আমি জানি তুমি আসবে
আমায় আরো কাছে ডাকবে
বলবে কথা,শুনবে ব্যাথা
বিস্বাসে করি যে বসবাস।
আমি জানি তুমি আসবে
আমায় আরো ভালবাসবে
যত দিন রবো এ ধরণীতে তুমি আর আমি
প্রেম ভালবাসার থাকবে না যেন কমতি।
আমি জানি তুমি আসবে
আমায় আরো সাজাঁবে
রজনীগন্ধ্যা কিংবা বেলী ফুলের মালা
কালো কেশেঁর খোপার মধ্যাকাশেঁ গুছবে।
আমি জানি তুমি আসবে
আমায় আরো হৃদয়ে লুকাবে
প্রেমে পাচঁটি বছর যেন একটি দিনের মতন
হাজার বছরেও পুসবেনা না মন,থাকি আরো কিছুক্ষন।
আমি জানি তুমি আসবে
আমায় আরো কাছে ডাকবে
দীর্ঘ চুম্মুনে করবে রেকর্ড ভঙ্গ
আলতু ছোয়াঁয় মন ভরে দেবে রোমান্টিক উষ্ণতায়।
আমি জানি তুমি আসবে
আমায় আবারো কি কাদাঁবে
অভিমানে সত্যি এবার হবে,না হয় কিছু ভূল
অশ্রুর মাঝে খুজেঁ নেব তোমার প্রেমের সূর।
আমি জানি তুমি আসবে
আমায় আবারো মান ভাঙ্গাবে
জানি আমি ভালো করেই জানি
তুমি আর কারো নও শুধুই যে আমার।
আমি জানি তুমি আসবে
আমায়, যদি এবার না হয় দেখা
বুঝে নিও হয়ে গেছি তোমার বিয়োগ রেখা
ভালবেসে,না হয় ঘৃণায় হৃদয়ে তোমার
অন্ততঃ রেখো আমায়।
১২টি মন্তব্য
জিসান শা ইকরাম
সুন্দর অনুভূতি ।
মা মাটি দেশ
ধন্যবাদ -{@ (y)
ছাইরাছ হেলাল
আহারে , এ দেখি কষ্টে কষ্টে জীবন নষ্ট অবস্থা ।
তবুও চলবে ।
মা মাটি দেশ
ধন্যবাদ ভাইয়া -{@ (y)
বেলাল হোসাইন রনি
কষ্ট গুলোকে এভাবেই আকড়ে ধরে রাখার পালা।
খুব সন্দর হয়েছে। (3
মা মাটি দেশ
ধন্যবাদ -{@ (y) ভাইয়া
শুন্য শুন্যালয়
আরে বাপস অনেক ভালোবাসা… রেকর্ড ভঙ্গ টা পছন্দ হয়েছে 😛
মা মাটি দেশ
ধন্যবাদ শূন্য আপুটি -{@ (y)
প্রহেলিকা
ভাইয়া আপনি জেনে শুনে আর কিন্তু ডাকবেন না। সবতো জানেনি আসবে জানলেও দরজায় তালা লাগিয়ে দেন এখনি। আপনি কষ্টে থাকেন আমরা তা চাই না ভাইয়া। অনেক ভাল লাগলো। শুভেচ্ছা জানবেন। -{@
মা মাটি দেশ
বেশ বলেছেন ভাইয়া ধন্যবাদ।
আদিব আদ্নান
বুঝলাম না ।
দোকানের এত অভাব দেখা দিল কেন ?
নূতনের জয়গান শুনছেন না কেন ?
মা মাটি দেশ
আমিও ঠিক বুঝলাম না কি কথা কহিলেন আপনি -{@ (y)