তোমার এখন ঠোঁটস্থ

নাজমুল হুদা ৭ নভেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ০৬:২২:২১অপরাহ্ন কবিতা ২১ মন্তব্য

দীর্ঘ বিরতির পর তোমার দিকে আমার গতি;

সূর্যোদয় থেকে সূর্যাস্ত তোমার এখন ঠোঁটস্থ
কখন আমার আমি ফুঁসে উঠে
কখন তোমার তুমি প্রতিবাদ করে
এসবের ব্যবহারিক হিসেব কষে
ব্যবস্থাপনা বিভাগে তুমি একজন উদ্যোক্তা।

কারণ-
ভালোবাসলে পুরুষ হয় প্রথম শ্রেণীর ভোক্তা
ভালোবাসার অবহেলা মাড়িয়ে তুমি কেবল
ভালোবাসার খোঁজে আমার সফল উদ্যোক্তা।

নেত্রকোনা, ময়মনসিংহ

৫৮৪জন ৪৪৩জন
0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ