বহুকাল আগে,
ঝরে পড়া একটা গোলাপকুঁড়ির
বিবর্ণ হয়ে যাওয়া দেখে,
আমি নষ্ট হয়ে গেছি!
নিষ্পাপ একটা অঘোর ঘুমের মৃত্যু দেখে,
আমি ক্রমাগত নষ্ট হয়ে গেছি!
আমি নষ্ট হয়েছি,
ট্রেনের করুন হুইসেলের পেছেনে পেছনে,
একটা কৈশোরের,
অন্ধকারে মিলিয়ে যাওয়া দেখতে দেখতে!
ভুল চিঠিগুলো, ভুল ঠিকানায় ঠোকর খেয়ে,
বার বার ফিরে আসা দেখতে দেখতে আমি,
নষ্ট হয়েছি নিঃশব্দে!
মরে যেতে যেতে, একটা নদীর বাঁচার
প্রবল আকুতি শুনে শুনে,
একটা দালানের নিচে নিরীহ একটা
পুকুরের খুন হয়ে যাওয়া সয়ে,
ফুডকোর্টে তের শ বিরানব্বুই টাকার
অশ্লীল বিল দেখে দেখে,
নাগালের ওপারে বাজারের ফর্দ পড়ে,
অবোধ আবদারে বোবা প্রত্যাখান হয়ে,
নষ্ট থেকে নষ্টতর হয়েছি আমি!
নষ্ট হতে হতে, নষ্ট হতে হতে,
এখন আর নষ্ট হইনা আমি!
শুধু নষ্ট করি,
কেবলই নষ্ট গড়ি-
ব্যগ্র একাগ্রতায়!
২১টি মন্তব্য
জিসান শা ইকরাম
নষ্ট হইয়েন না ভাই
কারো জন্য নষ্ট হওয়া ভুল।
ভালো হয়েছে লেখা।
বোকা মানুষ
ধন্যবাদ ভাই!
আবু খায়ের আনিছ
প্রথমে প্রেম তারপর সমাজ,তারপর দেশ, সব জায়গাতেই নষ্ট হয়ে গেলে চলবে???
বোকা মানুষ
চলে তো না, সেজন্যই অনিচ্ছাতেই নষ্ট হয়ে যায় অনেকে! 🙁
আবু খায়ের আনিছ
ও দেশ মাতৃকা আমি বারবার নষ্ট হয়ে যাই আমায় একবার পবিত্র করে দাও না।
শুন্য শুন্যালয়
কবিতাটি চমৎকার হয়েছে।
অনেক কিছুই নষ্ট হয়েছে, হবে আরো অনেক, তবে নষ্ট করা, নষ্ট গড়া চলবেনা কিছুতেই। দেখতে চাই নষ্টের চাইতে সুন্দরের ক্ষমতা বেশি কিনা।
বোকা মানুষ
ওই গোলাপ কুঁড়িটার মত, ওই নিরীহ পুকুরটার মত সুন্দর তো প্রায়ই হেরে যায়! হারতে হারতে অজান্তে সুন্দরও নষ্ট হয়ে যায়! 🙁
রিমি রুম্মান
হোঁচট খেতে খেতে নষ্ট হওয়া … সুন্দর লেখা ।
শুভকামনা নিরন্তর -{@
বোকা মানুষ
ধন্যবাদ লেখা পছন্দ করার জন্য!
অরুনি মায়া
সময়ের সাথে সাথে আঘাত পাওয়া মানুষ গুলো নষ্ট হলেও নিজেকে শুধরে নেবার ক্ষমতা নিজের মাঝেই লুকিয়ে রাখে। শুধু সময় মত ক্ষমতাটিকে কাজে লাগাতে হয়,,,,
বোকা মানুষ
হয়তো লুকিয়ে থাকে! কে জানে! তারে খুঁজে পাওয়া যে দুষ্কর! আর খুঁজে না পাওয়াটা যন্ত্রনা বাড়ায় আরও! নষ্ট হওয়ার আগুনে ঢালে ঘি!
মোঃ মজিবর রহমান
নস্ট হতে বাকীই বা কি?
চালক যখন নষ্ট।
ভাল লেগেছে।
বোকা মানুষ
ভাল লেগেছে জেনে কৃতজ্ঞ! ধন্যবাদ!
ইমন
বাহ ! ভালো লাগছে কবিতাটা 🙂
বোকা মানুষ
কৃতজ্ঞতা ও ধন্যবাদ!
অপদেবতা
-{@
তবুও আমি বিশ্বাস করি ,
কেউ না কেউ এত নষ্টের ভেতরও
ঘুরে দাড়াবে
কেউ না কেউ
কোন একদিন
লেখাটির জন্য শুভকামনা । -{@
বোকা মানুষ
আপনাকেও শুভেচ্ছা!
লীলাবতী
নষ্ট গড়া কি ঠিক ভাইয়া?
বোকা মানুষ
না, ঠিক না! কিন্তু নষ্ট যখন নষ্ট গড়ে, ঠিক বেঠিকের খেয়াল কি রাখে সে!?
মেহেরী তাজ
বুঝতে হবে এটা আপনার ভালো হওয়ার উত্তম সময়। কারন নষ্ট হওয়ার জন্য আর কোন অজুহাতই অবশিষ্ট নাই। ভালো হওয়া শুরু করুন ভাইয়া।
বোকা মানুষ
🙁