।
আমি সেই দিন ও নির্লিপ্ত ছিলাম যখন আমায় নিক্ষেপ করা হয়েছিল অগ্নিকুন্ডে সতীত্ব প্রমানের জন্য।
আমি তখনও নির্লিপ্ত ছিলাম, যখন আমার দেহ থেকে কেড়ে নেয়া হয়েছিল রঙিন বস্ত্র, মুছে দেয়া হয়েছে সব রঙ।
আমি হয়েছি কারো ঘরের দাসি,
বিক্রয় করা হয়েছে পণ্যের মতো করে।
আমার দাম উঠানামা করে আমার রঙে রূপে,
কেউ কখনো আমার মনন সত্তা কে দেখেনি,
আমাকে নিয়ে খেলা হয়েছে যেমন খুশি তেমন।
আমার আগমনের বার্তা জানিয়েছে অশণির সংকেত।
আমার জন্ম যেন চির হতাশা আর বোঝার কারন,
তাই তো স্বর্গীয় পিতামাতা কখনো মাথা তুলে দেখেনি।
হিংস্র পশুর মতো আমার উপর ঝাপিয়ে পরলেও সেতো আমার ই পোষাক না হয় চলনের দোষ।
আমাকে ব্যবচ্ছেদ করে যে স্বাধীনতা আনলো,
সেই স্বাধীন দেশে ই আজ আমি পরাধীন।
আমার পাখা দুটো ভেঙ্গে বলছে আজ থেকে তুমি মুক্ত,
ওই বিশাল নীলাকাশ টা তোমার,
সুবিশাল নীলাকাশে কখনো উড়া হয়নি!
কারন মাটি থেকে তাকে স্পর্শ করার সাধ্য যে আমার নেই!
মুখ ফুটে বলা হয়নি অব্যক্ত আত্নকথন।
কারন জন্ম ই যে আমার আজন্মের পাপ!
২৩টি মন্তব্য
ছাইরাছ হেলাল
বাহ্, সুন্দর।
ত্যাগের বিনিময় আমাদের পাওয়া হয়ে উঠে না।
প্রস্থ-নিঃশ্বাস শুধুই আমাদের প্রাপ্য।
পপি তালুকদার
অশেষ ধন্যবাদ।ত্যাগের প্রতিদান নয় যথার্থ সম্মান পেলেই আমাদের পরিতৃপ্তি। কিন্তু সে সম্মান ই দিতে ব্যর্থ আমাদের পরিবার, সমাজ!
শুভ রাত্রি।
সাখাওয়াত হোসেন
জম্ম কখনো পাপ নয়। এর জন্য আমাদের তৈরি সমাজব্যবস্থাই দায়ী।
দারুণ লিখেছেন আপু, অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা।
পপি তালুকদার
শেষোক্ত লাইন টি ছিল চির ক্ষোভ আর আক্ষেপর বহিঃপ্রকাশ।না জন্ম পাপ ছিল না সমাজ শিখাইচ্ছে এটা।এত উন্নত হচ্ছে সমাজ তবুও মানসিকতার পরিবর্তন হচ্ছেনা। এখনও সমাজে নারীরা লাঞ্চিত, অবহেলিত! আর কবেই বা এর উত্তরন তা অজানা!!
ধন্যবাদ ভাইয়া পড়ার জন্য।
পপি তালুকদার
অশেষ ধন্যবাদ।ত্যাগের প্রতিদান নয় যথার্থ সম্মান পেলেই আমাদের পরিতৃপ্তি। কিন্তু সে সম্মান ই দিতে ব্যর্থ আমাদের পরিবার, সমাজ!
শুভ রাত্রি।
তৌহিদ
মনের আস্ফালন ফুটে উঠেছে লেখায়। পুরুষতান্ত্রিক সমাজে নারীদের আজও ঘরবন্দী দেখতে পছন্দ করি আমরা। এ যেন নারীত্বকে দমিয়ে রেখে পৌরুষত্ব ফলানোর অন্যতম উপায়।
পুরুষ হিসেবে এটি আমার জন্য লজ্জাকর। শুভকামনা আপু।
পপি তালুকদার
ধন্যবাদ ভাইয়া। এখনো সমাজে পুরুষতান্ত্রিকতা ছাপ সর্বত্র দেখা যায় তবে কিছু উন্নত মানসিকতার পুরুষ আছে বিধায় নারীরা এগিয়ে যাচ্ছে এবং যাবে।সকল ক্ষেত্রে আপনাদের সহযোগিতা কামনা করছি।
রোকসানা খন্দকার রুকু
অসাধারণ প্রকাশ॥ নির্মম সত্যি।
শুভ কামনা রইলো।🥰🥰
পপি তালুকদার
অসংখ্য ধন্যবাদ আপু।
সুপর্ণা ফাল্গুনী
নারী আজন্ম যেন পুরুষের ছত্রছায়ায় বন্দী । এদের নেই কোনো স্বাধীনতা, নেই উড়ে বেড়ানোর ডানা। উড়তে গেলেই পুড়ে মরতে হয় ক্রোধের রোষানলে। চমৎকার উপস্থাপন। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো। শুভ সকাল
পপি তালুকদার
ঠিক বলেছেন দিদি। প্রতিনিয়ত নারীরা নিগৃহীত হচ্ছে এ যেন স্বাভাবিক ব্যাপারে দাড়িয়ে গেছে।এ-র থেকে কিভাবে উত্তরন পাবো তা সত্যিই অজানা।
বোরহানুল ইসলাম লিটন
নারী জাগরণে স্বাক্ষী হয়ে থাকুক সুন্দর লেখাটি।
তবে নারী কিন্তু এখন অবহেলিত নয়
যথাযোগ্য মর্যাদার আসন পেয়েছে ঘর বাহিরে সর্বত্র।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন।
পপি তালুকদার
হুম আগের থেকে অনেক উন্নত হয়েছে তবে সামগ্রিক ভাবে দেখলে এখনো শোষণ চলছে নিবৃত্তে।অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
আলমগীর সরকার লিটন
নারী পুরুষ দুটাই কঠিন শব্দ বাস্তবতারমুখে না পরলে বুঝা যায় না নারী পুরুষ কি
পপি তালুকদার
সত্য কথা বলার জন্য ধন্যবাদ।পুরুষতান্ত্রিকতার রোষানল নারীরা নিষ্পেষিত হচ্ছে প্রতিনিয়ত।বাস্তব জীবনে তার হাড়েহাড়ে টের পাওয়া যায়।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
অনবদ্য লেখা। নারী মনের বেদনা প্রতিটি ছত্রে ফুটে উঠেছে — মুখ ফুটে বলা হয়নি অব্যক্ত আত্নকথন।
কারন জন্ম ই যে আমার আজন্মের পাপ!– শুভ কামনা ।
পপি তালুকদার
অসংখ্য ধন্যবাদ। বেদনা প্রকাশের স্থান পাওয়া গেলো তবে বেদনা উপশমের ব্যবস্থা পাওয়া যায়নি!!!শুভেচ্ছা ও শুভকামনা রইল নিরন্তর। ভালো থাকবেন।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
প্রীতিময় শুভেচ্ছা রইলো। রইলো শুভ কামনা ।
আরজু মুক্তা
পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা আর নারীদের অবজ্ঞার চোখে দেখা। তবুও এখন একটু পাল্টেছে।
আগামীর দিনগুলি সুন্দর হোক। নারী, তুমি উজ্জীবিত হও।
জিসান শা ইকরাম
লেখার মাঝে কঠিন সত্যি আনলেন।
লেখায় ক্ষোভ, হতাশা, ক্রোধ সব এসেছে নিপুন ভাবে।
এই অবস্থা হতে নারীর মুক্তি নেই, বা হবার সম্ভাবনা খুবই ক্ষীণ।
অনেক ভালো লেখা,
এমন লেখা আরো লিখুন।
শুভ কামনা।
পপি তালুকদার
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমাদের চারপাশে ঘটে যাওয়া অজস্র ঘটনা মনে ক্ষোভ, হতাশা, ক্রোধ সৃষ্টি করে প্রতিনিয়ত।আসলে এর থেকে পরিত্রান হয়তো কখনোই সম্ভব নয়! তবু প্রত্যাশা করি একদিন সকল অভিযোগের অবসান হয়তো হবে।
শুভ রাত্রি।
নার্গিস রশিদ
খুব সুন্দর একটা কবিতা । কবিতাটার মাধ্যমে সুন্দর ভাবে ফুটে এসেছে নারী জাতির দুঃখ গাঁথা জীবন । ভালো লাগলো ।
পপি তালুকদার
অনিঃশেষ ধন্যবাদ জানবেন।
ভালো থাকুন, সুস্থ থাকুন।