তারুণ্যের ত্যাজ দীপ্ত প্রাণ

শাহ আজিজ ৪ ফেব্রুয়ারি ২০১৪, মঙ্গলবার, ০২:৫৩:৫১অপরাহ্ন বিবিধ ১ মন্তব্য

ওহে তারুণ্যের ত্যাজ দীপ্ত নতুন প্রাণ
ভাষার দাবিতে যুদ্ধে নেমে
তরাই বাংলা মায়ের মুখের ভাষার
রেখেছিলি সেই দিন সম্মান ।

ওহে তারুণ্যের ত্যাজ দীপ্ত নতুন প্রাণ
৬৯ এর গন অভ্যুথান তোদের ই গণ জোয়ারে
সেদিন কেঁপে উঠেছিল সামরিক জান্তার
উর্দি পরিহিত খাকী পোশাক খান ।

ওহে তারুণ্যের ত্যাজ দীপ্ত নতুন প্রাণ
তোদের বুকের তাজা রক্ত দিয়ে ৭১ এ
স্বাধীন করেছিলি এই বাংলা মায়ের
সবুজ, শ্যামল , মায়া ভরা
সোনালী ভূমি খান ।

ওহে তারুণ্যের ত্যাজ দীপ্ত নতুন প্রাণ
৯০ এর গন অভ্যুথান এর মাধ্যমে
তোরাই তো এনেছিলি গণতন্ত্রের নবযাত্রা জয় গান ।

ওহে তারুণ্যের ত্যাজ দীপ্ত নতুন প্রাণ
২০১৩ এর এই ভাষার মাসেই
তোদের গন জোয়ারেই ভেসে যাবে
সকল রাজাকার , আলবদর আর আল শামস ।
থাকবেনা আর কোন বাধা বিবেধ
তোদের গণ জোয়ারে সব কিছুর ই হবে
চির অবসান ।

শাহ আজিজ …………৮……২ ….২০১৩…

আমি আমার এই লেখা টি লিখেছিলাম ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসের ৮ তারিখ শুক্রবার

শাহবাগ এ যাওয়ার একটু আগে , লেখা টি আবার ও প্রকাশ করলাম ,

মনে যা এসেছিল তাই লিখেছি সে দিন ।

জয় হোক তারুণ্যের ।

৬৫১জন ৬৫১জন
0 Shares

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ