উদোম শরীরে কিংবা ফিনফিনে পোষাকে যখন
দুলিয়ে তুমি কোমল দেহবল্লরী
উগ্র প্রসাধনে চলে যাও মুক্ত-স্বাধীন–
হৃদয়ে তখন আমার মাতাল হাওয়া বয়ঃ
আর দাপাদাপি করে শুধু নরকের কীট;
মনের পশুটাও ক্ষেপে ওঠে বেগতিক
ঠেকাই তাকে বলো, কী সাধ্য আমার?
সর্পিল গতি হেঁটে যাও তুমি—-
ভেসে চলে বাতাসে গন্ধ তোমার
পাগল আমি চেয়ে থাকি অপলক
পাপ যদি হয়, বলো দোষ কি আমার!
পতঙ্গের মতো হয়ে বেভুল-মাতাল
নিজেকে দিতে যদি না পারি সামাল;
কিংবা মোহের আগুনেই কভূ দিয়ে দিই ঝাঁপ
দায়ী কি হবেনা তবু তোমার শরীর
একাকীই নেবো আমি নিন্দার ভাগ!!
১২টি মন্তব্য
সঞ্জয় কুমার
ভাল হয়েছে
শাহ আলম বাদশা
অনেক শুভেচ্ছা ভাল্লাগায়
ব্লগার সজীব
কবিতাটি কেমন যেন অন্যরকম ভালো লাগলো। কবিতার গভীরে যে সুর আপনি এনেছেন, তা অনবদ্য। কবিতার কাঠামোটা অনেক আকর্ষনীয় হয়েছে। রবীন্দ্র পরবর্তী যুগে এধরনের কবিতা আমি আর পঠন করিনি।
শাহ আলম বাদশা
আপনার মূল্যায়নে আমি ধন্য হলাম ভাই -{@ -{@ -{@
নুসরাত মৌরিন
সজীব ভাই…আপনি কি আপনার কমন কমেন্ট থেকে একটা এখানে মেরে দিলেন!! 😀
শাহ আলম বাদশা
হুম
আবু জাকারিয়া
অনেক ভাল লাগল।
শাহ আলম বাদশা
অনেক ধন্যবাদ
খসড়া
সবার ভাল লাগল তাই আমারও ভাল লাগল।
শাহ আলম বাদশা
এ কেমন কথা ভাই, নিজের ভাল্লাগা কি নেই? তবু ধন্যবাদ
মোঃ মজিবর রহমান
দোষ কি মেতে উঠতে
চাই তো হিয়া
চাই মন
চাই মত্ত
মাতামাতি
দোষ কি কবির
আকর্ষণে যদি
দিয় ঝাপ।
শাহ আলম বাদশা
ভালোই বলেছেন, ধন্যবাদ