ঝর্নার নয়নাভিরাম সমাহার ছবি ব্লগ

মোঃ মজিবর রহমান ২৪ আগস্ট ২০১৭, বৃহস্পতিবার, ১২:১৬:০৯অপরাহ্ন ছবিব্লগ ১৯ মন্তব্য

খোদার সব নয়ন জুড়ানো সৃষ্টি মানুষকে লালায়িত অবাক দৃষ্টি নেত্রে দেখতে হয়। দুনিয়া কতই না অবাক করা। দেখি আর দেখি প্রান জুড়িয়ে যায়।

স্রষ্টার সৃষ্টির তুলনা নায় এধরায়।

সূর্যাকৃতি  ঝরনা অবিরাম তাকানো।

আকাশ পিরামিড আর মেঘের দোলায় ঝরনা

একের পর এক ঝরনা ধারা নেমে আসছে মাটি ভেজাতে চোখ জুড়ানো।

রক্তে রাঙ্গানো আগুন ঝরা ঝরনা।

গাছ গাছালি প্রকৃতির মাঝে প্রবাহিত আবেগ্ময়ী ঝরনা।

পাথরের খোদায় করা ঘাট যেন সারাক্ষণ মিশে থাকি সেথায়।

বেগুনি রঙ্গের মন ভোলানো ফোয়ারা সারাক্ষন মাতামতি হেথায় করি।

প্রকৃতির যত খেলা মনে হয় এখানেই মিশে আছে এই প্রস্রবণে।মিশে থাকি সারাক্ষন।

ছবিঃ Pinterest.

Pinrest

 

৫৯৮৪জন ৫৯৮৩জন

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ