জানিয়ে দিলাম

সিকদার সাদ রহমান ৬ জুলাই ২০২০, সোমবার, ১০:৩৯:৩৫অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য

আমার শহর তোমায় টানে

সবাই জানুক

ভয় করি না লক্ষ তরুন

গোলাপ কিংবা জারুল আনুক!

 

আমায় তুমি মন দিয়েছো,

সবাই জানুক

তুচ্ছ করি যুদ্ধ তাদের

যতই তারা অস্ত্র আনুক।

 

আমার তুমি তোমার আমি

সবাই মানুক।

৫৫২জন ৪৫৯জন

১২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ