তুমি আসবে বলে!

বেলাল হোসাইন রনি ২০ নভেম্বর ২০১৩, বুধবার, ০৯:০৭:২৬অপরাহ্ন একান্ত অনুভূতি ৮ মন্তব্য

তুমি আসবে বলে দেখো চাঁদ উঠেছে আকাশে
ফুটেছে রজনীগন্ধা হাসনাহেনা কত! দেখো,
শিশির ভেজা ঘাসগুলো চারপাশে, ভিজে আছে
দুই কূল এখানেও! দেখো আসবে বলে তুমি
বইছে হিমেল হাওয়া, ভেসে আসছে মিষ্টি ঘ্রাণ!

৪৭৭জন ৪৭৭জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ