দীর্ঘ বিরতির পর তোমার দিকে আমার গতি;
সূর্যোদয় থেকে সূর্যাস্ত তোমার এখন ঠোঁটস্থ
কখন আমার আমি ফুঁসে উঠে
কখন তোমার তুমি প্রতিবাদ করে
এসবের ব্যবহারিক হিসেব কষে
ব্যবস্থাপনা বিভাগে তুমি একজন উদ্যোক্তা।
কারণ-
ভালোবাসলে পুরুষ হয় প্রথম শ্রেণীর ভোক্তা
ভালোবাসার অবহেলা মাড়িয়ে তুমি কেবল
ভালোবাসার খোঁজে আমার সফল উদ্যোক্তা।
নেত্রকোনা, ময়মনসিংহ
২১টি মন্তব্য
তৌহিদ
ভালোবাসলে পুরুষ হয় প্রথম শ্রেণীর ভোক্তা
ভালোবাসার অবহেলা মাড়িয়ে তুমি কেবল
ভালোবাসার খোঁজে আমার সফল উদ্যোক্তা।
জটিল হিসেব কষলেন দেখছি!! এমন দেখলে প্রেমিকা পালিয়ে যাবে নিশ্চিত থাকেন।😆😆
নাজমুল হুদা
হা হা হা , ভাইয়া থাকলে তো পালিয়ে যাবে !😜😃
এস.জেড বাবু
এ দেখি আধুনিক হিসাব বিজ্ঞানের মার্কেটিং পলিসি ভালোবাসায়।
জটিল সমীকরণ-
বেশ মুগ্ধতা ভাইজান।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া ।
ভালোবাসায় এখন মার্কেটিং ব্যবসায় এগিয়ে 💞
এস.জেড বাবু
সত্যিই নতুন করে শিখে নিলাম নাজমুল ভাই।
হালিম নজরুল
সুন্দর প্রয়াস
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া 💞
সুরাইয়া পারভিন
ভালোবাসলে পুরুষ হয় প্রথম শ্রেণীর ভোক্তা
ভালোবাসার অবহেলা মাড়িয়ে তুমি কেবল
ভালোবাসার খোঁজে আমার সফল উদ্যোক্তা।
ওরে ভাই ক্যামনে পারেন এমন লিখতে।আমি জাস্ট অবাক হয়ে যায় নতুনত্ব দেখে
নাজমুল হুদা
হা হা হা, আপু রে আমি নিজেও জানি না ক্যামনে লিখি। সমস্যা নাই দেখা হলে যতটুকু জানি শিখাইয়া দিবো 😃
সুরাইয়া পারভিন
ঠিক আছে ভাই। আমি ছাত্রী হিসাবে বেশ মনোযোগী।আগাম ধন্যবাদ
জিসান শা ইকরাম
শেষ তিনলাইনে চোখ আঁটকে গেলো,
দারুন।
শুভ কামনা।
নাজমুল হুদা
প্রথম লাইনগুলো ছাড়া শেষের তিনটি লাইন একাকীত্বে ভোগবে। কবিতার প্রত্যেকটি ইটের গাঁথুনির মতো পরস্পর জড়িত।
তবে শেষের লাইনগুলোকে হাইলাইটস বলা যায় ।
ধন্যবাদ প্রিয় ভাইয়া 💞
সাখিয়ারা আক্তার তন্নী
ওরে বাপরে এতো হিসাব?
ভালো লাগলো।
নাজমুল হুদা
খুব সহজ হিসেব ।
ভালো লাগার জন্য আন্তরিক ধন্যবাদ 💞
রেহানা বীথি
এ তো সাংঘাতিক কবিতা।
নাজমুল হুদা
সাংঘাতিক হলে তো বিশাল সমস্যা।
কামাল উদ্দিন
কবিতা এমনিতেই কম বুঝি, আবার যদি এমন জটিল হিসাব নিকাশ দেন তাহলে তো আমি শেষ……..শুভ কামনা সব সময়।
নাজমুল হুদা
ভাইয়া হিসেব কিন্তু জটিল নয় খুবই বাস্তব হিসেব।
কবিতা আপনি খুব সহজভাবেই বুঝছেন আমি বুঝছি।
কামাল উদ্দিন
হবে হয়তো 🙂
সঞ্জয় মালাকার
কারণ-
ভালোবাসলে পুরুষ হয় প্রথম শ্রেণীর ভোক্তা
ভালোবাসার অবহেলা মাড়িয়ে তুমি কেবল
ভালোবাসার খোঁজে আমার সফল উদ্যোক্তা।
চমৎকার লিখনী ভালো লাগা আর ভালোবাসা।
নাজমুল হুদা
ধন্যবাদ দাদাভাই 💞