ঠাট্টা, মস্কারা , উপহাস করা হচ্ছে আমাকে নিয়ে ;
আমি নাকি নষ্টামেয়ে !
আমায় দেখে মুখ ফিরিয়ে নিচ্ছে ,
কারণ, আমি নাকি নষ্টামেয়ে !!
যখন চার-পাচঁটা যুবক রূপি কুকুরের থাবায় খুলে যাচ্ছিল আমার দেহ,
তখন তো তোমরা কেও বলনি ওরা নষ্টাপুরুষের দল।
আমিই নষ্টামেয়ে তাইতো !!!
মা-বাবা সমাজের ভয়ে যখন আমাকে ঘরে তুলেনি,
তখন কি কেউ বলেছিলে এটা নষ্টাসমাজ।
আমিই তো নষ্টামমেয়ে নোংরা সমাজের।
পেটের আর্তনাদে যখন পাগল আমি ঘুরছিলাম পথে-পথে,
কৈ তখন তো কেও বলনি নষ্টাপথ!?
নিজের শিক্ষায় যখন আহার জোগার করছিলাম –
তখন ঐ বড় বড় কর্তাদের চোখ আমার দেহের উপরেই ছিল,
তবুও তো কেউ বলোনি নষ্টাকর্তা-কাঠামো!?
পেটের আর্তনাদে উম্মাদ হয়ে যোগ দিলাম দেহ ব্যাবসা,,
হ্যা, আজ আমি নষ্টা,
তোমাদের নষ্টামস্তিষ্কের কারণে।
ভুল করে ছিলাম আমি সবার মত আত্তহত্যা না করে,,
কারন, কি জানো ???
তোমাদের ঐ ধর্ম, শিক্ষা, সমাজ একদিন আমায় শিখিয়েছিল –
“আত্মহত্যা মহাপাপ “,
তাই আজ আমি নষ্টামেয়ে।
মুখ ফিরিয়ে নিচ্ছে ওরা আমায় দেখে,
কারণ, ওরা মানুষ আর আমি নষ্টামেয়ে।
আমায় নিয়ে নিত্যনতুন খেলা মেতে উঠছে রাতে,
সকাল হতেই আমি ঝরা পাতা নর্দমার পাশে,
কারণ, আমি নষ্টামেয়ে।
তোমাদের নোংরা মানুষিকতার,
নোংরা সমাজের আমি নষ্টামেয়ে।
১৫টি মন্তব্য
জিসান শা ইকরাম
সোনেলায় স্বাগতম -{@
আমাদের সমাজটাই এমন, সব কিছু নারীদের উপরে চাপিয়ে দেয়া হয়,
সব নষ্টের মুলে আছে পুরুষরা, অথচ নষ্টা হয়ে যায় নারী গন।
আপনার লেখাটি সমাজের মুখের উপর চাবুকের মতই পরেছে,
অত্যন্ত বাসব সম্মত একটি লেখা।
খুবই ভাল লেগেছে।
সোনেলায় লেখুন নিয়মিত,
শুভ কামনা।
গালিবা ইয়াসমিন
ধন্যবাদ 🙂
ইঞ্জা
অভিনন্দন এবং সু-স্বাগতম সোনেলার উঠোনে, আপনি এরি উঠোনে ঘুরে ফিরে বেড়ান, আনন্দ করুন, উপভোগ করুন, এই উঠোন আপনারই।
আপনার লেখাটি সমাজের মুখে চপেটাঘাতের মতো, আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন নষ্ট সমাজের কুটিল রূপটি, আপনি অসাধারণ লিখেন তা সহজেই অনুমেয়।
সোনেলার পরিবারের একজন আপনি, আপনার প্রতি পরিবারের পক্ষ থেকে আবারো স্বাগতম।
গালিবা ইয়াসমিন
ধন্যবাদ , আমাকে গ্রহণ করার জন্য , অসংখ্য ধন্যবাদ আমার লিখা পড়ে মন্তব্য করার জন্য 🙂
ইঞ্জা
সাথে সাথে অন্য ব্লগারদের লেখাও পড়ুন, আশা করি ভালো লাগবে।
মৌনতা রিতু
চমৎকার লেখা। আমি বলি, মেয়ে তুমি চিৎকার করো যতোদূর তোমার তোমার আওয়াজ যায়।’ জীবন একটাই। মরতে চাইনা কারো কারনে,কোনো অবস্থাতেই। নষ্টা না কলঙ্কিনি একটা বই পড়েছিলাম।
লেখাটা সুন্দর হয়েছে।
গালিবা ইয়াসমিন
ধন্যবাদ 🙂
মোঃ মজিবর রহমান
সমাজের কুলুসিত দিকগুলি তুলে ধরেছেন সুন্দরভাবে।
সোনেলায় আপনাকে স্বাগতম।
হ্যাঁ মাইও নষ্টদের মাঝের একজন কারন আমি এই নস্টা সমাজের একজন।
মোঃ মজিবর রহমান
প্রতিবাদ করার বা অন্যায়ের প্রতিবাদ করতে ব্যারথ।
গালিবা ইয়াসমিন
ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য এর জন্য 🙂
মোঃ মজিবর রহমান
আপনাকেও ধন্যবাদ।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
পেটের আর্তনাদে যখন পাগল আমি ঘুরছিলাম পথে-পথে,
কৈ তখন তো কেও বলনি নষ্টাপথ!?
এখানেই কবি লেখক রাজনিতীবিদ রাষট্র সবাই নীরব।লেখাটি খুব ভাল হয়েছে। -{@
গালিবা ইয়াসমিন
ধন্যবাদ 🙂
আবু খায়ের আনিছ
নারীর ক্ষেত্রেই অধিকাংশ সময় দেখা যায় ভিকটিমকেই দোষারোপ কর হচ্ছে।
সাহসী লেখা।
সমাজে ঘটে যাওয়া না ঘটনাগুলো আমরা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাই যা মাঝেমাঝে আমাদের অন্ধ করে দেয়। লেখক/ কবিদের কলম ই তখন আমাদের চোখ দিতে সাহায্য করে।
গালিবা ইয়াসমিন
ধন্যবাদ 🙂