তুমিই আমার বেণীমাধব

সাদিয়া শারমীন ৬ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ০৮:৩৫:০৯অপরাহ্ন কবিতা ৯ মন্তব্য
  • তুমিই আমার বেণীমাধবঃ সাদিয়া শারমীন।

সেদিন ছিল পহেলা শ্রাবণ,
ছাতিম গাছের নিচে-
বৃষ্টিতে ভিজেছিলে,
কদম ফুলটা নিয়ে।
তোমার দেয়া বকুল মালা,
খোঁপায় গুজিনি।
নিন্দা হবে বলে।
মনে মনে ডেকেছি তোমায় “বেণীমাধব।”
কারণ-
“আমি তখন নবম শ্রেণী,আমি তখন ষোল,
তোমার,আমার প্রণয় খেলা তখন শুরু হল।”
আমারও যে তোমায় ভেবে অংক হত ভুল।
জীবন খাতার প্রতিটি পাতা থাকেনি নির্ভুল।
তুমিও আমায় ভুলেছো বেশ “বেণীমাধবে”র মতই।
কর্পূরের মত উবে গেছে প্রেম,ভালবাসি যতই।
আমিও তাই গেয়ে উঠি-
“বেণীমাধব বেণীমাধব তোমার বাড়ি যাব
বেণীমাধব তুমি কি আর আমার কথা ভাব?”

১জন ১জন
0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ