জন্ম মৃত্যু এক জীবনের সঙ্গী
পূর্ব জন্মের কোন এক সন্ধি ক্ষণে
আমরা ছিলাম পাশাপাশি,আবারও
দ্বিতীয় জন্মের আর্বিভাবে বিদায় ভূবন ক্ষণস্হায়ী।
জীবনের শেষ অধ্যায় মৃত্যুর অনুভূতি
কেউ কি কখনও পেয়োছ কভূ,
আমি দেখেছি মৃত্যুর দুয়ারে দু,দুবার দাড়িয়েও
আমি অবিচল স্হির তোমাদের পাশা পাশি।
প্রথম মৃত্যুর স্বাধে
সাতার না জানা কৈশরের চঞ্চলতার দূরন্ত পনায়
তিনটি জীবনের ইতি কথায়, ডুবন্ত
তখনও আমি সাতটি ঘন্টা ছিলাম জলের গভীরে।
দ্বিতীয় মৃত্যুর
স্পর্শ কাতর মনে ভয়ার্ত ছায়া
সমাধির ক্ষীর্ণ ছিদ্রে কৌতুহলী দেখা
মুহুর্তেই গা ছম ছম শিহরিত হৃদয়
দৃষ্টিহীন জগত যেন আমার আমি হারা।
অসার লাশের ধর্মের রিতীনিতী
দাফন-কাফন,
অসার লাশের ধর্মের রিতীনিতী
জলন্ত অগ্নিতে চন্দন কাঠের সমাধি।
পৃথিবীর বিচারে শত অপরাধী তবুও সাধু আমি
পূর্ণ্যের হিসাবের খাতায় শূণ্য জানি
স্রষ্টার দরবারে স্বাক্ষী আমার অঙ্গ পতেঙ্গ
সত্য-মিথ্যের হিসেব হবে পাকা পাকি।
তৃতীয় জন্মের অপেক্ষায়
অনন্ত সময়ের তরে উঠব জেগে হায়সরে
রায় কার্য্যের মাঝে বাচতে হবে
হয়তো অপার স্বগীয় সূখে, নতুবা
অকল্পনীয় আযাবে।
২৫টি মন্তব্য
মরুভূমির জলদস্যু
আমি দেখেছি মৃত্যুর দুয়ারে দু,দুবার দাড়িয়েও
আমি অবিচল স্হির তোমাদের পাশা পাশি।
চমৎকার -{@
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ ভাইয়া।
ওয়ালিনা চৌধুরী অভি
স্বর্গ প্রাপ্তি নিশ্চিত, তাই অত ভাবি না।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
দোয়া করি, স্বর্গে আমাদেরকেও সাপোর্ট করবে।ধন্যবাদ।
সোনিয়া হক
ভালো লিখেছেন ভাইয়া।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ আপু।
ছাইরাছ হেলাল
জীবনের কঠিন পর্ব এখনই তুলে ধরছেন কেন?
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
এখন নয় তখন
যদি তখন না দেয় সময় আর!
পাবো কি দেখা দয়াল বাবার।
ধন্যবাদ।
সঞ্জয় কুমার
ভালো লিখেছেন ।
অরণ্য
এ তো বেশ ঈমানদার হৃদয়!
নতুবার পরে নয়
আপনার ঠাঁই যেন তার আগেই হয়।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ অরণ্য ।মানুষকে আমি ধর্মের উর্ধ্বে দেখি সৃষ্টির সেরা জীব।
শিশির কনা
ভালো লেগেছে ভাইয়া। কেমন আছেন ?
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
আল হামদুল্লিহা ভাল।ধন্যবাদ।
খেয়ালী মেয়ে
অনেক কঠিন, কিন্তু দারুন (y)
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ।
ঘুমন্ত আমি
এটা বেস্ট। কেউ কি কখনও পেয়োছ কভূ,
আমি দেখেছি মৃত্যুর
দুয়ারে দু,দুবার দাড়িয়েও
আমি অবিচল স্হির তোমাদের
পাশা পাশি।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ ঘুমন্ত আমি।
শুন্য শুন্যালয়
হাজার হাজার পুনর্জন্ম এ পৃথিবীতেই ভাইয়া। মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছেন, জীবনটা হয়তো এ কারনেই আপনার কাছে সুন্দর।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
হুম ধন্যবাদ।
জিসান শা ইকরাম
আপনি নাস্টেক
পুনর্জন্মের কথা বলেন 🙂
ভালো লেগেছে খুব।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ ভাইয়া।নাস্তিক আস্তিক বুঝিনা আমি কেবল মানুষ।মানুষ হিসাবে পরকালকে বিস্বাস করি।নতুবা জন্ম মৃত্যু বলে কিছুই থাকত না।
লীলাবতী
খুব ভালো লিখেছেন মনির ভাই।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ আপু দিদি লীলাবতী -{@
সাইদ মিলটন
পূর্ব জন্মের কোন এক সন্ধি ক্ষণে
আমরা ছিলাম পাশাপাশি,আবারও
– কে কতখানি দূর হয় জন্মান্তরের বাধন ছিরে কেমনে বলি
কেমনে ঘোচাই এমন হাহাকার 🙁
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
অনেক ধন্যবাদ।