(১)
নষ্ট কথার নষ্টামি
নাজমুল হুদা
কষ্ট দিবি কষ্ট নিবি কষ্ট বুঝা দায়
নষ্ট করে বদলা নিবি নষ্ট হবি তাই;
মনের টবে বিষ ছিটালে মন পাওয়া যায়
নষ্ট মনের নষ্টামিতে কত দূর যাবি- আয়!
স্মৃতি কথায় মারলি তুই ধনুক কথার ঘাঁ
নষ্ট করে নষ্ট হলি-“ক্যান বদলা নিলি না?”
পর কথাতেও বুকে নিলি অতীত ছিঁড়ে- হায়!
নষ্ট আমি কষ্টে বললি-“ভালো রাখবি আমায়!”
এতক্ষণে বুঝে গেছি
কষ্টে কাঁদিস কষ্ট তোর সাবেক স্মৃতির পাতায়
নষ্ট করে বলবি-“নষ্টামিতেই তুমি আমি মানায়।”
(২)
বিচ্ছেদে সয় ভালোবাসায় নয়
নাজমুল হুদা
কোথায় যেন কিসের হাহাকার
ইচ্ছে করলেই পাই না আমার মতো
অভিমান নয়তো কারো কিংবা অভিশাপ।
জানি, আমি জানি ভালোবাসলে
বুকের আলপথে ছুটাছুটি করে অদৃশ্য
অনুভব করি রক্তে মেশানো তাঁর আর্দ্রতা।
একদিন খুঁজে পাই বামপাশে ব্যথা-
বিচ্ছেদে মানুষ ছেড়ে গেলে যতটুকু সয়
ভালোবাসি বলে কষ্ট পেলে ততটুকু নয়।
নেত্রকোণা, ময়মনসিংহ
৯টি মন্তব্য
নিতাই বাবু
সুন্দর দুটো কবিতা পোস্ট করেছেন শ্রদ্ধেয় নাজমুল দাদা। শুভকামনা থাকলো।
সুপর্ণা ফাল্গুনী
একদিন খুঁজে পাই বামপাশে ব্যথা-
বিচ্ছেদে মানুষ ছেড়ে গেলে যতটুকু সয়
ভালোবাসি বলে কষ্ট পেলে ততটুকু নয়। ধন্যবাদ ভাইয়া। শুভ সকাল
অনন্য অর্ণব
আহারে এ যেন নষ্ট কাব্যের ছড়াছড়ি…
বদলা নেয় কে হুম কার এতো সাহস ?
রেহানা বীথি
দুটো কবিতাই ভালো লাগলো খুব।
ফয়জুল মহী
মনোহর লেখা।
নৃ মাসুদ রানা
আলাদা আলাদা অনুভুতি
জিসান শা ইকরাম
জোড়া কবিতায় অনেক ভালো লাগা।
শুভ কামনা ছোট ভাই।
ইসিয়াক
দুটো কবিতাই সুন্দর।
রুমন আশরাফ
বাহ দারুণ কবিতা দুটো। বেশ ভাল লাগলো।