অর্থই ঈশ্বর অর্থই খোদা
অর্থের তরে পাগল বাবা
ছেলে বুড়ো ছুটছে কোথায়
অর্থের উৎস আছে যেথায়।
অর্থই মাতা অর্থই পিতা
অর্থের তরে পাগল বোদা
পাগলেও চিনে আনা টাকা
টাকা বিনে সবই ফাকা।
অর্থই শিষ্য অর্থই গুরু
অর্থ দিয়েই জীবন শুরু
ভাই বলো বন্ধু বলো
অর্থ হলে,সকলি বলবে,
”চলো”।
অর্থই ভাগ্য অর্থই কর্ম
অর্থহীন জীবন অপূর্ণ্য
অর্থের তরে অনেক প্রতিভা
ঝড়ে পরে বড়ই অকালে।
অর্থই শ্রেষ্ঠ অর্থই নগণ্য
মানব শ্রেষ্ঠ তাহার পদ তলে
অর্থে কিনি নোবেল,বাইবেল,কোরান
অর্থ থাকলে ডাকে না কেউ
স্রষ্টাকে আর।
অর্থই ভাল অর্থই মন্দ
অর্থই আনে জীবনে ভিন্নতার ছন্দ
কখনো সে অভিশাপ
কখনো সে সংসারে বাপেরেও বাপ।
অর্থ বলে আমি কিছু নই ভাই
এই ধরনীতে তাই,
আসি আমি কর্মের গুণে
কর্ম আমার শ্বাস প্রশ্বাস,
কর্মহীন আমি শুধুই
হায়! হুতাস!।
অর্থের রূপের নেইকো শেষ
দেশ বেদে ভিন্ন ভিন্ন বেশ
কোথাও ডলার-পাউন্ড কোথাও বা রূপি
বাংলাদেশে আমরা টাকা বলি।
পর্যাপ্ত অর্থ আছে গুচ্ছিত
তবুওতো চাই আরো
গরীব দুঃখী যাক, মরে যাক
টাকা ডলার আস্ত থাক।
লোকে বলে, চলে টাকা
ঢাকা শহরে নাকি টাকাই টাকা
ধরতে জানলে পড়ে ধরা
অর্থাপর্জনে হাজারো ধারা।
অর্থই ঈশ্বর অর্থই খোদা
অর্থের দ্বারাই যায় যে পাওয়া
অর্থ ছাড়া কেহ পড়ে না দোয়া-দরুদ,
অর্থের প্রবল স্রোতে
হাজারো অপরাধ যায় যে মুছে।
আমি বলি তুমি বলো
নীতি কথা সবাই বলি
সব নীতির সেরা নীতি
তাহলো টাকার পিরিতী।
টাকাই আমার ধর্ম কর্ম
জীবনাদর্শের পরম জ্যোতি
হিন্দু মুসলিম বৌদ্ধ খৃষ্ট্যান
সবার উপরে টাকার-ই স্থান।
ছবি:অন লাইন সংগৃহিত
১৭টি মন্তব্য
খেয়ালী মেয়ে
বাহ!!!!!!!!!!!!! অর্থ নিয়ে ছন্দ দারুন (y)
আমি বলি তুমি বলো
নীতি কথা সবাই বলি
সব নীতির সেরা নীতি
তাহলো টাকার পিরিতি (y)
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
প্রথম মন্তব্যের জন্য বিশেষ ধন্যবাদ আপু।
মারজানা ফেরদৌস রুবা
সংগ্রহটি ভালো লেগেছে। ছোট্ট বেলায় নানান দেশের টিকেট সংগ্রহের নেশা ছিলো, আপনার লেখায় টাকাগুলো দেখে তাই মনে পড়লো।
ছন্দ মিলিয়েছেন সুন্দর।
হ্যাঁ, টাকাই এখন সব। টাকার জন্য মানুষ হেন কোন কাজ নেই যে করে না।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
হুম!টাকাই সব।
জুলিয়াস সিজার
হা হা হা। হিন্দু, মুস্লিম, বৌদ্ধ, খৃষ্টান সবার উপরে টাকার স্থান।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ আপনাকে,াই নয় কি?এক কদম কি চলা যায় তাকে ছাড়া?
কৃন্তনিকা
বাহ… আপনি কবিতাও লেখেন?
বেশ ভালো ছন্দ ব্যবহার করেছেন… (y)
আসলেই অর্থই সব… 🙁
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ আপু কবিতা নয় মনের জিদ ফেলি কবিতা লিখতে শব্দের দখল লাগে যা আমার নেই।
আশা জাগানিয়া
সব নীতির সেরা নীতি
তাহলো টাকার পিরিতি (y)
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ ভাইয়া/আপু
রিমি রুম্মান
অর্থ নিয়ে দারুন একটি পোষ্ট। লেখায়, ছবিতে চমৎকার মানিয়ে গেছে। ভাললাগা রইল।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ আপু চেষ্টা করেছি মাত্র।
সোনিয়া হক
খুবই ভালো হয়েছে ভাইয়া।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
বড় শান্তি পাইলাম ধন্যবাদ।
মেহেরী তাজ
ইশ কত্ত কত্ত টাকা।
আমার লাগবে না থাক।
কবিতা গুলো ভালো লেগেছে। কোন একটা নয় সব গুলা ভালো লাগছে।
শুন্য শুন্যালয়
বাহ, অনেক দেশের টাকার ছবি দেখে ফেললাম এই সুযোগে। টাকার ছন্দে দুললাম আনন্দে। ভালো হইছে 🙂
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ দিদি।