জয় বাংলা , জয় বঙ্গবন্ধু না কি আওয়ামী লীগের শ্লোগান।
তার মানে বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের । তাহলে যদি ‘বাংলাদেশ নামের একটি অংক করে তার উত্তর কি আসবে ?
এক বার শাহাবাগে এক ভাইকে জিজ্ঞেস করলাম ‘ভাই এখানে জয় বাংলার পর জয় বঙ্গবন্ধু বলে না কেন?’ ভাই বললো ‘ এখানে রাজনীতির শ্লোগান দেবে না।’ কথা শুনে মনে হলো হয়ত ভাইয়ের মাথায় সমস্যা আর না হয় আমার। জয় বঙ্গবন্ধু কেনো রাজনীতির শ্লোগান ?
সবাক্ পাখি নামের এক জন বঙ্গবন্ধুর ভাষণ নিয়ে ফাজলামি করেছে । সে নাকি আবার গণজাগরণ মঞ্চের কর্মী। যে বঙ্গবন্ধুর ভাষণ নিয়ে ফাজলামি করে,সে কিভাবে মুক্তিযোদ্ধের পক্ষে?
এই দেশে রাজাকার এর বিচার, ধর্ম ব্যবসায়ীর বিচার হচ্ছে কিন্তু চেতনা ব্যবসায়ীদের বিচার হবে কবে ?
৭টি মন্তব্য
আদিব আদ্নান
চেতনা ব্যবসায়ীরা আরও ভয়ঙ্কর ।
নীলকন্ঠ জয়
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বাংলাদেশের শ্লোগান। কারো রেজিষ্ট্রি করা নয়।
জিসান শা ইকরাম
জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাঙালীর শ্লোগান
১৯৭১ এ এই দুটি শ্লোগান ছিল মুক্তিযুদ্ধের প্রেরনা
মানুষ হাসতে হাসতে এই শ্লোগান দিতে দিতে মৃত্যুকে বরন করেছে ।
যারা বলে জয় বঙ্গবন্ধু দলীয় শ্লোগান , তাদের মাথায় সমস্যা আছে , সাইকো এক এক জন।
যার কথা বললেন সেতো প্রাক্তন শিবির কর্মী।
মনে রাখতে হবেঃ
” একবার যে শিবির , চিরকালই সে শিবির ”
” একবার যে রাজাকার , চিরকালই সে রাজাকার ”
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু ।
রাহুল উজ্জ্বল
সবাক্ পাখির লেখা গুলি পড়ে মাথা ধরে আমার। এর লেখার এর মূলমন্ত্র আওয়ামী লীগকে বাঁশ
শুন্য শুন্যালয়
চেতনা ব্যাবসায়ীদের বিচার আর যাই হোক অচেতন দের কাছ থেকে আশা করতে পারিনা …
খসড়া
না এ শ্লোগান সনস্ত বাঙালীর। এপাড় বাংলার ওপাড় বাংলার সমস্ত বাঙালীর।
নীলাঞ্জনা নীলা
এ স্লোগান শুধু আওয়ামী লীগের কেন হবে ? বাঙালীর শ্লোগান (y)