rdrtdঅর্থই ঈশ্বর অর্থই খোদা
অর্থের তরে পাগল বাবা
ছেলে বুড়ো ছুটছে কোথায়
অর্থের উৎস আছে যেথায়।
nbkjnkjnঅর্থই মাতা অর্থই পিতা
অর্থের তরে পাগল বোদা
পাগলেও চিনে আনা টাকা
টাকা বিনে সবই ফাকা।
bubbuঅর্থই শিষ্য অর্থই গুরু
অর্থ দিয়েই জীবন শুরু
ভাই বলো বন্ধু বলো
অর্থ হলে,সকলি বলবে,
”চলো”।
bubuঅর্থই ভাগ্য অর্থই কর্ম
অর্থহীন জীবন অপূর্ণ্য
অর্থের তরে অনেক প্রতিভা
ঝড়ে পরে বড়ই অকালে।
hbv hঅর্থই শ্রেষ্ঠ অর্থই নগণ্য
মানব শ্রেষ্ঠ তাহার পদ তলে
অর্থে কিনি নোবেল,বাইবেল,কোরান
অর্থ থাকলে ডাকে না কেউ
স্রষ্টাকে আর।
iuhihiঅর্থই ভাল অর্থই মন্দ
অর্থই আনে জীবনে ভিন্নতার ছন্দ
কখনো সে অভিশাপ
কখনো সে সংসারে বাপেরেও বাপ।
ihiuhঅর্থ বলে আমি কিছু নই ভাই
এই ধরনীতে তাই,
আসি আমি কর্মের গুণে
কর্ম আমার শ্বাস প্রশ্বাস,
কর্মহীন আমি শুধুই
হায়! হুতাস!।
ojojoঅর্থের রূপের নেইকো শেষ
দেশ বেদে ভিন্ন ভিন্ন বেশ
কোথাও ডলার-পাউন্ড কোথাও বা রূপি
বাংলাদেশে আমরা টাকা বলি।
nkn kপর্যাপ্ত অর্থ আছে গুচ্ছিত
তবুওতো চাই আরো
গরীব দুঃখী যাক, মরে যাক
টাকা ডলার আস্ত থাক।
hbjbjলোকে বলে, চলে টাকা
ঢাকা শহরে নাকি টাকাই টাকা
ধরতে জানলে পড়ে ধরা
অর্থাপর্জনে হাজারো ধারা।
hninঅর্থই ঈশ্বর অর্থই খোদা
অর্থের দ্বারাই যায় যে পাওয়া
অর্থ ছাড়া কেহ পড়ে না দোয়া-দরুদ,
অর্থের প্রবল স্রোতে
হাজারো অপরাধ যায় যে মুছে।
fycvyhvআমি বলি তুমি বলো
নীতি কথা সবাই বলি
সব নীতির সেরা নীতি
তাহলো টাকার পিরিতী।
r7r7টাকাই আমার ধর্ম কর্ম
জীবনাদর্শের পরম জ্যোতি
হিন্দু মুসলিম বৌদ্ধ খৃষ্ট্যান
সবার উপরে টাকার-ই স্থান।

ছবি:অন লাইন সংগৃহিত

৭৫৩জন ৭৫৩জন
0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ