আজ আমি আপনাদের কোন আনন্দ দিতে আসিনি,এসেছি আমার ভাগ্য বিড়ম্বিত জীবনের কিছু ইতিহাস বলার জন্য।বড়ই করুন আর বঞ্চনার ইতিহাস 🙁
প্রেমিক যুবক আমি।কত নরম দিলের তা আপনারা আমার পূর্বের পাত্রী চাই পোষ্ট জেনেছেন।কত হাহুতাশ আমার একজন জীবন সঙ্গিনীর জন্য।কিন্তু ভাগ্য আমার সাথে সারাক্ষণই বৈরী আচরন করে।কত চেষ্টা যে করি একজন সঙ্গিনীর জন্য,সব কিছু ঠিক মত চলার পরেও ল্যাপটপ আর মোবাইলের কি বোর্ড আমার সমস্ত স্বপ্ন ধুলিস্ম্যাত করে দিয়েছে।
লাবণী আপু অনলাইনে আমার প্রথম প্রেমঃ
কত কিউত একটা আপু।আমার চেয়ে বেশ বড়,তাতে কি? সুবর্না মুস্তফা বা তানিয়া বিয়ে করেছেন তাঁদের চেয়ে কত্ত ছোট পুরুষকে।
তো আপুর সাথে ফেইসবুকে পরিচয়,আদর করে সজু ডাকতেন আমাকে।আহা কত ভালোই না লাগতো এই সজু ডাক।ইনবক্সে যখনই দেখতাম ‘সজু আছো’? হৃদয় আমার নাচেরে গান গেয়ে উঠতাম।আদর করে দু একসময় আপুটা একটা (3 এর ইমো দিলে,আমি দিতাম পাঁচটা।এইত সময় হৃদয়ের কথা বলার 🙂 কিন্তু আপুটা এর যেন কিছুই বুঝতেন না। মাঝে মাঝে হাসির ইমো দিতে গিয়ে চোখ টেপার ইমো হয়ে যেতো।প্রথম দিকে ইচ্ছে করে দিয়েছি :p আপু প্রতিবারই বিরক্ত হয়ে,এই সব কি দাও,আনফ্রেন্ড করে দেবো কিন্তু। মাফ টাফ চেয়ে রক্ষা।এরপর থেকে খুব সাবধানে হাসির ইমো দেই।মোবাইলে পাশাপাশি নব, ল্যাপটপে একই নব : ; এরপর ) এটা দিলেই তো হাসি আর চোখ টিপ। খুব সাবধান এ নব টিপ।আপু একদিন অবশ্যই আমার হৃদয়ের কথা বুঝবেন।দিন যায় আমরা আরো আন্তরিক হই।
এলো সেই বিচ্ছেদ কান্নার রাত।আপুর একটি কথায় খুব আনন্দ পাই আমি, একসাথে অনেক গুলো হাসির ইমো দেই।কিছুক্ষণ পর দেখি মেসেজ আর যায় না, ইমো পেয়ে আমাকে ব্লক করেছেন আপু।চেক করে দেখি সব ইমো ছিলো চোখ টিপ দেয়ার ;(
আমার জান সুপর্না এর কথাঃ
আপু চলে যাবার পরে খুবই সুন্দর এক মেয়ের সাথে প্রেম হয়ে যায় আমার ফেইসবুকে।সারাক্ষন মেসেজ আদান প্রদান।সেও কোন ছেলের সাথে ইতিপুর্বে প্রেম করেনি।আমি প্রমিজ করে বলি যে আমি প্রেম তো করিইনি কারো প্রেমেও পরিনি ( আপুর কথা কি বলা যায়?),একদম ইনট্যাক্ট যুবক।জানু,জান কত যে কথা।কত যে প্লান।অস্থির থাকতাম চ্যাট এর জন্য। প্রায় সমস্ত রাত চ্যাটে।
এক গভীর রাতে চ্যাটে আমার জান যানায়,দশ মিনিট বাথরুম থেকে আসছি।দশ মিনিট পরেও সে আসেনা।এই সময়ে লিখতেই থাকি লিখতেই থাকি।শেষে লিখি ‘কোথায় আমার জান্টুসটা ? দুই মিনিট পরে এসে ঝড়ের বেগে লিখে যায় ‘ চরিত্র হীন, বদমাশ, আমি একটু সময় নেই অমনি অন্য মেয়েদের সাথে শুরু ? দূর হ তুই ‘ । কিছু বলার আগেই দেখি ব্লক আমি। কেন এমন রাগ করলো,কি লিখেছি আমি? পাঠানো মেসেজ চেক করতেই দেখি, আমার শেষ মেসেজ ‘ কোথায় আমার জান্টুসরা ? ‘ অভ্রতে লেখি আমি T R পাশাপাশি ;( এই অক্ষর দুটো পাশাপাশি না রাখলে কি এমন ক্ষতি হতো ? 🙁
ইপসিতা তোমার জন্য রাতে জাগিঃ
বছর খানেক একা থাকি আর বিরহের গান গাই। আবার এসে যায় একজন। আপু আর জানের চেয়ে সব দিক দিয়ে সেরা। নিজকে খুব ভাগ্যবান মনে হচ্ছিল।পরীর মত সুন্দর সে। এঞ্জেল ডাকায় খুবই খুশী।অভ্যাস হয়ে গেলো আবার।একে অন্যের সাথে যেন জড়িয়ে থাকি এই অবস্থা।ভালোবাসায় হাবুডুবু।
একরাতে জিজ্ঞেস করে,যে প্রশ্নের উত্তর তাঁর জানা, তারপরেও এর উত্তর সব প্রেমিক প্রেমিকারা বার বার শুনতে চায়।
প্রশ্ন করে সে, এত রাত জাগো কেনো সোনা ?
আবেগে আপ্লুত হয়ে উত্তর দেইঃ তোমার জন্য রাতে জাগি।
এরপর ,সে কিইইই বললি লিখেই ব্লক। কি বললাম আমি? দেখলাম তোমার জন্য রাতে হাগি ;(
J H পাশাপাশি।
আমার ভাগ্যটা এমন খারাপ কেনো? কেন এমন শুধু আমার সাথেই হয়? (-3
৬০টি মন্তব্য
প্রহেলিকা
মন্তব্য করতে পারমু না কারণ হাসিই থামাইতে পারতাছি না।
ব্লগার সজীব
আমার কষ্টে আপনি হাসেন?এই হচ্ছে সহ ব্লগারদের সহমর্মিতা? 🙁
শাহানা আফরিন স্বর্ণা
হাহাহাহ 😀 😀 😀
পড়তে গিয়ে গড়িয়ে মাটিতে পড়ার উপক্রম।
কিন্তু আপুর কথাটা বর্তমান প্রেম কে বললেন না কেন 🙁 আপনারা অনেক খারাপ!
সে যাই হোক পরবর্তী প্রেম এলে আমাদের জানাবেন 😀
ব্লগার সজীব
আমার হৃদয় ছিন্ন ভিন্ন আর আপনি হাসেন?সোনেলা কি এমন আপু চেয়েছিলো?আপুর কথা বর্তমানকে বলা যায় কি? তাঁর যে অতীতে কিছু নেই কে বলতে পারে?আপু একটা বাস্তব কথা বলি,প্রেম শুন্য যুবক যুবতী কজন আছে বর্তমানে?অধিকাংশ প্রেমই সফল হয়না।বিয়ের পরে কিন্তু সবাই বলে সে কোনদিন প্রেম করেনি,একেবারে ফ্রেস 🙂
শাহানা আফরিন স্বর্ণা
কে কি বলে জানিনা 🙁
সত্য বলেই যে কোন সম্পর্ক শুরু করা উচিত ।
যে মানুষটাকে নিয়ে এগিয়ে যাব তার ভুল শুদ্ধ সব নিয়েই তো।
জানিনা কেউ কাউকে ধোকায় না রাখুক কখনো এই চাই 🙁
ব্লগার সজীব
আপনাকে ইমো দেয়ার সময়ে কিন্তু সাবধানে দিচ্ছি 🙂 ভুল না করি আবার :p
শুন্য শুন্যালয়
আমি ক্যান আপনারে ব্লক করছিলাম তাতো দিব্যি এড়ায় গেলেন, দিমু নাকি ফাঁশ কইরা? :p
হা হা হা :D) চ্যাটিংয়ের সময় এতো উত্তেজিত না হয়ে কিবোর্ডের দিকে নজর রাইখেন ভাই। আপু আর জান গেলে জান আসবে কিন্তু হার্ট যদি একবার ফুটা হইয়া যায় আর বাঁচবেন না, সাবধান।
ব্লগার সজীব
আপু,দিলেন তো সবার মনে সন্দেহ ঢুকিয়ে 🙁 সবাই আপনার মন্তব্যে সন্দেহও করতে পারে,আপনিই হয়ত ব্লক করেছেন।আমি আপনার কি ক্ষতি করেছি আপু?কেন এমন মন্তব্য করলেন? ;( আমার কি দোষ? সব দোষ কি বোর্ডের,পাশাপাশি অক্ষর না থাকলে কি এমন ক্ষতি হতো? হার্ট তো ঝাঁজরা হয়ে গিয়েছে আপু 🙁
শুন্য শুন্যালয়
সত্য কখনো চাপা থাকেনা। :p
কিন্তু কথা সেইটা না, কথা হইলো সব চ্যাট রাতে কেনো?
ব্লগার সজীব
আপনি তো খুব খ্রাফ,এমন ভাবে লিখছেন যেন সবাই ধারনা করবেন,আপনি আমার সেই আপু 🙁 লজ্জায় মাটির মধ্যে চলে যেতে ইচ্ছে করছে।দিনে সবাই কাজে বিজি,এ কারনে রাতে চ্যাট আপু।
প্রহেলিকা
এই ব্লগের ব্লগাররা ফেবুকার নয়, আর তাই অনেকে বানানে ভুল কইরা ব্লক খায় আবার কেউ কেউ নাকি ইনবক্সের ম্যাসেজ ওয়ালে দিয়া থুয়! পারেনও আপনি সজীব ভাই এমন লেখা পাইলে নিশ্চিত হার্ট এট্যাক থাইকা সোনেলাবাসী বাইচা যাইবো।
ব্লগার সজীব
আমি ইনবক্সের ম্যাসেজ ওয়ালে দেইনি কোনদিন,সেটা লীলাবতী দিদি দেয় :D) দিদিটা খুবই সহজ সরল। আমার হচ্ছে ইমো সমস্যা আর অভ্র :p
রিমি রুম্মান
হা হা হা … সবাই ব্লক করে যেহেতু… তার মানে… কইলাম না আর। :p
ব্লগার সজীব
আপু, ভুল সবই ভুল,এই জীবনের পাতায় পাতায় যা লেখা সবই ভুল………… 🙁
ছারপোকা
কিছু কমু না পরের ছ্যাঁক খাওয়ার জন্য রেডি থাইকেন ।অভ্রের এই সমস্যা আছে যার কারনে ল্যাপটপে বসি না মোবাইল দিয়ে গুতাই ।
দাদা অপেক্ষা কইরোন পরের বার খন্তির ছ্যাঁক নিশ্চিত :p
একবার এক ললনা রে জন্টুর কথা জিগাতে যাইয়া জান্টুস কইয়া প্যারায় পরছিলাম ।মাইয়া ব্লক দেইনাই তবে নালিশ দিছে ।
ব্লগার সজীব
মোবাইলের কি-বোর্ডেও তো একই সমস্যা।আমাকে দিয়ে কিছু হপে না ভাই 🙁
ছারপোকা
নাক কান মোবাইলের উপর থাইকা ললনার চোখে চোখ রাইখেন লেখার বানান দেখবেন পুরা পান্কা :p
ব্লগার সজীব
ভালো বুদ্ধি দিলেন ভাই।
খসড়া
জান্টুসরা কেমন আছে ভাই। তারা ভাল থাকুক সব সময়। আপনিও থাকেন ভাল জান্টুসদের জন্য।
ব্লগার সজীব
আপু,আমি তো একজনই জান চাই,জান্টুসদের চাইনা,একজনই তো সামলাতে পারিনা,এরপর জান্টুসরা!!মরেই যাবো তাহলে :p
ছাইরাছ হেলাল
আপনার তো দেখছই বেশ সাহস, বড়দের সাথে ইয়ে করতে চান।
কান আস্ত রেখে কতটা লাল করেছে সত্যি করে বলুন।
চালিয়ে গিয়ে আমাদের জানান দিয়েন।
কী-বোর্ড পাল্টিয়ে ফেলুন।
ব্লগার সজীব
সুবর্না,তানিয়া ম্যাডামের উদহারণ দেখে সাহসী হয়েছিলাম ভাইয়া :p কি বোর্ড পালটে কি হবে?একই সেটিংস সব কি বোর্ডে 😀
নুসরাত মৌরিন
:D)
হাসির জ্বালায় কথা খুঁজে পাচ্ছি না!!
আপনি দেখি সেরাম পাবলিক!! :D) :D)
ব্লগার সজীব
আমার হৃদয় ছিন্ন ভিন্ন আর আপনি হাসেন আপু? 🙁 কি যে হবে আমার? 🙁
খেয়ালী মেয়ে
মাগো মা আপনি আবার পাত্রী চাই বলে পোস্টও দেন :@
আপনার ভাগ্য ভাল যে সোনেলায় ব্লক সিস্টেম নাই 🙂
ব্লগার সজীব
আমার সব কথাই আমি সোনেলায় জানাই আপু।আমাকে কেন ব্লক করবেন?আমি তো আপনাকে এমন ইমো দেইনি কোনদিন 🙁 কেউ আমাকে বুঝলো না,সবাই ভুল বুঝে 🙁
প্রজন্ম ৭১
লেখার এমন আইডিয়া কোথায় পান ভাই?চেষ্টা থামাবেন না সজীব ভাই।একদিন সফলতা আসবেই 🙂 😀
ব্লগার সজীব
কত আইডিয়া আছে আমার!আইডিয়া বিক্রী করা যায় ভাইয়া? :p
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
আমি সাধারনতঃ হাসি না তবে আপনার কাহিণীর পরিণতি দেখে মনের ভিতরেই হাসলাম। -{@
ব্লগার সজীব
যাক হাসাতে পারলাম এতেও শান্তি 🙂
জিসান শা ইকরাম
হা হা হা হা হা , থামবেন না থামবেন না,
এত দ্রুত হতাশ হলে চলবে কিভাবে?
আবার শুরু করুন ………… আমরা আপডেট জানতে চাই।
ব্লগার সজীব
তা আর বলতে :p
বনলতা সেন
এখন কী প্রোজেক্ট চলছে? জানিয়ে দিন। আপনি তো দেখছি মহা প্রেমিক।
ব্লগার সজীব
পরাজয়ে ডরে না বীর 🙂
স্বপ্ন নীলা
ওরে বাবা !!!!!
ব্লগার সজীব
ওরে মা !!!!
স্মৃতির নদীগুলো এলোমেলো...
বাহ, ভালো তো। নেক্সট আর কি পাশাপাশি চলে এসে ঝামেলা করতে পারে ভাবতেছি…
ব্লগার সজীব
ঝামেলার শেষ নেই,চলছে চলবে ………
অরণ্য
:D) আপনার লেখাটা আমার বন্ধুদের আড্ডায় জায়গা করে নিল। চাল্লু! (y)
ব্লগার সজীব
তাই নাকি?সম্মানিত হলাম 🙂
লীলাবতী
আচ্ছা আচ্ছা,ইনবক্সে এমন ইমো কে দেয়, এখন বুঝা গেলো :D) চাক্ষু খাইয়া হার্টের কি অবস্থা হয়েছে। আর পারিনা লিখতে হাসতে হাসতে অবস্থা শেষ আমার :D)
ব্লগার সজীব
আপনি আমার ফ্রেন্ড লিষ্টেই নেই আপু।হাসুন আচ্ছা মত।
রাইসুল জজ্
মজার ছিলো কি ? আমি তো হাসির চেয়ে কষ্ট বেশি পেয়েছি । আহারে, কি কষ্ট বেচারার । :p :p
ব্লগার সজীব
কেউ বুঝলোনা,একমাত্র আপনিই বুঝলেন জজ ভাই 🙁
শিশির কনা
আমি কিন্তু হাসিনি এমন কষ্ট দেখে :D) :D) :D) আপডেট চাই আপডেট।
ব্লগার সজীব
হাসেননি,তবে গড়াগড়ি খাচ্ছে কে? 🙁 আপডেট আসছে।
স্বপ্ন
খুবই করুন ইতিহাস ভাই (-3 আমারও এমন ভুল হয় প্রায়ই,তবে সব একজনের সাথে।সে কিন্তু আমাকে ছেড়ে যায়না 🙂 আপনার জন্য সমবেদনা ভাইয়া।আপডেট চাই 🙂
ব্লগার সজীব
বলেন কি ভাই?এমন ভুল আপনি করলেও সে আপনাকে তায়গ করছেনা?তাহলে আমার বন্ধুরাই খ্রাপ ছিলো সব।
মেহেরী তাজ
শিষ্য আমি তোমার এই পোষ্টটা মিস করে গেছিলাম।
আমার ও মাঝে মাঝে হয়। যেমন : সাদা(দাদা), মমের( মনের), টুমি( তুমি)। কিন্তু তোমার গুলা দেখি খুব সিরিয়াস।
তারপরেও আমার শিষ্য টারে কেউ বুঝলো না। একটা ভালো ছেলেরে নিয়ে দেখি সবায় মজা করে।
পরের বার খুব সাবধানে ইমো দিও। খুব দ্রুত আপডেট দাও।
ব্লগার সজীব
ওস্তাদ,আপনিই বুঝলেন আমি কত ভালো,সবাই মজা করে আমার সাথে,এমন করা কি উচিৎ 🙁 ইমোর যন্ত্রনায় জীবন শেষ আমার।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
হায় হায় এত সুন্দর পোষ্টটি মিস হলো……………হা হা হা পারেনও আপনে :c
ব্লগার সজীব
জীবনে কত কিছু মিস হয়ে যায় আমাদের,এটি তো একটি পোষ্ট মাত্র 🙂
নীলাঞ্জনা নীলা
হাহাহাহাহাহাহা। ওমাগো। :D)
:D)
:D)
:D)
:D)
একদিন আমার বন্ধু ভাইবারে ম্যাসেজ করলো কি রে কেমন আছিস। দিয়েই এরপর ইমো দিলো। আমি ব্যস্ত ছিলাম উত্তর দেই নাই। রাগের ইমো দিতে গিয়ে দিলো চোখে হার্টের ইমো। এরপর তো রাগে কথাই বলিনি। তবে যখন বুঝেছি স্যরি বলেছি।
তবে ভাইয়া মিথ্যে বলা তো ঠিক না। সত্যি দিয়ে শুরু করলে হারায় না কিছু। যা হারায় তারা আসলে মিথ্যে নিতে ভালোবাসে।
ব্লগার সজীব
নীলাদি আপনি কিভাবে আমার এই হৃদয় ভাঙ্গা পোষ্ট খুঁজে পেলেন? 🙁
‘ মিথ্যে বলা তো ঠিক না। সত্যি দিয়ে শুরু করলে হারায় না কিছু। যা হারায় তারা আসলে মিথ্যে নিতে ভালোবাসে।’ ভাবনার নতুন দুয়ার খুলে দিলেন দিদি।
নীলাঞ্জনা নীলা
কোথায় হারালেন ভাইয়া? ফিরে আসুন।
ব্লগার সজীব
এই যে নীলাদি আমি এসে গিয়েছি 🙂
ইমন
হা হা হা ;(
ব্লগার সজীব
হাসেন আপনি? কত কান্নার ইতিহাস এটি 🙁
অরুনি মায়া
হা হা হা হাসতে হাসতে শীত গায়েব :D)
ব্লগার সজীব
শীত কোথায় আপু? এখন তো প্রচন্ড গরম, চৈত্র মাস 🙂