তুই বলে দিলেই পারতিস

নিরব সাগর ১৪ আগস্ট ২০২০, শুক্রবার, ০৭:১০:৪১পূর্বাহ্ন কবিতা ২৪ মন্তব্য

তুই বলে দিলেই পারতিস,

 আমার সাথে তোর কথা বলতে ভালো লাগে না ।তাহলে কারণে-অকারণে তোকে বিরক্ত করতাম না ।

তুই বলে দিলেই পারতিস,

 আমার পাশে বসতে তোর ভালো লাগেনা। তাহলে হুডতোলা রিক্সায় পাশাপাশি বসতাম না।

তুই বলে দিলেই পারতিস,

 আমার সাথে দেখা করতে তোর ভালো লাগেনা। তাহলে শরীরে সুগন্ধি লাগিয়ে তোর জন্য অপেক্ষা করতাম না।

তুই বলে দিলেই পারতিস,

 আমার উপস্থিতি তোর ভালো লাগেনা। তাহলে সেজেগুজে তোর সামনে হাজির হতাম না ।

তুই বলে দিলেই পারতিস,

আমার ভালোবাসা তোর ভালো লাগেনা। তাহলে এতটা ভেঙেচুরে তোকে ভালবাসতাম না।

তুই বলে দিলেই পারতিস,

আমার কোন কিছুই তোর ভালো লাগে না। তাহলে তোর সবকিছু এতো সুন্দর করে সাজিয়ে রাখতাম না।

তুই বলে দিলেই পারতিস !!!

৭২০জন ৫৮৭জন
0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ