
দেশের গানের মধ্যে আমার সবচে সুন্দর লাগে ‘ধন ধান্য পুষ্প ভরা’। এই গান গাইলেই আমার কেমন যেন লাগে। দেশে জব করার সময় যখন ট্রেইনর হয়ে কোথাও শিক্ষকদের ট্রেনিং দিতে যেতাম প্রায় সব ট্রেনিংয়ে আমার একটা কমন এক্টিভিটি ছিলো সব শিক্ষকদের নিয়ে এই গানটা গাওয়া। অন্যলাইনগুলো গাইতে পারলেও যেই লাস্ট লাইনগুলাতে যেতাম প্রতিবার আমার চোখ আর্দ্র হয়ে যেতো, মনে মনে নিজের গ্রামে চলে যেতাম, মায়ের কথা মনে পড়তো।
“ভাইয়ের মায়ের এমন স্নেহ, কোথায় গেলে পাবে কেহ,
ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি,
আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি।।
এই এমেরিকা বসেও এখনও এটাই ভাবি। জীবনের শেষ সময়টা আমার গ্রামেই কাটাতে চাই। বিদেশে বসে বুঝতে পারি জন্মভূমি কি জিনিস, তারপ্রতি টানই বা কেমন! এখনও অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখি যার জন্য গোটা একটা জাতি যুদ্ধ করেছিলো।
বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে ♥♥
১৬ ডিসেম্বর ২০২০
পুস্পিতা আনন্দিতা
নিউইয়র্ক
৮টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
আপনাকেও বিজয় দিবসের শুভেচ্ছা ও শুভকামনা। প্রতিটি দেশের গান শুনতে খুব ভালো লাগে, হৃদয়ে দোলা দেয়। সবচেয়ে প্রিয় বলাটা আমার জন্য কঠিন। ভালো থাকুন সুস্থ থাকুন অবিরত
ফয়জুল মহী
নান্দনিক শব্দ চয়ন ,
অত্যন্ত সাবলীল ভাবে সাজানো লেখাটি ।
ভীষণ ভালো লাগলো।
প্রদীপ চক্রবর্তী
ভালো লিখেছেন, দিদি।
বিজয় দিবসের শুভেচ্ছা 🇧🇩🇧🇩
তৌহিদ
আপনার অনুভুতি কে সম্মান জানাই। দেশের প্রতি আপনার আমার সকলের ভালোবাসা জাগ্রত থাকুক। মহান বিজয়ের শুভেচ্ছা।
বোরহানুল ইসলাম লিটন
হৃদয়ের এক অকৃত্রিম অনুভূতি ব্যক্ত করেছেন প্রিয় কবি।
খুব ভালো লাগলো।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা রইল অন্তহীণ।
আরজু মুক্তা
আসলেই বাহিরে থাকলে বোঝা যায় জন্মভূমির মর্ম।
জাহাঙ্গীর আলম অপূর্ব
সুন্দর লেখা
জিসান শা ইকরাম
এমন দেশ আসলেই কোথাও খুঁজে পাওয়া যাবে না।
বিজয়ের শুভেচ্ছা নিন,
শুভ কামনা।