যারা মনে করে মাতা/দেশমাতার প্রতি ভালবাসা কিছু আকৃতি বা অবয়বের মাধ্যমে প্রকাশ করলেই হয়ে যায় তাদের জন্যই বলা। েরাই দেশ্মাতা বলতে ঐ একমুঠোকেই বুঝে এবং সামান্য ধূলিকণাতেও যে দেশমাতার ছোঁয়া আছে তা তারা বুঝতে পারে না কোনদিন যেমন আছে মায়ের বকুনিতেও। তাই তো ওরা সেই আদ্যিকালের প্রবচন ‘চকচক করলেই সোনা হয় না’ এর চকমকির পিছনেই ছোটে… @লীলা বতী
১৪টি মন্তব্য
হৃদয়ের স্পন্দন
বাহ!!!!! সংক্ষেপে অর্থবহ। ভালো লিখেছেন
নীতেশ বড়ুয়া
🙂
মরুভূমির জলদস্যু
ছোট্ট সুন্দর।
নীতেশ বড়ুয়া
ধন্যবাদ 🙂
মিথুন
সুন্দর লিখেছেন ———
নীতেশ বড়ুয়া
🙂 🙂
ব্লগার সজীব
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি (3 -{@
নীতেশ বড়ুয়া
ধন্যবাদ 🙂 🙂
জিসান শা ইকরাম
ছোট সুন্দর -{@
নীতেশ বড়ুয়া
\|/
ছারপোকা
অল্প কিছু লাইনের মধ্যেই অনেক সুন্দর করে ফুটিয়ে তুলেছেন ।প্রত্যেকটা লাইন এ অনেক অর্থবহ ।
নীতেশ বড়ুয়া
ধন্যবাদ ছারপোকা 🙂 আমাদের এখনকার কপালে পতাকাকে ব্যান্ডেনা বানিয়ে, বুকে পতাকার টি-শার্ট পড়ে গায়ে ‘অ-আ-ক-খ’ লেখা শাল চড়িয়ে যারা দেশপ্রেম দেখায় তাদের জন্যেই আমার এইসব শব্দ।
লীলাবতী
ভালোবাসা এক মুঠোর বেশী লাগে নাকি?দেশ মাতা আমাদের হৃদয়ের গহীনে। (y) -{@
নীতেশ বড়ুয়া
যারা মনে করে মাতা/দেশমাতার প্রতি ভালবাসা কিছু আকৃতি বা অবয়বের মাধ্যমে প্রকাশ করলেই হয়ে যায় তাদের জন্যই বলা। েরাই দেশ্মাতা বলতে ঐ একমুঠোকেই বুঝে এবং সামান্য ধূলিকণাতেও যে দেশমাতার ছোঁয়া আছে তা তারা বুঝতে পারে না কোনদিন যেমন আছে মায়ের বকুনিতেও। তাই তো ওরা সেই আদ্যিকালের প্রবচন ‘চকচক করলেই সোনা হয় না’ এর চকমকির পিছনেই ছোটে… @লীলা বতী