ব্যবহারকারী নাম
পাসওয়ার্ড
মনে রেখো
কেউ অনলাইনে নেই!
ন’টার গাড়ি ক’টায় ছাড়ে
দেখতে যদি চাও
ইস্টিশনে যাওনা ছুটে—
জলদি করে যাও।
টিকেট কেটে ঝিমাও বসে
দশটা হলেই পার
ন’টার গাড়ি ছাড়বে তবে
চিন্তা কেনো আর?
নয়টা এবং দশটা থেকে
দু’টাও যদি বাজে—
পৌঁছে তুমি যাবে ঠিকই
বিকেল কিবা সাঝে!!
হুম পরদিন নয়টা বাজলেও ঠিকই পৌঁছে যাবেন 🙂
হচ্ছেতো তাই -{@ -{@ -{@ -{@
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।
২টি মন্তব্য
শুন্য শুন্যালয়
হুম পরদিন নয়টা বাজলেও ঠিকই পৌঁছে যাবেন 🙂
শাহ আলম বাদশা
হচ্ছেতো তাই -{@ -{@ -{@ -{@