যদি ভালোবাসো তবে এতো দ্বিধা কেন ?
যদি ভালোবাসো তবে কেন এই নীরবতা ?
এসো আরও কাছে ; বলি নীরবে কথা
এসো ছড়াই হৃদয়ের সব ভালোবাসা
উজাড় করে দেই ; ভুলে পুরনো ব্যথা ।
নাজিফাহ মহাকালের এই অথৈ সমুদ্রে
চলো হই নিয়তি দুজন দুনিয়া জুড়ে ..
তোমার রুপের আলোতে কাটাবো লক্ষ বছর ..
ঢেউ উঠা চুলের ফাঁকে তাকাবো অযুত প্রহর ..
যদি ভালোবাসো
আড়াল ভেঙ্গে আসো
যদি ভালোবাসো মৌনতা ভুলে যাও
এই এক জীবনেই ভালবাসতে হবে তোমাকে
এই এক জীবনেই বলতে হবে দিবানিশি
নিজেকে উজাড় করে ভালোবাসি আর ভালোবাসি ।
৯টি মন্তব্য
শুন্য শুন্যালয়
নাজিফাহ মহাকালের এই অথৈ সমুদ্রে
চলো হই নিয়তি দুজন দুনিয়া জুড়ে ..
এই লাইন দুটো খুব ভালো লাগলো…
প্রিন্স মাহমুদ
-{@
জিসান শা ইকরাম
নাজিফাহ কে নিয়ে প্রতিটি লেখাই সুন্দর ।
প্রিন্স মাহমুদ
অনেক ভেবে চিন্তে লিখি এগুলা
অনুশঙ্কর গঙ্গোম্যাক্সিম
নাজিফাহ জন্য আকুলতা।
প্রিন্স মাহমুদ
ধুর
আফ্রি আয়েশা
যদি ভালবেসে থাকে আসবে 🙂
কবিতা সুন্দর হইছে ।
প্রিন্স মাহমুদ
আহা !
প্রিন্স মাহমুদ
hm