ডানা
বন্ধু ! তুমি কি পর না–
প্রসারিত মুক্ত ঝিনুকের আঁক নিয়ে হেসে উঠতে সেই মত–
বুকের বন্ধনটুকু খুলে রেখে ওই সবুজ ঘাস,
ওই তেপান্তরের মাঠের বিজন নির্জনতায় যে ছেলেটি চুপ বসে আছে–
যে হারিয়েছে তার বিরহী বাঁশি।
একটু নিবিড় ঘন হয়ে পার না কি তার হাতটা তুলে নিতে তোমার হাতে–
জানি স্বপ্নে জ্বালা আছে তোমার ভাবনার জোড়াল নায়ক,
তবু যদি ছুঁয়ে যাও সে নিঃসঙ্গ প্রাণ–
ওই দেখো ফুটে ওঠে ফুল,অবুঝ গায়ে তার সবুজ-রঙা ডানা !
রোমন্থন
যদি বলি তোমার লজ্জা আমার ভালবাসা
আবার সে লজ্জিত দিনগুলি সরে গিয়ে রাত্রি নামে
প্রতিদিনের শুয়ে থাকা তপ্ত রাতগুলি, কিছু অবিন্যস্ত ভাবনা,
বিছানার চাদরের মত অগোছালো, রাগ আভিমানে ভরা
প্রতিদিনের ছুঁয়ে থাকা একমত দেখো ভালবাসা হাওয়ার আবেশ–
কিম্বা জানালার ভিড়ে খুঁজে ফেরা সেই স্মৃতি, তোমার রোমন্থন।
৮টি মন্তব্য
মোকসেদুল ইসলাম
ভাল লাগা রইল
তাপসকিরণ রায়
ধন্যবাদ জানাই।
ঘুমন্ত আমি
হারিয়ে খুজে হাতরে বেড়াই তোমার স্মৃতি !
তাপসকিরণ রায়
ঠিক তাই–ধন্যবাদ।
শুন্য শুন্যালয়
দুটোই সুন্দর, প্রথমটা একটু বেশি ভালো লেগেছে।
তাপসকিরণ রায়
মন্তব্য ভালো লেগেছে–ধন্যবাদ।
জিসান শা ইকরাম
আপনি সব সময়ই ভালো লেখেন দাদা।
তাপসকিরণ রায়
আপনার কথা ভাল লাগল–ধন্যবাদ।