তুই বলে দিলেই পারতিস,
আমার সাথে তোর কথা বলতে ভালো লাগে না ।তাহলে কারণে-অকারণে তোকে বিরক্ত করতাম না ।
তুই বলে দিলেই পারতিস,
আমার পাশে বসতে তোর ভালো লাগেনা। তাহলে হুডতোলা রিক্সায় পাশাপাশি বসতাম না।
তুই বলে দিলেই পারতিস,
আমার সাথে দেখা করতে তোর ভালো লাগেনা। তাহলে শরীরে সুগন্ধি লাগিয়ে তোর জন্য অপেক্ষা করতাম না।
তুই বলে দিলেই পারতিস,
আমার উপস্থিতি তোর ভালো লাগেনা। তাহলে সেজেগুজে তোর সামনে হাজির হতাম না ।
তুই বলে দিলেই পারতিস,
আমার ভালোবাসা তোর ভালো লাগেনা। তাহলে এতটা ভেঙেচুরে তোকে ভালবাসতাম না।
তুই বলে দিলেই পারতিস,
আমার কোন কিছুই তোর ভালো লাগে না। তাহলে তোর সবকিছু এতো সুন্দর করে সাজিয়ে রাখতাম না।
তুই বলে দিলেই পারতিস !!!
২৪টি মন্তব্য
কামাল উদ্দিন
আগে বলে দিলেই ভালো ছিলো তাহলে এতোটা ফাপড়ে পড়তে হতো না। তবে কিছুটা পথ চলার পরই হয়তো ভালোভাবে জানাশোনা হয়, তারপর ভালো মনে না হলে ছেড়ে যাওয়াটা অস্বভাবিক কিছু নয়। তাছাড়া অনেক মৌমাছিও তো আছে।
……………শুভ সকাল।
নিরব সাগর
এমনটাই হয় প্রিয়, তবে সেটা বলে চলে গেলে তাও সান্তনা পাওয়া যেত। শুভ সকাল প্রিয়জন
কামাল উদ্দিন
ধন্যবাদ নিরব ভাই, ভালো থাকবেন সব সময়।
নিরব সাগর
আপনিও ভাল থাকবেন প্রিয়
সুপর্ণা ফাল্গুনী
বলে কয়ে গেলে তবুও সেটা মানা যায়, যারা চোরের মত পালিয়ে যায় তখন সেটা মানা কষ্টকর বেশী। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম।
নিরব সাগর
শুভ কামনা প্রিয়
নিরব সাগর
সেটায় তো কথা,কিছু একটা তো বলে যাবে।
ইঞ্জা
বেশ রোমান্টিক কাব্য, ভালো লাগলো।
নিরব সাগর
ধন্যবাদ প্রিয়
ইঞ্জা
শুভেচ্ছা
নিরব সাগর
ধন্যবাদ প্রিয়
রেজওয়ানা কবির
তুই বলে দিতে পারতিস আমি তোর কখনোই ছিলাম না,তবে আমি আর তোকে নিয়ে সপ্ন সাজাতাম না।খুব সুন্দর বহিঃপ্রকাশ।
নিরব সাগর
ভাল লাগলো আরো সুন্দর কিছু কথা যোগ করার জন্য। শুভেচ্ছা নিবেন প্রিয়
রোকসানা খন্দকার রুকু।
অসাধারণ॥।।।
নিরব সাগর
ধন্যবাদ প্রিয়
ফয়জুল মহী
মনোমুগ্ধকর লেখনশৈলী
নিরব সাগর
ভালবাসা নিবেন প্রিয়
আরজু মুক্তা
ভালো লাগলো
নিরব সাগর
ধন্যবাদ প্রিয়
খাদিজাতুল কুবরা
দারুণ অভিব্যক্তি বলে দিলেই পারতিস।
বলার জন্য সৎসাহস লাগে সেটা সবার থাকে না।
ভালো লাগলো অভিমানী কাব্য।
নিরব সাগর
সৎ ইচ্ছা থাকলে ছিল না, তাই সাহস করে বলতে পারেনি। ভালবাসা নিবেন প্রিয়।
নিরব সাগর
সৎ ইচ্ছা ছিল না প্রিয়। তাই চোরের মত পালিয়ে গেছে । তা নাহলে বলে যেতে পারতো
সাবিনা ইয়াসমিন
কিছু কথা বুঝে নিতে হয়। সব কথা বলে দিলে বোঝার আর কি বাকি থাকে!
অভিমানী লেখাটা ভালো লাগলো।
শুভ কামনা 🌹🌹
নিরব সাগর
অনেক সময় অনেক কিছু বুঝেও না বুঝার মত থাকতে হয় প্রিয়জন।