
করুণ অক্ষি মেলে জৌলুস বিনে
মলিন বদনে কাঁদে সকাতরে একা,
বাঁধা ছিল সুসময়ে মমতার ঋণে
মিলে না এখন আর সুহৃদের দেখা।
সদা ছিল ভুবনটা মুখরিত গানে
যেন তা ফাগুনে জাগা বাগিচার শোভা,
রাত আছে বাকি তবু বিরহের তানে
কেড়েছে বারিদ বুঝি ইন্দুর প্রভা।
হৃদয় গৃহটা খোশে মশগুল থাকে
যতদিন আশা সেথা জ্বেলে দেয় বাতি,
নিরাশে আঁধারে যদি ঝিঁঝিঁরাও ডাকে
চায় না পোহাতে ভয়ে সহসা সে রাতি।
নিঝুম যামিনী শেষে যদি জাগে ভোর
ফুরাতে চায় কি তবু আকালের ঘোর!!
(ছবি : সোনেলা গ্যালারী থেকে)
১০টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
দুঃসময়ে সুহৃদের দেখা পাওয়া কঠিন, তবে বিরল নয়।
কারো জীবনে রাত্রি ফুরিয়ে যায় তবে অন্ধকার কেটে আলোর মুখ দেখা হয় না।
সুন্দর কবিতা। শুভ কামনা 🌹🌹
★ ফিচার ছবিটি আমার হাতে তোলা। অনেক স্বরনীয় মুহূর্তে এই দৃশ্যটিকে ক্যামেরা বন্দী করেছিলাম। সোনেলা গ্যালারি থেকে ছবিটি নিয়ে থাকলে উল্যেখ করা দরকার ছিলো ভাই। ব্লগের নিয়মানুযায়ী যেকোনো ছবি লেখার সাথে এ্যাড করলে ছবির প্রাপ্তিস্থান উল্যেখ করতে হয়।
বোরহানুল ইসলাম লিটন
মূল্যবান মন্তব্য পেয়ে অতিশয় পরিতুষ্ট হলাম।
কৃতজ্ঞতায় আন্তরিক ধন্যবাদ অপরিসীম।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।
জী আপু,
ছবিটি সোনেলা গ্যালারী থেকে নেয়া।
এর পর থেকে নিশ্চয় ছবির সাথে প্রাপ্তির স্থান উল্লেখ করে পোষ্ট দিব।
পপি তালুকদার
“নিঝুম যামিনী শেষে যদি জাগে ভোর
ফুরাতে চায় কি তবু আকালের ঘোর”
অসাধারণ হয়েছে।
শুভেচছা রইল।
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর মন্তব্যে ভীষণ অনুপ্রাণিত হলাম।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা অপরিসীম।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।
ফয়জুল মহী
খুব সুন্দর ,অনবদ্য প্রকাশ,
ভালো থাকবেন সারাক্ষণ, শুভকামনা রইলো ।
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন নিরন্তর।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।
আরজু মুক্তা
নিরাশা বা দুঃসময়ে বাতিও টিমটিম করে জ্বলে। মনে হয় প্রকৃতিও আমাদের কথা বুঝতে পারে। একাকীত্বের সাথী।
সুন্দর কবিতা
বোরহানুল ইসলাম লিটন
খুব সুন্দর বলেছেন আপু।
মূল্যবান মন্তব্যে ভীষণ তুষ্ট হলাম।
আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা রইল অন্তহীণ।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
জীবনের ডাকবাক্সে কত পাওয়া না পাওয়া জমা থাকে । কোনোটি ঠিকানা খুঁজে পায়, কোনোটি পায় না। প্রকৃতি সবসময় সঙ্গী হয়ে জেগে রয়। খুব ভালো একটি কবিতা। আপনার প্রতিটি কবিতাই ভালো লাগে।
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর মন্তব্যে অতিশয় পরিতুষ্ট হলাম।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল অপরিসীম।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।