জীবনে অনেক কিছুই আমাদের এমন ভাবে জড়িত যে তার সম্পর্কে যেন আমরা সব কিছুই জানি, সত্যি কি আমরা সব কিছুই জানি?
আজ দুইটা বিষয় নিয়ে আপনাদেরকে চমকপ্রদ কিছু ইনফরমেশন দেবো যা হয়তো এই প্রথম জানবেন।
তাহলে চলুন জানা যাক।
কান্নাঃ
১. টাকা কান্না থামাতে পারে না।
২. সব ভাষার কান্না এক নয়।
৩. ধনী দেশের ধনী মেয়েরা গরীব দেশের মেয়েদের চেয়ে বেশি কাঁদে।
৪. শিশুরা গড়ে প্রতিদিন মোট ১ থেকে ৩ ঘন্টা কাঁদে।
৫. কুমির কিন্তু সত্যি কাঁদে, কুমির খাবার সময় কাঁদে।
৬. কান্না একটা স্বাস্থ্যকর ব্যাপার, চোখ পরিস্কার করে, চাপ থেকে মুক্তি মেলে এবং কান্নার পর ভালো বোধ হয়।
৭. একজন নারী বছরে গড়ে ৩০ থেকে ৬৪ বার কাঁদে আর পুরুষ কাঁদে বছরে গড়ে ৬ বার।
৮. সাধারণত: মানুষ যখন ব্যথায় কাঁদে কান্নার প্রথম ফোটা আসে বাম চোখ থেকে আর সুখের কান্নার প্রথম ফোটা ডান চোখ থেকে।
হতাশার কান্না এক সাথে দুই চোখ থেকে।
৯. চোখের ভেতরে একটা খুব ছোট্ট ছিদ্র আছে বলে কান্নার জল নাক দিয়েও প্রবাহিত হয়।
১০. পেঁয়াজ কাটার সময় কান্না ঠেকাতে চুইংগাম খুব কার্যকরী।
১১. মানুষ সাধারণত: দিনের চেয়ে রাতে বেশি কাঁদে, রাতের নির্ঘুম আবেগকে অনিয়ন্ত্রিত করে।
আসুন বিস্কুট নিয়ে কিছু জানিঃ
১প. বিস্কুট (Biscuit) মানে জানেন ?
মানে হলো দুই বার রান্না করা হয়েছে আর আরেক বিস্কুট (Biscwit) মানে হলো হ্যান্ডস অফ মাই ফক্স।
২. অক্সফোর্ড ডিক্সনারিতে বিস্কুটের আদি বানান (Bisket)
৩. ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের ড. লেন ফিশার প্রথম জানালেন যে একটা বিস্কুটকে সবচেয়ে ভালো করে তরল পদার্থে চুবানো যায় আনুভূমিকভাবে ( Horizontally)
৪. বৃটেনের রানি তার দিন শুরু করেন এক কাপ চা দিয়ে সাথে এক প্লেট বিস্কুট দিয়ে, তবে বিস্কুটগুলো তার প্রিয় কুকুরদের জন্য।
৫. তোমার বিস্কুটের টিনের ভিতরে যদি এক স্লাইস ব্রেড রেখে দাও তাহলে বিস্কুটগুলো মুচমুচে থাকবে।
৬. ধারণা করা হয় বিস্কুটের আদি রেসিপি একজন রোমান বাবুর্চির যার নাম এপিসিউস।
৭. চা বা কফিতে বিস্কুট চুবিয়ে খেলে চা/কফির ফ্লেভার দশগুন বেড়ে যায়।
৮. আমেরিকান বিস্কুটের সাথে বৃটিশ বিস্কুটের অনেক পার্থক্য আছে।
৯. এক পরিসংখ্যানে দেখা গেছে যে ৮৩% লোক এক কাপ চা ও বিস্কুট খেয়ে প্রেমিক/প্রেমিকার সাথে ডেট করতে পছন্দ করে।
১০. একই পরিসংখ্যানে দেখা গেছে ৯% লোক বিস্কুটের টিন তাদের মোজার ড্রয়ারে লুকিয়ে রাখে।
১১. ২৯শে মে হলো আন্তর্জাতিক বিস্কুট দিবস।
১২. ১৯৪০ সালে হলিউডে দ্যা বিস্কুট ইটার নামে একটা সিনেমা বানানো হয়েছিল, ছবিটা সুপারহিট হয়েছিল।
১৩. ২০০৯ সালে প্রায় ৫০০ লোক বিস্কুট খেতে গিয়ে দাঁত ভেঙ্গেছিল।
কি বিষয় গুলো কি আগে থেকেই জানতেন?
বেশ মজার না? 😊
সূত্রঃ গুগল এবং ফেইসবুক।
ছবিঃ গুগল
৩৪টি মন্তব্য
সৌবর্ণ বাঁধন
বেশ মজার ব্যাপার!
ইঞ্জা
মজা পেয়েছেন যখন তাহলে ভালো।
ছাইরাছ হেলাল
আসলেই মজার। খুঁজে খুঁজে আমাদের কাছে নিয়ে আসার জন্য ধন্যবাদ।
এই জন্যই তাঁদের ছিচকাদুঁনে বলা হয়।
ইঞ্জা
হা হা হা, বেশ সুন্দর বললেন ভাইজান।
ধন্যবাদ।
সুপর্ণা ফাল্গুনী
দারুন দারুন মজার । অনেক কিছু জানা হলো আপনার এক পোষ্টে ই। এতো কষ্ট করে এতো সুন্দর দুটো বিষয়ের বিস্তারিত অজানা তথ্য জানানোর জন্য অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
ইঞ্জা
আপনাদের জ্ঞান একটু বাড়িয়ে দিলাম আপু।
ভালো থাকবেন আপু। 😊
ফয়জুল মহী
অপূর্ব ,অনবদ্য লেখা পড়ে বিমোহিত হলাম।
ইঞ্জা
আমি হেরিলাম মন। 😉
তৌহিদ
সত্যি বলছি এসবের কিছুই জানতামনা। এই পৃথিবীর কত কিছুই আমাদের অজানা। আপনি জানালেন বলে আজ এটুকু জানলাম। অবশ্যই ধন্যবাদ আপনার প্রাপ্য।
শুভকামনা ভাই।
ইঞ্জা
তাহলে বলতে পারে জ্ঞানের ভান্ডার বাড়লো। 😉
আপনাকে ধন্যবাদ ভাই, শুভেচ্ছা অফুরান।
তৌহিদ
অবশ্যই বাড়লো ভাই।
ইঞ্জা
শুভেচ্ছা ভাই।
সুপায়ন বড়ুয়া
কান্না আর বিস্কুট নিয়ে ভাই করে যায় গবেষনা।
অনেক কিছুই জানা হলো আগে হয়তো জানতাম না।
তাই তো আমার ভাইয়ের জন্য অনেক অনেক শুভ কামনা।
ইঞ্জা
বাহ, কবিতা বানিয়ে ফেললেন দাদা। 😆
ধন্যবাদ ও ভালোবাসা। 😊
সাবিনা ইয়াসমিন
মজারতো বটেই। এতো কিছু একসাথে জানতে পারলে কার না ভালো লাগবে! ২০০৯ সালে প্রায় ৫০০ লোক বিস্কুট খেতে গিয়ে দাঁত ভেঙ্গেছিল কেন বুঝলাম না! ওগুলো কি আমাদের দেশের নলী টোস্ট বিস্কিট ছিলো!?
★ প্রথমার্ধের ২য় লাইন,, এখানে হয়তো লিখতে চেয়েছিলেন ” সব কান্নার ভাষা এক নয় ” 🙂
পোস্ট ভালো লাগলো ভাইজান।
শুভ কামনা 🌹🌹
ইঞ্জা
পাঁচশ মানুষ দাঁত ভেঙ্গেছে বিস্কুট খেতে গিয়ে, কিন্তু কোন বিস্কুট তা বলা নেই আপু, হয়ত নলি বিস্কুটের কারণেই হতে পারে। 😆
ভাষার কান্না লেখা আছে আপু।
ভালো লেগেছে যেনে আনন্দিত হলাম, ধন্যবাদ আপু
রেজওয়ানা কবির
বাহ অনেক নতুন কিছু জানলাম।
ইঞ্জা
তাহলে জ্ঞান বাড়লো। 😉
শুভেচ্ছা জানবেন।
প্রদীপ চক্রবর্তী
অজানা কিছু জানলাম।
সাধুবাদ জানাই দাদা
ইঞ্জা
জ্ঞান আহরণ যতই বেশি করবেন, ততই ভালো দাদা।
শুভকামনা ও ধন্যবাদ। 😊
মোঃ মজিবর রহমান
বাহব! দারুন দিলেন ভাই।
ইঞ্জা
আন্তরিক ধন্যবাদ ভাই।
😊
নিতাই বাবু
সত্যি চমকপ্রদ সব তথ্য। এসব আগে জানা ছিলো না। আপনার পোস্ট থেকেই জানা হলো। তাও এই প্রথম। শুভ ব্লগিং ওস্তাদজী।
ইঞ্জা
তাহলে জ্ঞানের ভাণ্ডার বাড়লো ওস্তাদের, সত্য বলতে কি জানার আগ্রহ থাকলে অনেক কিছু জানা যায়।
ধন্যবাদ দাদা।
রোকসানা খন্দকার রুকু।
জ্ঞান ভান্ডার সমৃদ্ধ হল।।। কস্ট করে জোগার করার জন্য ধন্যবাদ।।।
ইঞ্জা
আপনাকেও ধন্যবাদ সুপ্রিয় ব্লগার। 😊
আলমগীর সরকার লিটন
সত্যই বেশ মজার প্রিয় ইঞ্জা দা
ইঞ্জা
জ্ঞান সবসময় আহরণ করা উচিত ভাই, তাই শেয়ার করলাম।
ধন্যবাদ ভাই।
এ. আর. মানিক
কস্ট করে জোগার করার জন্য ধন্যবাদ।।।
ইঞ্জা
ধন্যবাদ।
রেজওয়ান
৮৩% লোক চা/বিস্কুট খেয়ে ডেটিং করতে ভালবাসে! ব্যাপারটা মজার😂তবে বাঙালিতো ৫-১০টাকার বাদামেই কাজ সারতে পছন্দ করে..🤘🤣
ইঞ্জা
হো হো হো হো, বাঙ্গালী সেতো অন্য চিজ রেজওয়ান। 😆
আরজু মুক্তা
পড়েছি এর আগে। আবার জানলাম
ইঞ্জা
ধন্যবাদ অফুরান আপু। 😊