*** ১.উভয় সংকট ***
তুমি এলে পিচ্ছিল কর্দমাক্ত হয়ে পড়ে আমার বোধের সকল সড়ক
তুমি না এলে জীবন সীমান্ত জুরে ভরা ফসলের ক্ষেতে লাগে মরক।
*******************************************************************
*** ২.আগুন ***
যে আগুনে আলো জ্বালি দেখেছিলাম তোমাকে
সেই আগুনেই এখন আমি পুড়িয়ে যাই আমাকে।
********************************************************************
৩টি মন্তব্য
শুন্য শুন্যালয়
এই উভয় সংকট থেকে মুক্তি নেই 🙂
ভালো লাগলো ভাইয়া।
কালের কঙ্কাল(সত্য জি. সাহা)
ধন্যবাদ শুন্য শুন্যালয়, হয়তো ঠিকই বলেছেন। ধন্যবাদ । ভালো থাকবেন, ভালো লাগায় থাকবেন নিরন্তর । -{@
ব্লগ সঞ্চালক
প্রিয় ব্লগার, সহ ব্লগারদের পোষ্টের কথা ভেবে ২৪ ঘন্টা পরে একটি নুতন পোষ্ট দিন।
২৪ ঘন্টায় একটি পোষ্ট ।
শুভ ব্লগিং -{@