তোমার হাতের শাখা, কিংবা সিঁথির সিঁদুর
ভুল করে নয়, সমাজের প্রতি অগাধ আস্থা প্রমাণে
বেড়ি বেঁধে দিয়েছে তোমার ভীরু হৃদয়কে,
প্রকাশ্যে আস্তাকুঁড়ে ছুঁড়ে ফেলেছে মরিচিকা ধরা সেই আমাকে!
এক পরিচিত বুক ছেড়ে, আরেক অপরিচিত বুকে
নিরাপত্তার নামে নিরাপদ বাসা বেঁধেছো তাই।।
ক্ষয়ে যাওয়া প্রথাবদ্ধ সমাজের নিষ্ঠুর পূর্ণতায়
বিষাক্ত নিঃশ্বাসেও আজকাল নাকি অগাধ ভালোবাসা দেখাও!
হোক না অভিনয়
চলুক না জীবন!
চলতে থাকুক-
চলমান নাট্যমঞ্চে অঙ্কুরিত কষ্টের প্রহসন।
কাক ডাকা প্রহরে, নির্জন দুপুরে –
বিত্তহীন ভালোবাসা না হয় ছাই হয়ে যাক অস্তিত্বের টানে,
নিমজ্জিত আঁধারে মুখোশ পরা সমাজের নিষ্ঠুর প্রলোভনে,
চার দেয়ালের প্রতিধ্বনিতেই
খুঁজে নিও তুমি জীবনের মানে ।