দিদি আমার,,
আয় দিদি আয়,আমার ধারে
আলোর বেনু লয়ে,
তোর হাসিটা রাখবো আমার
হৃরদয় মন্দিরে!
দিদি তোর পাগল করা মুখের হাসি
সুধাই ভরে প্রান,
তোর চরণের দুলা দিদি
ভুলায় আমার দুঃখ অভিমান!
দিদি আয় ছুটে আয় আমার ধারে
একটা গল্প শোনা,
চাওয়া পাওয়া মিটিয়ে দিদি
তোর আদরে রাখনা?
দিদি দূর্গা পূজো কালি পূজো
চলে কতো পার্বণ,
তবুও দিদি চাওয়া পাওয়ার
হয় না যেনো বারণ !!
দিদি আশিস কিন্তু ফোঁটা দিতে
আমায় দিতে আদর,
সে আশাতেই বছর কাটে
বছর গেলো কয়েক,
দিদি তোর আদরে একটা ফোঁঁটা
আমায় দিস শুধু !!
সঞ্জয় মালাকার!
১২টি মন্তব্য
বন্যা লিপি
কবিতায় দিদির প্রতি ভালবাসার অসাধারন অনুভব প্রকাশ পেয়েছে।
ভালোলাগলো।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি ভালো লাগা আর ভালোবাসা নিবেন ।
ছাইরাছ হেলাল
এমন ডাকে দিদি না এসে পারবেই না।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা
আরজু মুক্তা
দিদি ডাকটা তেই অপরিসীম ভালোবাসা
সঞ্জয় মালাকার
হু -ঠিক বলেছেন দিদি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, ভালোবাসা নিবেন।
নিতাই বাবু
দিদি আমার দিদি। মনে পড়ে গেল বড়দি’র কথা। সে অনেক দূর! পশ্চিমবঙ্গ জলপাইগুড়ি।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা দিদি সুস্থ থাকুন সব সময় শুভ কামনা, দাদা দিদিকে আমার প্রণাম দিবে।
সাবিনা ইয়াসমিন
দিদির প্রতি ভালোবাসা, মায়া, টান সবই উঠে এসেছে লেখায়। দিদিও নিশ্চয়ই এমন উতলা হয়ে আছে আদরের ভাইটির জন্যে। আসবে তার স্নেহ মায়া সব কিছু নিয়ে।
শুভ কামনা দাদা 🌹🌹
সঞ্জয় মালাকার
দিদি নেই বাড়ি কেমন ফাঁকা, দিদি আসলেই হয় আনন্দ, উচ্ছবিলাসিতা।ধন্যবাদ দিদি অনেক অনেক শুভেচ্ছা রইলো
চাটিগাঁ থেকে বাহার
দিদিদের আদরের কোন তুলনা হয়না। যাদের দিদি বা বড়াপু নেই তারা অনেক কিছু থেকে বঞ্চিত।
লেখা ভালো হয়েছে।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা ভালো লাগা রইল।