দেশটা আজ নিভৃতে কাঁদে

ফজলে রাব্বী সোয়েব ৯ অক্টোবর ২০১৯, বুধবার, ০১:৪০:৫৬পূর্বাহ্ন কবিতা ২০ মন্তব্য

দেশটা আজ নিভৃতে কাঁদে।

আস্তে আস্তে পিশাচেরা গ্রাস করে
ফেলছে এ দেশটাকে। যখনই কেউ
নিজেকে মানুষ হিসেবে পরিচয় দিতে চায়,
ঠিক তখনই একদল পিশাচ এসে তাকে
ঘিরে ধরে আর তীব্র উল্লাস করে পান
করে তার রক্ত।
পৈশাচিক আনন্দে আঘাত করতে করতে
তাকে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যায়।

মানুষ নামের প্রাণীটা যন্ত্রণায় চিৎকার করে,
সেই চিৎকারের শব্দ আমাদের ভেদ
করে চলে যায় বহুদূর।
এক সময় মরে যায় মানুষটা,
সেই সাথে মৃত্যু হয় আমাদেরও।
এভাবে একটি মৃত্যুর সাথে মরণ হয়
আরও হাজার জনের,
এভাবেই জীবিত থেকেও আমরা মরে
যাই আরও হাজারবার।

দেশটা আমার নিভৃতে কাঁদে।
মৃত মানুষটার চিৎকার নাড়িয়ে দিয়ে
যায় আমার সোনার বাংলাকে।
আমরাই নড়ি না,
মৃতরা কখনও নড়ে না।

৮৫৪জন ৭২০জন

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ