দেশটা একটি নাট্যমঞ্চ

মোঃ মজিবর রহমান ৫ আগস্ট ২০২১, বৃহস্পতিবার, ০৪:৪১:০২অপরাহ্ন একান্ত অনুভূতি ১৪ মন্তব্য

সাচ্চাকথা রটছে দেখুন র‍্যাব অভিযানে
করছে কারা করাচ্ছে কারা দেখুন সবে জানে
শুধু শুধুই জনতাকে মাঝে আনছ কেন?
দেশের হর্তাকর্তা করছে সগৌরবে
করছে নিজ ক্ষমতা গৌরবেই।

ধরছে পরা নর্তকী দারোয়ানরা
ধরছেনা কেন মিয়া ভাইয়েরা
অভিনেতা পড়ছে ধরা
পরিচালক কেন ছাড়া?

সকল অন্যায় রইছে বাঁধা
পাপজমা স্রষ্টায় আঠা
ক্ষমতা দেখাচ্ছ দেখা
শাস্তির বিধান পরকারে পাক্কা!

কেলেঙ্কারি ঘটলেই সাময়িক বহিষ্কার
দুদিন পরেই স্বগৌরবে নিলজ্জ আবিষ্কার
লজ্জাহীন দায়িত্বহীন এই কর্তায়
বসিবে স্বআসনে পুর্ণক্ষমতায়।

৬৫০জন ৫৩১জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ