
নাগর নদীর বাঁকে,
চ্যাং চেলা আর ট্যাংরা পুঁটি
ঘুরছে ঝাঁকে ঝাঁকে!
সদ্য যে সকাল,
ছুটছে তবু দুষ্টুরা সব
নিয়েই টেলা জাল।
গামছা পরে নামছে ক’জন,
কেউ বা উদোম গায়
রাখছে খুলে লুঙ্গীটা তার
পাশের ডিঙি নায়,
পট্টি বেঁধে ঘায়।
ছোট্টুরা কেউ বাদ পড়েনি
ঘুম যে গেছে খসে,
ডলছে তবু চোখ দু’খানি
খলই ধরে কষে,
কেউ খাড়া কেউ বসে।
বইছে মৃদু উত্তুরে বাও
কচুরিপানার খাদে,
দেখতে যেয়ে মন ভাবে মোর
আটকে বকের ফাঁদে,
ক্যান শিকারী রোজ গেঁথে দেয়
বরশি পুঁটির কাঁদে!!
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
১১টি মন্তব্য
নার্গিস রশিদ
আহ ! সেই ছোটো বেলার মিষ্টি স্মৃতি দেখতে পাচ্ছি !
বোরহানুল ইসলাম লিটন
অশেষ কৃতজ্ঞতা রইল।
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।
হালিমা আক্তার
হারিয়ে যাওয়া শৈশব স্মৃতি।
বোরহানুল ইসলাম লিটন
গভীরভাবে কৃতজ্ঞ।
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।
আলমগীর সরকার লিটন
ছন্দের অন্যরকম ভাব প্রকাশ কবি দা
বোরহানুল ইসলাম লিটন
অশেষ কৃতজ্ঞতা রইল কবি দা।
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।
মনির হোসেন মমি
শৈশবে হারিয়ে গেলাম।খুব সুন্দর।
বোরহানুল ইসলাম লিটন
কৃতজ্ঞতায় ধন্যবাদ রাখলাম নিরন্তর।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন
নিরাপদে থাকুন।
মোঃ মজিবর রহমান
সৃতি জাগানিয়া পোষ্ট বোরহান ভাই।
বোরহানুল ইসলাম লিটন
অটুট আস্থা রইল মন্তব্যের প্রতি মজিবর ভাই।
কৃতজ্ঞতায় ধন্যবাদ রাখলাম নিরন্তর।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন
নিরাপদে থাকুন।
মোঃ মজিবর রহমান
আপনার মন্তব্যে অনুপ্রাণিত হইলাম ভাই।