খোদার সব নয়ন জুড়ানো সৃষ্টি মানুষকে লালায়িত অবাক দৃষ্টি নেত্রে দেখতে হয়। দুনিয়া কতই না অবাক করা। দেখি আর দেখি প্রান জুড়িয়ে যায়।
স্রষ্টার সৃষ্টির তুলনা নায় এধরায়।
সূর্যাকৃতি ঝরনা অবিরাম তাকানো।
আকাশ পিরামিড আর মেঘের দোলায় ঝরনা
একের পর এক ঝরনা ধারা নেমে আসছে মাটি ভেজাতে চোখ জুড়ানো।
রক্তে রাঙ্গানো আগুন ঝরা ঝরনা।
গাছ গাছালি প্রকৃতির মাঝে প্রবাহিত আবেগ্ময়ী ঝরনা।
পাথরের খোদায় করা ঘাট যেন সারাক্ষণ মিশে থাকি সেথায়।
বেগুনি রঙ্গের মন ভোলানো ফোয়ারা সারাক্ষন মাতামতি হেথায় করি।
প্রকৃতির যত খেলা মনে হয় এখানেই মিশে আছে এই প্রস্রবণে।মিশে থাকি সারাক্ষন।
ছবিঃ Pinterest.
|
১৯টি মন্তব্য
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ছবিগুলো খুবই সুন্দর।প্রকৃতি তাকে স্বইচ্ছায় বাড়তে দিলে স্বর্গ মনে হয়।
মোঃ মজিবর রহমান
স্বইচ্ছায় বাড়তে দিলে স্বর্গ মনে হয়।
ঠিক বলেছেন। মনের মাঝে প্রশান্তি আসে।
শুন্য শুন্যালয়
প্রথম ছবিটা তো চন্দ্রাকৃতির, সূর্যাকৃতির নয়। 🙂
প্রকৃতি এমনিতেই অনেক অনেক সুন্দর, তাকে ফটোশপ দিয়ে এরকম বানালে আমার ভালো লাগেনা। কএকটি অবশ্য ন্যাচারাল। কষ্টকর পোস্ট মজিবর ভাই। ধন্যবাদ সুন্দর ছবিগুলোর জন্য।
মোঃ মজিবর রহমান
আপু আমি সূর্য উদয়কালীন ছবি ভাবছি তাই। তবে অনেক তাকালাম পূর্ণিমা রাতের চন্দ্রাকৃতি হলে আরো দারুন লাগছে।
ধন্যবাদ আপু ।
ইঞ্জা
ছবি গুলো খুব সুন্দর মজিবর ভাই, মন ভালো করে দিলেন।
মোঃ মজিবর রহমান
মন ভাল হলে ধন্য হলাম।
ইঞ্জা
শুভেচ্ছা
আবু খায়ের আনিছ
ছবিগুলো অসম্ভব সুন্দর, কিন্তু জায়গাগুলো দুঃস্বপ্নের মত।
মোঃ মজিবর রহমান
দু;স্বপ্ন হলেও মনের মাধুরিতএ মন জুড়ায়।
নীলাঞ্জনা নীলা
শুন্য আপুর সাথে একমত। প্রকৃতির ছবি এডিট আমি পছন্দ করিনা।
মজিবর ভাই এরপর আসল ছবিগুলো দেবেন প্লিজ।
মোঃ মজিবর রহমান
আপু আমি এডিট করি নাই । আমি যা পেয়েছি তাই শেয়ার করেছি মাত্র।
নীলাঞ্জনা নীলা
ওহ!
নীরা সাদীয়া
একটার চেয়ে যেন আরেকটা সুন্দর। অপূর্ব। সবচেয়ে বেগুনী ঝর্ণাটা বেশি মন কাড়ল।
মোঃ মজিবর রহমান
হ্যাঁ আপু আমারও তাই ।
জিসান শা ইকরাম
প্রকৃতি চেয়ে সুন্দর আর কিছু নেই,
মোঃ মজিবর রহমান
হ্যাঁ ভাই, প্রকৃতি তাঁর সকল দানে নায় কোন কৃপণতা। সকল আকর্ষণীয় দান আছে।
কামাল উদ্দিন
প্রাকৃতিক ঝর্ণার ছবিগুলোই ভালোলাগে বেশী, এগুলোতো শিল্পীর তুলেতে আকা, তবু খারাপ লাগেনি।
মোঃ মজিবর রহমান
হ্যা ভাই সৃস্টির সৌন্দর্জ্যএ দারুন উপভোগ্য।
ধন্যবাদ পড়ার জন্য।
কামাল উদ্দিন
জটিল সব ঝর্ণা, সত্য কিংবা মিথ্যা ছবি হোক এসব দেখলে মনটা উতালা হয়