
তুমি আমার এমন একজন, যাকে ধরা যায় না,ছোঁয়া যায় না।
যে অনেকটা সূর্যের মত আলো দেয় অথচ স্পর্শ করতে দেয় না,শুধু দূর থেকে দেখতেই দেয়।
কাছে গেলে হারিয়ে যায় ঐ দূর অজানায়।
তুমি আমার এমন একজন, যে কিনা আমার কাছে ফুলগাছের মতো,
যাকে আমি প্রতিদিন পানি দেই যত্ন নেই,
তাই কিছুদিনে তার ডালপালা ছড়ায়, আবার যদি কোন কারনে যত্ন নেয়া বন্ধ করি, তখন তা শুকিয়ে যায়।
তুমি আমার এমন একজন, যাকে আমি নক দেই, এস এম এস করি, আমি ধরে রাখার চেষ্টায় প্রতিনিয়ত থাকি।
তুমি আমার এমন একজন, যার শুধুমাত্র একটু কন্ঠ শোনার জন্য আমি সর্বদা ব্যাকুল থাকি।
তুমি আমার কাছে অনেকটা আয়নার মত,
যেখানে আমি প্রতিনিয়ত নিজেই প্রতিফলিত হই।
তুমিতো আমার কাছে বাক্সেবন্দী জোনাকী পোকার মতো,
যার আলোয় নিজেকে আলোকিত করতে চাই।
আমার কাছে তুমি অনেকটা অদৃশ্য নিয়ন আলোর মতো,
যে আলোয় যখন আমি একা হেঁটে চলি, তখন নিজের ছায়ায় তোমাকে খুঁজি।
আমার কাছে তুমি একটা মেঘের বাড়ি,যে বাড়িটা আমি সাজিয়ে গুছিয়ে রাখি শুধুমাত্র তোমার আগমনের জন্য।
মাঝে মাঝে মনে হয়, তুমি আমার কাছে মাকড়সার জালের মত, যে জালে আমি শত কষ্টের পরও আটকে আছি।
তুমি অনেকটা মিউজিকের মত, যার ছন্দ তাল লয়ে নিজেকে নতুনভাবে উন্মোচন করি।।।
তুমি কি জানো! তুমি আমার কাছে আরও কত কি!!!
হ্যা রাগী ছেলে,তুমি আমার কাছে দুরপাল্লার বাস ,যাতে করে আমি যেতে পারি দূর বহুদুর।।
আরে তুমিতো আমার সুখের নীড়,যে নীড়ে তোমার আমার বসবাস রবে আজীবন।।
তুমি আমার কাছে একরাশ বেলীফুল,
যার গন্ধে আমার আমিকে খুঁজে পাই।
তুমি আমার এমন একটা ঘর, যে ঘরের দড়জাটা, সবসময় খোলা থাকে শুধু তোমার জন্য।
তুমি আমার অস্তিত্বে সর্বদা নবীন,
তাই তোমায় কখনো প্রাচীন হতে দিতে চাই না।
আমার কাছে তুমি ওয়ালে টাঙ্গানো ঘড়ির মত,
যে ঘড়ির কাঁটায় শুধুমাত্র তোমার অপেক্ষা।
যে ঘড়ির গতি মাঝে মাঝে থেমে যায়,,,, কিন্তু একটু নাড়াচাড়া করলে আবার ঠিক হয়ে যায়।
একেবারে বন্ধের চেয়ে এটাই হয়তো ভালো কি বলো???
তুমি আমার কাছে সকালের উস্নতা ঢাকার আদরের চাঁদর,
যে চাদরে লুকিয়ে আছে তোমার দেয়া এক সমুদ্র কষ্ট
তবুও তাতে স্নান করে আমি শান্তি পাই।
তুমি আসলে কি বলোতো???
তুমি আমার কাছে আমার দুটি চোখ,
যে চোখ শিখিয়েছে বিশ্বস্ততার সরলার্থ,
সেই চোখে কখনো অবিশ্বাসের মেঘ কখনো এঁকে দিও না।
তুমি মাঝে মাঝে আমার কাছে অনেকটা দমকা হাওয়ার মত,
যে হাওয়া এক নিমিষেই সব ওলপালট করে দেয়।
তুমি আমার কাছে দিগন্তের মত,
যে দিগন্তের ফুটপাত ধরে রোজ হেঁটে যাই পাশাপাশি,
আর তোমার আঙ্গুলে আঙ্গুল ছুঁয়ে দিয়ে প্রতিদিন বলে যাই কতটা ভালোবাসি ❤️❤️❤️!
তুমি আমার কাছে ভোরের স্বপ্ন,যেখানে আমাদের কাছে আসা,
আর তোমার জন্য আমার সাজানো এক পৃথিবী ভালোবাসা।
তুমি আমার এমন এক নদী,যে নদীতে আমরা মন পবনের নাও ডোবাবো আর তোমার আমার প্রেমের উত্তাপে সেই নদীতে বইবে জলধারা।
আমার কাছে তুমি বনপ্রদীপের মত যেখানে সব অন্ধকার কেটে যাবে এক নিমিষেই।
তুমি আমার কাছে ঘন বরষায় ঢাকা কালো মেঘ,
ভয় হয় কে জানে??? কখন মেঘ অন্ধকারে আমার সব অনুভূতিগুলোকে ঢেকে ফেলে???
আর মন চাইলেই যে কখন তুমি অঝোর ধারায় ঝড়ে পরবে,জানি না।।।।
তুমি আমার কাছে আমার পোষা
সুখ পাখির মত,
যার গানে নিজে তা থৈ থৈ করে নাচতে ইচ্ছে করে।
তুমিতো আমার জীবনের দ্বীপশিখা,
যখন তুমি জ্বালাবে তখন আমি জ্বলবো,
আবার যখন তুমি বন্ধ করবে তখন আমি নিভে যাবো।
তুমি আমার পুকুরের স্বচ্ছজলের উপর বাসা বাঁধা ফড়িং এর মত,
আবার অনেকসময় তুমি আমার কাছে জানালার গ্রীলে বসে থাকা রঙ্গীন প্রজাপতি
যারা নিজমনে উড়ে বেড়ায়।
কি আশ্চর্যময় তুমি!!!! যাকে আবিস্কারের উন্মাদনায় মেতে থাকি আমি।।।
তুমি আসলে আমার কাছে রাখা এমন একটা চিরকুট,
যেখানে লুকিয়ে রয়েছে তোমার দেয়া গচ্ছিত ভালোলাগা, ভালোবাসা,ব্যাথা আর অবহেলা।
তবুও তুমি আমায় অন্ধত্বে আঁকড়ে আছো।
তাইতো কখনো কখনো মনে হয়,
তুমি আমার কাছে সব স্মৃতির অবগাহন।
তুমি আমার কাছে এক বিশেষ ডায়েরী,
যেখানে নিঃশব্দে নেশাপ্রবন হয়ে তোমাকে ভেবেই কখনো লিখি কবিতা,কাব্য, অনুভুতি অনুভব বা অন্যকিছু,
আবার কখনো একদম লিখিইইই না।
তুমি আমার কাছে এমন কেন???
তুমি আমার কাছে খেলার বায়ান্ন তাসের মত, যেখানে তোমার জন্য ধরতে পারি আমার সর্বস্ব বাজি।
তুমি আমার কাছে কখনো কখনো তাসের ঘর,
যা অনেকসময় ক্ষনস্থায়ী মনে হয়।
তুমি আমার কাছে আর কত কি?????জানি না।।।
তুমি আমার বিশাল সমুদ্র, যেখানে আমি কেবল ডুবুরিমাত্র।
আর সমুদ্র সঙ্গমের সমস্ত আনন্দও তুমি নামক মানুষটা।
আসলে তুমি আমার কাছে ভালোবাসার তীব্র বিষের মত,
যার ব্যাথায় শিরায় উপশিরায় শুধু তোমার বসবাস।
আমার সুচনা এবং উপসংহারে তুমিইই প্রিয়।
একেকসময় মনে হয়, তুমি আমার কাছে অনেকটা কুয়াশার মত যত,
যত এগিয়ে যাই তত তুমি পরিষ্কার হয়ে
ওঠো।।।
তুমি আসলে তুমিইইইইইই ঠিক না!!!!???.
তুমি আমার এমন একজন,
যে কিনা আমি যদি কখনো স্বতস্ফূর্তভাবে মন থেকে হাসি,
সেই হাসিকে মাঝপথে থামিয়ে দাও তুমি।
তুমি আমার এমনই একজন, যখন আমি তোমায় স্পর্শ করতে চাই তখন তুমি আমাকে একরাশ অবহেলা দিয়ে বন্ধ করে দাও আমার সেইসময়কার অনুভূতিকে।
তবুও তুমি আমার কাছে বাক্সে বন্দী ভালোবাসা।
তুমি আমার কাছে একদমই বতিক্রম,
তবুও এই ব্যতিক্রম,ছন্নছাড়া, ইগোওয়ালা, রাগী মানুষটার ভিতরের তুমিটাই ভালো,
যেকিনা তোমার মত করেই ভালোবাসো,
কিন্তু বুঝতে দাও না, সবকিছু অপ্রকাশিত রাখো,
ভিতর ভিতর দুমরে মুচরে যাও, কিন্তু ভাবখানা এমন যে ভাঙ্গবে তবুও মচকাবে না।
চিন্তা করা যায় তুমি কত অদ্ভুত?????
তাও ভালো এই এমন একজন তুমি আমার জীবনে আছো,
যতযাই হোক ছেড়েতো যাওনি,
এই এমনই একজন তুমি ছাড়া আমি সত্যি অসহায়।
এই এমন একজন তুমি ছাড়া আমি একেবারে কাচের গ্লাস,
যেখানে মাঝে মাঝে নিজেকে পানির মত বন্দী মনে হয়।
তুমি আছো বলেই আমি স্বাধীনভাবে আমার আকাশে ভাসতে পারি।
তুমিতো আমার উড়নচন্ডী কাকাতুয়া
এই হল অদ্ভুত তুমিময় তুমি!!!!
যে আপনমনে ঘুরে বেড়ায়,আর অকারনে রাগ দেখায়।
এই রাগী তুমিটাকেই আমি সারাজীবন ধরে রাখতে চাই
আর বলতে চাই হোক না এই তুমিটা একটু অন্যরকম,ব্যতিক্রম, চাপাস্বভাবের তাতে কি হয়েছে???
এই তুমিটাইতো আমার তুমিইই, সেই তুমিইই।
এই এমন একজন ছন্নছাড়া তুমিটাকেই শতকিছুর পরেও ভালোবাসি,,,,,,,❤️❤️❤️সে যতযাই হোক
“তবুও ভালোবাসি তোমায়”❤️❤️❤️অনেক বেশি
পাশে ছিলাম, আছি, থাকব
কারন জানোইতো রাগী ছেলে! তোমার কাছে আমি সবচেয়ে ভালোবাসার ক্ষেত্রে উচুমানের বেহায়া🤪🤪🤪
ভালো থাকো সবসময়, এই প্রত্যাশা।।।।
ছবিঃ নিজের
২৪টি মন্তব্য
দালান জাহান
পৃথিবী ভরা বিশেষণ তোমার। তোমার শেষ নেই। তোমার শুরু নেই। তুমি আমার অনন্ত প্রেম। খুব সুন্দর লিখেছেন ভাই।
রেজওয়ানা কবির
অনেক ধন্যবাদ ভাইয়া, ভালো লেগেছে জেনে ভালো লাগল,শুভকামনা সবসময়।
রোকসানা খন্দকার রুকু
ওরে, সাতসকালে তুমিময় লেখা পড়ে ভেসে গেলাম। ‘ আজ আমার যা কিছু ছিলো সব তোর হাতে।’ দেখিয়েন আবার তুমিকে সব দিয়ে ফকির যেন হতে না হয়। অবশ্য তাও ভালো,,,
লেখা চালু থাকুক।।। শুভ সকাল।।।
রেজওয়ানা কবির
তুমি ভাসবে বলেই এই তুমিময় কবিতা। আর ভালোবেসে একটু ফকির হলে ক্ষতি কি???ভালোইতো।।।ভালো থেক,সুস্থ থেক, শুভকামনা।
ছাইরাছ হেলাল
দেখুন সূর্য কাছে পালিয়ে যাবে কেন! কাছে গেলে তো জ্বলন দেয়ার কথা।
যত যাই বলুন/করুন জড়াজড়ি একটু দেখে শুনে করতে হবে, থৈ থৈ নাচের সাথে!!
রেজওয়ানা কবির
যা বলেছেন ভাইয়া,,,,, জ্বলনে একাকার। নাচের সময় সবতো ভুলে যেতে হয় মাঝে মাঝে🥰। শুভকামনা ভাইয়া, ভালো থাকবেন।
মোঃ মজিবর রহমান
তুমি ময়ে ভালো থেকো তাঁকে নিয়ে এমনই থেকে। খুব ভালো লাগা রেখে দিলাম।
রেজওয়ানা কবির
ধন্যবাদ ভাইয়া তুমিময়ের সুখ কামনার জন্য। শুভকামনা সবসময়।
আলমগীর সরকার লিটন
বেশ রোমান্টিক উপমায় বুনানো কাব্যিক কবি আপু অনেক শুভেচ্ছা রইল
রেজওয়ানা কবির
ধন্যবাদ ভাইয়া, শুভকামনা।
প্রদীপ চক্রবর্তী
কেবল অনুভবে সন্ধি।
ভালোবাসায় লুকিয়ে আছে কত অভিমান।
তবুও ভালোবাসি।
.
বেশ লিখেছেন।
রেজওয়ানা কবির
বাহ! চমৎকার উপমা,,,ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য। শুভকামনা।
আরজু মুক্তা
আমি তো ভাবলাম রুকুর সেই শ্রাবণের ভুত চেপে বসেছে। তুমি ময় তুমি তুমি বাজুক মনে প্রাণে রিনিঝিনি।
রেজওয়ানা কবির
ও দারুনতো!!!রিনিঝিনি,,,, এই শব্দেই মনে হয় তুমিময় তুমি 🥰ধন্যবাদ আর শুভকামনা আপু।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
অবেগের অনন্য প্রকাশ — যেখানে নিঃশব্দে নেশাপ্রবন হয়ে তোমাকে ভেবেই কখনো লিখি কবিতা,কাব্য, অনুভুতি অনুভব বা অন্যকিছু,
আবার কখনো একদম লিখিইইই না।
তুমি আমার কাছে এমন কেন???
রেজওয়ানা কবির
ধন্যবাদ ভাইয়া, শুভকামনা সবসময়।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
ভালো থাকবেন আপা। শুভ কামনা অফুরান।
হালিমা আক্তার
চারদিকে শুধু তুমি আর তুমি। এভাবেই তুমিময় জীবন বেধে থাকুক জীবনের প্রতিটি ক্ষণ। শুভ কামনা রইলো।
রেজওয়ানা কবির
ধন্যবাদ আপু, তুমিময় জীবন সত্যি মনে হয় ভালো। শুভকামনা।
রিতু জাহান
বাপ্রে!!
এতো তুমিময় আবেগ। বিকশিত আবেশে ভেসে যাওয়ার মতো তুমির প্রকাশ।
কুয়াশা কেটে পরিষ্কার দেখা গেলে তো দারুন হতো,,, সবটা দেখে নেয়া যেতো।
আমার ঘুমঘোরে এসেছিলো যে তুমিময় অববয়ব তাকে রঙহীন কুয়াশা থেকে বের করে শ্রাবণের বরষাঝরা রঙধনুতে রাঙাতে স্বপনে কি যে বলেছিলাম বলে গিয়েছে চলে দূর বহুদূর।
দারুন আবেগের প্রকাশ।
রেজওয়ানা কবির
ধন্যবাদ আপু এত সুন্দর করে মন্তব্য দেয়ার জন্য। তুমিটাকে কুয়াশায় দেখা গেলে ভালোই হত হয়তো।অনেক অনেক শুভকামনা রেখে গেলাম।
রিতু জাহান
হুম, আসলেই। আপনিও ভালো থাকবেন আপু।
সুপর্ণা ফাল্গুনী
আহা তুমি আমার এমনি একজন। তুমিহীনা মরুভূমি জীবন, তুমিহীনা অন্ধকার ভূবন, তুমিহীনা বেদনাময় বেঁচে থাকা, তুমিহীনা নিঃসঙ্গ প্রহর। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম
রেজওয়ানা কবির
ধন্যবাদ আপু,তুমিহীনা কিছুই নাই আমার।।।
শুভকামনা, ভালো থাকবেন।