(3 সে একটা মানুষ। সে আমার চোখে অপূর্ব। সে সবার চোখে আকর্ষনীয়ও। সে দেখতে খুব সুন্দরও। মাঝে মাঝে তার দেখা পাই। আর সপ্তাহ শেষে খুঁজে বেড়াই। যখন তাকে দেখি মুহুর্তের জন্য হলেও থেমে যাই। আমি একে কখনো ভালবাসা বলবো না। ভালবাসা তখনই যখন দুটো মন এক হয়। আমার মতে তার আগে তাকে ভালবাসা বলে না। এক দুর্নিবার টান অনুভব হয়। এমন টানাপোড়নে আমি জ্বলতে থাকি। ভেতরে ভেতরে জ্বলতে জ্বলতে একসময় মনে হয় মাথায় পানি দেয়া দরকার। তাই কাব্য প্রতিবন্ধী মন বিদ্রোহী হয়ে অনেকগুলো কথা লিখে ফেলল… -{@
তাকে দেখলেই বুকের ভেতর কেমন কেমন যেন করে,
তাকে দেখলেই হাত পা আমার অবশ হয়ে আসে,
তাকে দেখলে কথাগুলো সব এলোমেলো হয়ে যায়,
তাকে দেখা মাত্রই শূন্য পৃথিবীটা পরিপূর্ণ মনে হয়।
তাকে দেখলে এক দু ঘণ্টা ঠিক থাকেনা মন,
তাকে দেখার জন্য আমি ছুটে যাই গ্রাউন্ড ফ্লোর,
তাকে দেখলে কবিতা প্রতিবন্ধী মন বিদ্রোহী হয়ে যায়,
তাকে দেখলে কবি কবি মন ভাবুক হয়ে যায়।
তাকে দেখলে বুকের ভেতর ধুপ ধুপ করে,
তাকে দেখলে রক্ত প্রবাহ কেমন করে যেন বাড়ে,
তাকে দেখলে মৃতপ্রায় মন সতেজ হয়ে ওঠে,
তাকে দেখলে খুব করে তাকে ভালবাসতে ইচ্ছে করে।
তাকে দেখলে মনটা আমার অথৈ নদীতে ভাসে…
তাকে দেখে দুচোখ দুচোখে কত শত কথা হয়,
অথৈ সাগরের ঐ চোখে চেয়ে যেন আমার মরন হয়…
(y) সর্বস্বত্ব : ফাহিম মুরশেদ
১১টি মন্তব্য
জিসান শা ইকরাম
ওরে আবেগ লেখায় 🙂
বলে দিলেই তো হয় – আই লাভু :p -{@
লেখা পছন্দ হইছে খুব।
ফাহিম মুরশেদ
সব ভালবাসা পাওয়া হয়না। দুর থেকেই ভালবেসে যেতে হয়। মাঝে মাঝে তাকে ভেবে ভেবেই মন ভাল করতে হয়।
ফিলিং উদাস উদাস… :=
ব্লগার সজীব
জানলাম , আপনাকে দেখলে তাঁর কেমন অনুভূতি হয় , জানতে মঞ্চায় -{@ (y)
ফাহিম মুরশেদ
সমস্যা হলো, সে আমার চোখের দিকে তাকিয়ে থাকে। এতই অসভ্য যে চখ নামায়ও না তাই নিজেই লজ্জায় চোখ অন্যদিকে সরিয়ে নেই। তবে আমি আবার ও বলছি এটাকে আমি ভালবাসা বলিনা। কারন আমার কাছে এটা সাময়িক আবেগও হতে পারে। আর মেয়েদের মন বিধাই পড়তে পারেনা আমি তার বান্দা হয়ে কিভাবে পারবো!
তবে তাকে খুব ভাল লাগে। এ পর্যন্তই। -{@
লীলাবতী
তাকে দেখলে বুকের ভেতর ধুপ ধুপ করে,
তাকে দেখলে রক্ত প্রবাহ কেমন করে যেন বাড়ে, (3 আমাকে দেখলে কবে যে কার এমন হবে ? 🙁
ফাহিম মুরশেদ
আমার সামনে এসে ঘুরোঘুরি করেন তারপর জানাবোনে :p
শুন্য শুন্যালয়
তাকে দেখলে অবস্থা বিশেষ ভালো থাকে না দেখছি…এই মেয়ে থেকে 200 হাত দুরে থাকুন …
ফাহিম মুরশেদ
আমি দুরে দুরেই থাকতে চাই। বিশেষ কিছু সময় সামনে এসে যায়। আবার মাঝে মাঝে না দেখেও থাকা যায় না।
এই মেঘ এই রোদ্দুর
আবেগীয় লেখা সুন্দর হইছে -{@ (3 -{@ (y)
ফাহিম মুরশেদ
থ্যাংকু -{@
নীলকন্ঠ জয়
এতো আবেগ????