ঠিকানা

আলমগীর সরকার লিটন ১৫ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার, ১০:৫৫:৪৪পূর্বাহ্ন কবিতা ৬ মন্তব্য

পশু জবাই রক্ত জানি

সুখের উড়া পায়রা-

কালমেঘের আাকাশ জানি

কষ্টের ধোয়া আয়না!

আইল পাথারে খুঁজে পাই

সবুজ ঘ্রাণের মুখ-

মাটির বুকে ফুটেছে সব

রক্ত জমার সুখ;

ভাসায় যত রক্ত জলে

মাটির কান্না দুখ!

দুর্বঘাসের নিচে মাটির ঠিকানা 

ডাকি কত শুনে না।

৩১ ভাদ্র ১৪২৯, ১৫ সেপ্টেম্বর২২   

৪৯৪জন ৪০৩জন

৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ