
দুঃখ কষ্ট ছোঁয় না আমাকে।
সে পথ পাড়ি দিয়ে এসেছি বহু যুগ আগে।
বেদনার নীল শাড়িতে জড়ায় না অঙ্গ ,
সেতো বহুদিন হলো।
কি লাভ নিজেকে কষ্টের লিপিতে আটকে রেখে।
সুখের দোলনায় স্বর্গের ঘুমে চোখ জুড়ায় নিশি রাতে।
কখনো বা আঁধারে নক্ষত্রের খেলা দেখে রাত কাটে।
রাত জেগে বেতারে নিশুতি রাতের গান শোনা হয় না
কতকাল ধরে।
বন্ধুদের আড্ডায় অচলা, মহিম, সুরেশের গল্প
কোথায় যেন হারিয়ে গেছে।
কপোল বয়ে যাওয়া অশ্রু
ধুয়ে গেছে বৃষ্টির জলে কোন কালে।
এরপর থেকে বৃষ্টি নামে না
আমার আঙিনাতে।
রৌদ্র দীপ্ত খরায় হৃদয় পুড়ে ভস্ম হয়েছে সেই কবে
দিন তারিখ আজ আর মনে নেই।
লিখে ও রাখিনি ডায়রির কোন পাতাতে।
পিছনে ফেলে আসা পথের ধুলো কণায়
আকাশ হয় না ভারি।
শ্বেত শুভ্র আকাশে বিহঙ্গ উড়ে বেড়ায়
নিজ ডানায় ভর করে।
#সোনেলা ম্যাগাজিন ২০২২
ছবি সংগ্রহ-নেট থেকে।
১০টি মন্তব্য
বোরহানুল ইসলাম লিটন
দিনে দিনে অনেক কিছুই হারিয়ে যায় কালের গর্ভে
শুধু জেগে থাকে স্মৃতি।
আমরা যতোই দুঃখ চেপে রাখতে চাই না কেন
স্মৃতির ছোঁয়া চির বহ্নিমান। সুখ-দুঃখ দুটোই সে বহন করে।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
হালিমা আক্তার
সব স্মৃতি দুঃখের নয়। কখনো কখনো সুখের স্মৃতি মনে করেও চোখ জলে ভরে উঠে। চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।
ছাইরাছ হেলাল
ডানা ঝাপটানো বিহঙ্গ-বেলা প্রতিবিম্বের মত শুধুই ভেসে বেড়ায়
স্মৃতির খেয়ালিপনায় ভর করে, স্তরে স্তরে সাজিয়ে রাখা জীবন্ত প্রতিফলনে।
হালিমা আক্তার
এতো সুন্দর মন্তব্য আপনার কাছ থেকেই আসতে পারে। সত্যি স্মৃতি বড় জ্বালাময়। চোখের সামনে জ্বল জ্বল করে ভেসে থাকে। অশেষ ধন্যবাদ ও শুভকামনা রইলো।
সাবিনা ইয়াসমিন
একটা সময়ের পর মনের উপর কোনকিছুরই খুব বেশি প্রভাব পড়েনা। সুখ দুঃখ, স্মৃতি বর্তমান গুলো একপেশে হয়ে যায়। তবে হ্যা, স্মৃতি আমাদের উদাস করে দেয় হোক সুখের অথবা কষ্টের।
শুভ কামনা 🌹🌹
হালিমা আক্তার
সত্যি বলেছেন। যে ঘটনা গুলো এক সময় মনের উপর খুব প্রভাব ফেলে। সে গুলো একসময় সয়ে যায়। হয়তো ওটাই অভ্যাস হয়ে যায়। ধন্যবাদ ও শুভকামনা রইলো।
সঞ্জয় কুমার
সত্যিই যদি স্বেত বিহঙ্গ হতে পারতাম !!!
হালিমা আক্তার
বিহঙ্গ হতে পারে না। বিহঙ্গের মতো স্বাধীন ভাবে বাঁচতে ইচ্ছে করে। চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা।
নার্গিস রশিদ
সত্য কথাটি বলেছেন । বিহঙ্গের মতো স্বাধীন । এভাবে বাঁচতে কার না ইচ্ছা করে। শুভ কামনা।
হালিমা আক্তার
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।