নিয়তি নিলেও মোরে চিরতরে আঁধারের দেশে,
চলনে থাকতে চাই তোমাদের পাশে তবু আমি।
মননে ছড়ায়ে স্মৃতি, সুধা সুরে ভালোবাসা চেষে,
নিয়তি নিলেও মোরে চিরতরে আঁধারের দেশে।
জাগ্রত নিদে কাঁদে হৃদয় যে মুকুরের বেশে!
তাইতো এই আশা ভাবি স্বর্গের সুখ সম দামী।
নিয়তি নিলেও মোরে চিরতরে আঁধারের দেশে,
চলনে থাকতে চাই তোমাদের পাশে তবু আমি।

ছবি : সোনেলা গ্যালারী থেকে।

৫৬৮জন ৪৫৫জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ