নির্ঘুম চোরা চোখে তোমার দিকে তাকিয়ে আছি
অফুরন্ত যাযারব সময় বড় বিব্রত
কোন কালে কোন ফটোগ্রাফারের ক্যামারায়
আলোক বন্দী ; চেতনে-অবচেতনে
পাশার গুটির মত উল্টাই আজব রথ ।
একবার না হয় চোখ মেলে দেখো–
নীরবতার মোক্ষম ভাষা
বর্ণে বর্ণে কেমন মদিরতা
তোমার জল জঙ্গলের মহাকাব্য
রচনা করে উর্বশী চাঁদ ।
আমার অহংকারের পৌরুষ কেমন লুটায়
তোমার আলতা রাঙা পায়
আঙুলের ভিতর আঙুল কেমন খেলে
দেখো পায়ে পায়ে কেমন কবিতা হয়
বুকের ভিতর বুক, চোখের ভিতর চোখ
কেমন করে ধুঁক ধুঁক !
১২টি মন্তব্য
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
আমার অহংকারের পৌরুষ কেমন লুটায়
তোমার আলতা রাঙা পায়
জসীম উদ্দীন মুহম্মদ
অশেষ কৃতজ্ঞতা জানবেন মনির ভাই ।
মরুভূমির জলদস্যু
শব্দের কারুকাজ ভালো হয়েছে।
জসীম উদ্দীন মুহম্মদ
অশেষ কৃতজ্ঞতা জানবেন ভাই।
মোঃ মজিবর রহমান
বুকের ভিতর বুক, চোখের ভিতর চোখ
কেমন করে ধুঁক ধুঁক !
(y)
জসীম উদ্দীন মুহম্মদ
অশেষ কৃতজ্ঞতা জানবেন মজিবর ভাই।
খেয়ালী মেয়ে
(y)
জসীম উদ্দীন মুহম্মদ
অশেষ কৃতজ্ঞতা জানবেন আপু ।
নুসরাত মৌরিন
ভাল লেগেছে কবিতা। (y)
জসীম উদ্দীন মুহম্মদ
অশেষ কৃতজ্ঞতা জানবেন আপু ।অশেষ কৃতজ্ঞতা
জিসান শা ইকরাম
শব্দের কত সুন্দর প্রয়োগ
অসাধারন ।
জসীম উদ্দীন মুহম্মদ
অশেষ কৃতজ্ঞতা জানবেন