খাদ্যমন্ত্রী বলেছেন,
চালের মূল্যবৃদ্ধির জন্য বিএনপি পন্থী ব্যবসায়ীরা দায়ী।
এখন প্রশ্ন হলো, উনারা তাহলে করছেন টা কি?
ক্ষমতায় যারা আছেন তাদের কি প্রশাসনিক দক্ষতা নেই?
সিন্ডিকেট যারাই করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে চালের মূল্য ক্রেতার আয়ত্তে রাখতে পারছেন না কেন ?
এতোদিন শুনলাম পর্যাপ্ত চাল মজুদ আছে,
চালের কোন অভাব নাই সুতরাং দাম কমবে ।
শেষ খবর, ভারত,ভিয়েতনামসহ আরো কতিপয় দেশ থেকে চাল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার ।
জাতি জানতে চায় না প্রকৃত সত্য কোনটা,
আমাদের দরকার সঠিক মূল্যে চাল,
কে কি করলো জেনে পেট ভরবে না।
জাতি কেবল চায়,
চালের মূল্য সহনীয় পর্যায়ে আসুক ।
দু’বেলা অন্তত দু’মুঠো ভাতে যেন উদরের জ্বালা কমে ।
২টি মন্তব্য
নীলাঞ্জনা নীলা
পুকুর চুরী করতে প্রতিটি রাজনৈতিক দলই ওস্তাদ। “যে যায় লঙ্কায়, সে-ই হয় রাবণ!” কিন্তু আমরা যারা সাধারণ মানুষ তারা পিষ্ট হয় জাঁতাকলে। খাদ্যের জন্য কুকুরে-মানুষে লড়াই করে। এটা উপরের মহল দেখেনা।
ভালো পোষ্ট লিখেছেন।
মোঃ মজিবর রহমান
খাদ্যমন্ত্রী বলেছেন,
চালের মূল্যবৃদ্ধির জন্য বিএনপি পন্থী ব্যবসায়ীরা দায়ী।
ফালতু মন্ত্রী একজন। যদি বি.এন.পি ই করে তবে তাঁর ওখানে থাকার কি দরকার। ক্ষমতায় না থেকে যদি বি.এন.পি সব করতে পারে তবে এই সব নেতার মন্ত্রীর ক্ষমতার কি মুল্য।
পচা চাল আমদানী হবে আবার বলবে এটাও ওদের কাজ।