(১)
মান, অভিমান ভুলে
একটি পৃষ্ঠার দুদিকে
লিখে দেই ভালোবাসি!
ছোঁয়াছুঁয়ি নেই, দেখাদেখি নেই
শুধু ভালোবাসাবাসি।।
(২)
তোমার ভালোবাসা
সনেটের মতো;
আট লাইনের আবেগ
চার লাইনের প্রেম,
আর দুই লাইনের বাস্তবতা।
(৩)
শ্রাবণের অঝোর বৃষ্টি শেষে
রৌদ্র যদি দেখা যায়।
বিনা ছন্দে যদি কবিতা লিখা যায়
না ঘুমিয়ে যদি স্বপ্ন দেখা যায়।
তোমায় না দেখে ;
ভালোবাসা কতোইবা কঠিন হবে?
১৯টি মন্তব্য
জিসান শা ইকরাম
ভালোবাসার মিনি কবিতা তিনটি ভালো হয়েছে।
ভালোবাসা কঠিন না! ?
আরজু মুক্তা
শুভকামনা জানবেন।
সুপায়ন বড়ুয়া
ভালবাসার নতুন সংজ্ঞা
৩টি কবিতায় ভালই হলো।
শুভ কামনা।
আরজু মুক্তা
শুভকামনা
সুপর্ণা ফাল্গুনী
সুন্দর হয়েছে আপু। শুভ কামনা রইলো
আরজু মুক্তা
ধন্যবাদ আপি
সুরাইয়া পারভীন
তোমার ভালোবাসা
সনেটের মতো;
আট লাইনের আবেগ
চার লাইনের প্রেম,
আর দুই লাইনের বাস্তবতা
ওয়াও দারুণ
আরজু মুক্তা
ধন্যবাদ
সুরাইয়া পারভীন
সব গুলোই চমৎকার।
তৌহিদ
ভালোবাসা লিখে প্রকাশ করা সহজ বাস্তবে এভাবে বলা খুব কঠিন কিন্তু।
কবিতা ভালো লেগেছে আপু।
আরজু মুক্তা
একদম।
শুভেচ্ছা জানবেন।
সাবিনা ইয়াসমিন
না দেখে ভালোবাসা মোটেই কঠিন না। যদি ভালবাসা মনে মনে হয়।
” তোমার ভালোবাসা
সনেটের মতো;
আট লাইনের আবেগ
চার লাইনের প্রেম,
আর দুই লাইনের বাস্তবতা।”
এটা বেশি ভালো লেগেছে।
শুভ কামনা 🌹🌹
আরজু মুক্তা
ভালো লাগলেই উৎসাহ বাড়ে।
শুভকামনা আপু।
debajyotikajal
ভাল
আরজু মুক্তা
শুভকামনা
ছাইরাছ হেলাল
তুমিদের ভীরে তোমাকে না পাওয়া কোন ব্যাপার না।
লেখা যেন চালু থাকে।
আরজু মুক্তা
একদম। চলুক লিখা দুর্বার গতিতে।
ইসিয়াক
মান, অভিমান ভুলে
একটি পৃষ্ঠার দুদিকে
লিখে দেই ভালোবাসি!
ছোঁয়াছুঁয়ি নেই, দেখাদেখি নেই
শুধু ভালোবাসাবাসি।।
অনবদ্য।
শুভকামনা রইলো ।
আরজু মুক্তা
শুভকামনা।