#নক্ষত্র_পতন//
রাত নীল হয়ে এলে গভীর অন্ধকারে কুয়াশার ট্রেন সাইঁ সাঁই শব্দে সাপের মতো ফ্যানা তুলে বাতাসে বিষাক্ত বিষ মেখে দেয়
সেই বিষ খেয়ে নক্ষত্ররা মিহি রক্তের মতো লাল তরঙ্গ সঞ্চালন করে
নক্ষত্রের প্রজ্জ্বলিত বুকে কে যেনো বিরহী সঙ্গীতে সুরো তোলে
সেই সুর সারাক্ষণ ছুঁয়ে যায় আকাশ হতে মৃত্তিকায়
মৃত্তিকা হতে আকাশে_
নক্ষত্রের আদি নিবাস মাটিতে হলেও হতে পারে
জন্ম লভ্য বিচরণপট আকাশেই
তার বুকে হিমবাহী সমুদ্র আছে
আছে বায়ুঝড়ের উচ্ছ্বাস দাবানলের উন্মাদনাও
কখন যে কার আগমন ঘটে হুট করে_
আর সব কিছু ঘটতে থাকে নিমিশেই
সেই সুরে সবুজ ধানের খেতে শিরিশিরি আভা নেমে আসলো
নরম শীতের স্পর্শে ঝিঙ্গের মাচায় প্রশান্তির হাবুডুবু দোল খেতে শুরু করলো
সেই আওয়াজে বাতাসো স্নিগ্ধ গন্ধ ছড়িয়ে দিলে এপারে ওপারে
মুগ্ধতায় হৃদয়ে জমে থাকা ব্যথাগুলো মুক্ত তেপান্তরে ছড়িয়ে যাচ্ছে নক্ষত্রের আহ্নিক স্রোতে
মনে হয় আজ হৃদয়ে নক্ষত্রের হাট বসেছে
একে একে খুলে পড়ছে নক্ষত্ররা আমার জমিনে_
অথচ জমিনে জল নেই
সব জল শোষণ করে নিচ্ছে নাক্ষত্রিক ব্যথারা
পৃথিবী তোমাকে বিলাবোনা আর পুষ্প শোভিত হাসি
সব আনন্দ আঁধারে হারিয়ে যাচ্ছে
ভীষণ অন্ধকার ভীষণ ভীষন!!
কার বুক খালি হয়েছে খুনে ধর্ষণে
সবাই জানে_অথচ প্রতিবাদ নেই বিক্ষোভ নেই
কার স্বপ্ন ভেঙ্গেছে এক কোটিবার
সে ছাড়া কেউ জানতে চায়নি কেউ না!
(মাসুদ চয়ন)
৯টি মন্তব্য
তৌহিদ
বুজেছি , আমার আর কবিতা লেখা হবেনা চয়ন ভাই। আপনারা সবাই এত সুন্দর কবিতা লেখেন এসবের ভীড়ে নিজেরে খুঁজে পাচ্ছিনা।☺☺
আমাদের অন্যায়ের প্রতিবাদ করার মানসিকতা ক’জনেরই বা আছে? সবাই দাঁড়িয়ে তামাশা দেখি।
লেখা ভালো হয়েছে ভাই।
এই মাস সোনেলার জন্ম মাস। আশাকরি সোনেলাকে নিয়ে আপনি একটি লেখা লিখবেন। সোনেলায় আপনার অভিজ্ঞতা, আরও কিভাবে সোনেলাকে সমৃদ্ধ করা যেতে পারে, কিভাবে এলেন, কোন ধরনের লেখা ভালো লাগে এসব আর কি।
অপেক্ষায় রইলাম ।
আর একটু সময় করে প্রতিদিন সবার লেখায় নিজের উপস্থিতি জানান দেবেন কিন্তু। এতে লেখকদের নিজেদের মধ্যে একটা বোঝাপড়া তৈরী হয়। আপনি অভিজ্ঞ মানুষ, আশাকরি বোঝাতে পেরেছি।
ভালো থাকবেন। শুভকামনা রইলো।
মাসুদ চয়ন
ধন্যবাদ প্রিয়
নিতাই বাবু
সুন্দর একটা কবিতা পড়লাম। কবিকে শুভেচ্ছা।
মাসুদ চয়ন
ধন্যবাদ প্রিয়
সাবিনা ইয়াসমিন
মনে হয় আজ হৃদয়ে নক্ষত্রের হাট বসেছে
একে একে খুলে পড়ছে নক্ষত্ররা আমার জমিনে_
অথচ জমিনে জল নেই……
নক্ষত্রের আগুন শুষে নিয়েছে মাটির উর্বরতা
যেথায় প্রানের সুর ছিলো, জলের রেখায় হেসে উঠতো সবুজ প্রান্তর..
কিছু সুর আটকে থাকে ধরাধামে। কখনো আকাশ ছোঁয়, কখনো জমিন। বেরোতে পারেনা আদি শৃঙ্খল ভেঙে।
চমৎকার লিখেছেন। শুভ কামনা 🌹🌹
মাসুদ চয়ন
ধন্যবাদ আপু।শৈল্পিক আলাপন।
মাছুম হাবিবী
কার স্বপ্ন ভেঙেছে এককোটি বার
সে ছাড়া কেউ জানেনা। কেউ জানতেও চায় না। কবিতাটা অসাধারণ হইছে ভাই।
মনির হোসেন মমি
সামাজিক অবক্ষয়ের হতাশা থাকবেই এর মাঝেই জীবন আমাদের চলবে। শব্দ এবং বাক্যের ব্যাবহার বরাবরের মত মুগ্ধ। লিখুন সোনেলার জন্ম দিন নিয়েও।
রেহানা বীথি
কার বুক খালি হয়েছে খুনে ধর্ষণে, সবাই জানে….
ভালো লাগলো খুব।