
ঝিলের জলে শাপলা-শালুকের সন্তরণ,
মাছেরা খেলে আপন মনে;
মাছরাঙা যমের বেশে বসে আছে ছিপ ফেলে একমনে।
শুকনো পাতার সারিবদ্ধ লাশ ভেসে যাচ্ছে অজানা ঘাটে।
ঝিল-ক্যানভাসে নিচু মেঘের আকাশটা,
ছুঁয়ে যায় যেন তুলির আঁচড়ে মর্ত্যের আঁচল।
পূর্ণাঙ্গ মুখাবয়বের ছায়া এঁকেছে কোন সে মন-কারিগর?
উত্তরের মলয়ে জমে যাওয়া সুখস্মৃতি-
কোন সে কাব্য-উষ্ণতায় ছুঁয়ে যায়?
ফুলশয্যা সজ্জিত ক্ষিতিজ-শাখে বিহঙ্গ-বিহঙ্গী অভিসার রচে।
পদ্ম-পাতার ভেলায় ডাহুক, দোয়েলের দিনমান পারাবার;
কৃষ্ণচূড়ার লাল পাড়ে ঝিলের জমিন হয়ে উঠে দৃষ্টিনন্দন।
ছবি-গুগল
রচনাকাল-২৩শে নভেম্বর ২০২০
২৪টি মন্তব্য
সাখাওয়াত হোসেন
চমৎকার মনের রং মিশিয়ে অনন্য কাব্যিক অনুভূতি প্রকাশ হে সুপ্রিয় কবি।
সুপর্ণা ফাল্গুনী
প্রথম মন্তব্যের জন্য অফুরন্ত কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা নিরন্তর। শুভ রাত্রি
আলমগীর সরকার লিটন
কৃষ্ণচূড়ার লাল পাড়ে ঝিলের জমিন হয়ে উঠে দৃষ্টিনন্দন
চমৎকার এক অনুভব ছুঁয়ে গেলো কবি দিদি
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো। শুভ রাত্রি
রোকসানা খন্দকার রুকু
ঝিলের সৌন্দর্যময় কবিতা। মনোমুগ্ধকর লাগলো।
শুভ কামনা রইলো দিদিভাই।🥰🥰
সুপর্ণা ফাল্গুনী
কিযে ছাইপাশ লিখি আর তাতে আপনাদের অনুপ্রেরণা ও আশীর্বাদে ধন্য হয়ে যাই আপু। অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ। নিরন্তর শুভেচ্ছা। শুভ রাত্রি
ফয়জুল মহী
এক রাশ মুগ্ধতা
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ রাত্রি
খাদিজাতুল কুবরা
ঝিলের অনাবিল সৌন্দর্য ফুটে উঠেছে কাব্যিকতায়!
আমাদের চারপাশটা অসম্ভব সৌন্দর্য ছড়িয়ে রাখে, শুধু আমাদের দেখার মন নেই।
খুব সুন্দর কবিতা লিখেছেন দিদি ভাই।
শুভেচ্ছা রইল
সুপর্ণা ফাল্গুনী
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপু। আপনাদের অনুপ্রেরণা শক্তি যোগায়। ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ রাত্রি
রেজওয়ানা কবির
ঝিলের ভিতরের সৌন্দর্য্য সুন্দর মন নিয়ে দেখা যায়, আর অনুভব করলাম আপনার কবিতা পড়ে। ভালো থাকবেন আপু।শুভকামনা ।
সুপর্ণা ফাল্গুনী
অনেক দিন পর আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো আপু। ভালো আছেন নিশ্চয়ই। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা নিরন্তর। শুভ রাত্রি
তৌহিদ
সৌন্দর্যের মাঝেও লুকিয়ে থাকে একটা বিষপোকা। যে সবসময় তক্কেতক্কে থাকে খুবলে খাবার আশায়। তারপরেও প্রকৃতির অপার শক্তি নিজের সৌন্দর্যকে বিলিয়ে যাচ্ছে আপনমনে। চমৎকার লিখেছেন কিন্তু।
শুভকামনা দি ভাই।
মোঃ মজিবর রহমান
মনের মত সুন্দর মন্তব্য দিতে ব্যর্থ দিফিভাই। পরে অন্যলেখায় আবার আসব
সুপর্ণা ফাল্গুনী
মজিবুর ভাইয়া অফুরন্ত ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভালো থাকুন সুস্থ থাকুন নিরন্তর। শুভ রাত্রি
সুপর্ণা ফাল্গুনী
আমার লেখাটা সার্থক হয়ে গেল আপনার এমন মন্তব্যে। আপনার চমৎকার মন্তব্য সবসময়ই প্রেরণার। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম। শুভ রাত্রি
সাবিনা ইয়াসমিন
কবিতায় শব্দের কারুকাজ দেখলাম। কিছুর অর্থ বুঝেছি আর বাকি কিছু শব্দ মাথার উপ্রে দিয়ে পাড় করে দিয়েছি। ( কঠিন শব্দের অর্থ আমি একটু কমই বুঝি )
ফিচার ছবিটা খুব সুন্দর হয়েছে,ছবিটি সৌন্দর্য যেকাউকে আনমনা হতে হেল্প করবে।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
🥰🥰। আপনার এমন মমতা মাখানো মন্তব্য সবসময়ই আনন্দে আত্মহারা করে দেয়। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা। ভালোবাসা অবিরাম ও অফুরন্ত 💓💓💓💓।
বোরহানুল ইসলাম লিটন
মনোহরা দৃশ্য ফুঠে উঠেছে কবিতা।
নিখুঁত আঁচড়ে অনন্য চিত্রণ।
বেশ মুগ্ধতা ও ভালোলাগা প্রিয় কবি।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন অন্তহীণ।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। নিয়মিত অনুপ্রেরণায় রাখার জন্য কৃতজ্ঞ কবি। ভালো থাকুন নিরাপদে থাকুন। শুভ রাত্রি
সঞ্জয় মালাকার
ঝিলের ভিতরের সৌন্দর্য্য সুন্দর মন নিয়ে দেখা যায়,
কৃষ্ণচূড়ার লাল পাড়ে ঝিলের জমিন হয়ে উঠে দৃষ্টিনন্দন।
চমৎকার লেখা দিদি, পাঠে মুগ্ধ হলাম,
আপনার জন্য অনেক অনেক শুভ কামনা //
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা দাদা। অনেক দিন পর আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম। ভালো থাকুন নিরাপদে থাকুন। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা। শুভ সন্ধ্যা
আরজু মুক্তা
প্রকৃতির মতো কবিতাও প্রাণচাঞ্জল্যে ভরা।
শুভকামনা দিদি
সুপর্ণা ফাল্গুনী
আপু নিয়মিত, প্রতিটি লেখায় আপনার উপস্থিতি, শুভকামনা আমার অনেক বড় প্রাপ্তি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ভালো থাকুন নিরাপদে থাকুন