“জানি তুমি আসবে”

মনির হোসেন মমি ২২ মার্চ ২০১৪, শনিবার, ১১:১৩:২৩পূর্বাহ্ন কবিতা ১২ মন্তব্য

আমি জানি তুমি আসবে
আমায় আরো কাছে ডাকবে
বলবে কথা,শুনবে ব্যাথা
বিস্বাসে করি যে বসবাস।

আমি জানি তুমি আসবে
আমায় আরো ভালবাসবে
যত দিন রবো এ ধরণীতে তুমি আর আমি
প্রেম ভালবাসার থাকবে না যেন কমতি।

আমি জানি তুমি আসবে
আমায় আরো সাজাঁবে
রজনীগন্ধ্যা কিংবা বেলী ফুলের মালা
কালো কেশেঁর খোপার মধ্যাকাশেঁ গুছবে।

আমি জানি তুমি আসবে
আমায় আরো হৃদয়ে লুকাবে
প্রেমে পাচঁটি বছর যেন একটি দিনের মতন
হাজার বছরেও পুসবেনা না মন,থাকি আরো কিছুক্ষন।

আমি জানি তুমি আসবে
আমায় আরো কাছে ডাকবে
দীর্ঘ চুম্মুনে করবে রেকর্ড ভঙ্গ
আলতু ছোয়াঁয় মন ভরে দেবে রোমান্টিক উষ্ণতায়।

আমি জানি তুমি আসবে
আমায় আবারো কি কাদাঁবে
অভিমানে সত্যি এবার হবে,না হয় কিছু ভূল
অশ্রুর মাঝে খুজেঁ নেব তোমার প্রেমের সূর।

আমি জানি তুমি আসবে
আমায় আবারো মান ভাঙ্গাবে
জানি আমি ভালো করেই জানি
তুমি আর কারো নও শুধুই যে আমার।

আমি জানি তুমি আসবে
আমায়, যদি এবার না হয় দেখা
বুঝে নিও হয়ে গেছি  তোমার বিয়োগ রেখা
ভালবেসে,না হয় ঘৃণায় হৃদয়ে তোমার

অন্ততঃ রেখো আমায়।

৫৪৬জন ৫৪৬জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ