ধরণীর বুকে নও একা তুমি
দুইয়ে আল্লাহ-রাসুল(সঃ)
মানব-মানবী হয়ে
দুনিয়ায় এলাম।
সৃষ্টি-ধ্বংসে দুইয়ের বসবাস
বর-কনে মিলে হয় জগৎ- সংসার
এখানেও দুইয়ের বস বাস
বিয়ে-বিচ্ছেদে
জীবনের হয় সর্বোনাস।
মা হলে পিতা আসে
দাদা-দাদী,নানা-নানী
সবিতে জোড় সংখ্যা রয়
শিক্ষক শিক্ষার্থী দুইয়েতে
মানবের দ্বিতীয় জনম কয়।
জন্ম-মৃত্যু জীবনের মাঝে
বেহস্ত -জাহান্নাম
দুইয়েতে জীবন চলে যায়
ইহকাল-পরকাল দুইয়ের মাঝে
দেহ-মন ভাল-মন্দ
দুই দুইয়েতে মানব সাজা বয়।
দুনিয়া-আখেরাত এ দুইয়ের খেলায়
হাসি-কান্নার যেন মানব-মানবীর উপহাস!
নশ্বর দুনিয়ায় মানবতার দেবতা কই?
হাসি যেন কান্নার মাঝে মরনের ব্যাধি।
ছবিটি কার তুলা ঠিক তার নামটি মনে নেই।তবে ছবিটি তুলার সময়কার ঘটনাটির বর্ননা মনে আছে।যুদ্ধাস্ত সিরিয়া একটি কিশোরী।পৃথিবী শাসনে বর্বোচিত যে অমানবিক অত্যাচার করা হয় তার ফল ভোগ করতে হয় দেশের সাধারন মানুষদের।বিশেষ করে অনাহারে অর্ধহারে অত্যাচারিত রুগ্ন নারী শিশু কিশোরদের মুখের দিকে তাকালে বা তাদের অসহায়ের মুখবয় চোখে পড়লে মনে হয় এ পৃথবীতে আমার মতন মানবদরদীর বেচে থাকার কোন মানে হয় না কারন আমি অধম পাওয়রলেস একজন মানুষ কি বা উপকার করতে পারি তাদের জন্য অথচ যারা পাওয়ারফুল যারা পৃথিবীকে শাসন করে তারাইতো ভাবেন ঐ সব মায়াভরা শিশু কিশোরদের রক্ষিত সুন্দর জীবন যাপনের।ধর্মের দোহাই দিয়ে দেশ রক্ষার্থে যুদ্ধের দামামাকে আমি ঘৃণাভরে দেখি।যুদ্ধ কেবলি ধ্বংসই ডেকে আনে,শান্তি নয়।
ছবিটি ফটো সাংবাদিক যখন তুলতে যাবেন ঠিক সে সময় এ কিশোরীর চোখে ছিলো,জলের প্রবাহিত ঝর্ণাধারা,মুখে ছিল আতংকের প্রতিচ্ছবি,মনে ছিলো ভয়,পেটে ছিলো জন্মের ক্ষুধা।আশাহীন পরিবারহীন(যুদ্ধে মৃত) জীবন ছিলো কোন মতন বেচে থেকে দায় সারাবার।সাংবাদিক বহুবার তাকে দিয়ে চেষ্টা করালেন মুখে একটু হাসি আনতে কিন্তু না,পুরোমুখবয় জুরে কিশোরীর মুখবয়ে হাসি আনতে পারেননি যতটুকু এসেছিলো তাতেই সাংবাদিক শেষ পর্যন্ত সন্তুষ্ট হলেন।
১৪টি মন্তব্য
মাহমুদ আল মেহেদী
অস্বাধারন প্রকাশ ভাই সুন্দর লেখনি মাধ্যম এ।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ প্রিয়
মানবতা আজ কোথায়? -{@
সাবিনা ইয়াসমিন
দেহ-মন ভালো-মন্দ
দুই-দুয়েতে মানব সাজা বয়।
দুয়ের এক চমৎকার গাঁথা পড়লাম ভাই।প্রতিটি লাইনে চিরন্তন বাস্তবতার ছোঁয়া রেখেছেন।ভালো লেগেছে অনেক।অস্বাধারন।
-{@
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ আপু -{@
মোঃ মজিবর রহমান
মানবতা আজ ক্ষমতার হাতে বন্দি।
দুইয়ের দুনিয়ায় ক্ষমতায় সন্ধি।
পেটে খুধা বুকে গুলি
হয় কি কোন ফুর্তি।
মনির ভাই অসাধারন লেখনি।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ ভাইয়া -{@
মায়াবতী
মনির ভাই, দুয়ের দুনিয়ার চমৎকার একটা সংমিশ্রণ করে দেখালেন, কখনওই ভাবতে ও পারিনি যে দুইয়ের মধ্যেই যে পরে আছি আমরা মানব জাতি! যুদ্ধ আর প্রেমে নাকি সব কিছু জায়েজ, এই কথা কেনো স্মরনীয় করে বার বার আমাদেরকে জানানো হয় তা আমার মাথায় আসে না কোনো ভাবে ই, একটা যুদ্ধ কি করে সাধারণ মানুষ কে ধবংসের শেষ প্রান্তে পৌঁছে দেয় তা নজির কি আমরা কম দেখেছি যুগ যুগ ধরে! যুদ্ধবিদ্ধস্ত এই সব শিশু দের ছবির দিকে তাকাতেই পারি না নিজেকে মানুষ নামের পশুর থেকে ও অধম লাগে, কিসের মানবতা! একটি বার ও মসনদে বসে থাকা মানুষ গুলো মানবতা বোধ অনুভব করতে পারে বা পেরেছে এই সব শিশু কিশোর নারী আবাল বৃদ্ধাদের দিকে তাকিয়ে?
এতো চমৎকার করে লিখতে পারেন আপনি যে হৃদয়ের কোনায় কোনায় কেমন যেন একটা আলোড়ন জেগে উঠে! ভাল থাকবেন মনির ভাই অনেক অনেক দোয়া রইলো। -{@
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
আপনাদের দোয়া আমার কামীয়াব।সুন্দর বস্তুনিষ্ঠ মন্তব্যের জন্য ধন্যবাদ।
ছাইরাছ হেলাল
প্রাণঘাতী এই যুদ্ধের চির অবসান অবশ্যই কাম্য, কিন্তু কে শোনে কার কথা!!
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ ভাইয়া
জয় হউক মানবতা (3
জিসান শা ইকরাম
দুইয়ের দুনিয়া, এমন করে ভাবিনি কখনো।
জয় হোক মানবতার।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
পার্থিব অপার্থিব সব স্থানেই দুইয়ের বসবাস।ধন্যবাদ। -{@
নীলাঞ্জনা নীলা
মনির ভাই চমৎকার লিখেছেন। আসলেই দুইয়ের দুনিয়া।
ভালো থাকুন।
রিতু জাহান
চমৎকার লিখেছেন মনির ভাই। সত্যই তাই, দুইয়ের দুনিয়া। মানুষ আসলে জানে না কিসে তার প্রাপ্তি। বেহেশতে গেলেও মানুষ তার খুঁৎ খুঁজে বের করবে নির্ঘাৎ।
মানুষ যদি জানতো কিসে তার তৃপ্তি, কতোটুকুতে তার তৃপ্তি তবে এতো হানাহানি হতো না পৃথিবী জুড়ে। মানুষের এতো চাওয়া এতো চাওয়া যে চাওয়ারই শেষ নেই। লাশের উপর প্রাসাদ গড়ে মানুষ। মানুষ আদিম থেকেই বর্বর।
কবিতায় একশোতে একশো ভাই।