তুমি যেন মাথাব্যথার মতই
সবসময় কপাল জুড়ে থাকো।
তুমি একঘেয়ে কালো কালি,
মনের ভেতর আঁকিবুকি আঁকো।
তুমি মশার ভ্যান ভ্যান
শুনতে চাই না তবু চাই,
তুমি গগন দহন রোদ
আমি পুড়ে ভষ্ম হয়ে যাই।
তুমি গরম তেলের ফোঁটা,
দাগ হয়ে বেঁচে থাকো,
তুমি কার্বনমনো অক্সাইড,
দম বন্ধ করে রাখো।
আমি হালকা শীতল ছাতা,
গেলাসে চিমটি বরফ
অথবা খাতার রাফ পাতা,
একটু উষ্ণ পরশ।
আমি ছাই ফেলতে ভাঙা কুলো,
অপ্রয়োজনে ছুঁড়ে ফেলো।
নীরা
২২.০৩.১৮
১৬টি মন্তব্য
নীরা সাদীয়া
কেউ কিছু মনে করবেন না। কারো পোস্টে কমেন্ট করতে পারলাম না। মাস্টার্স এক্সাম চলছে। এরই মাঝে ইঞ্জা ভাই ও মমি ভাইয়ের অনুরোধে এবং সবার টানে না এসে পারলাম না। তাই শুধু লেখাটা পোস্ট করে চলে গেলাম। সবাই ভালো থাকবেন।
ইঞ্জা
আন্তরিক ধন্যবাদ আপু, অনুরোধ করবো যখনই সময় পান ব্লগে এসে সবাইকে উৎসাহিত করুন।
মোঃ মজিবর রহমান
তুমি যেন মাথাব্যথার মতই
সবসময় কপাল জুড়ে থাকো।
দারুন সাদিয়া আপু। ভালো করে পরিক্ষা দিন। ভালো থাকুন।
নীরা সাদীয়া
অসংখ্য ধন্যবাদ ভাই।
মোঃ মজিবর রহমান
(y)
ইঞ্জা
অসাধারণ লিখলেন আপু।
নীরা সাদীয়া
অসংখ্য ধন্যবাদ ভাই।
ইঞ্জা
শুভকামনা আপু
জিসান শা ইকরাম
সুন্দর হইছে
নীরা সাদীয়া
অসংখ্য ধন্যবাদ দাদা।
মৌনতা রিতু
তোমার তুমিকে পড়লাম নীরা। ভালোই লিখেছো। হুম, আগে পরীক্ষা ভাল করে দাও। আমি কয়েকদিন প্রচন্ড ব্যাস্ত ছিলাম। ভাইয়া জানে। মোটামুটি ব্যাস্ততা কম এখন। ভালো থেকো।
নীরা সাদীয়া
অসংখ্য ধন্যবাদ আপি। আপনিও খুব ভালো থাকবেন।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
আমি ছাই ফেলতে ভাঙা কুলো,
অপ্রয়োজনে ছুঁড়ে ফেলো।
এখানেই আপত্তি…..
-:-
নীরা সাদীয়া
আপত্তি কেন মমি ভাই?
শুভকামনা জানবেন।
শাওন এরিক
বাহ! ((:
নীরা সাদীয়া
অসংখ্য ধন্যবাদ।