জন্ম মানেই মৃত্যু, জন্ম মানেই দায়বদ্ধতা, জন্ম মানেই অন্যায়ের প্রতিবাদ।
আর তাতেই মৃত্যু আমাদের অপরিহার্য।
এই মনে হয় কখন মরবে অন্য কোন মুক্তমনা ব্লগার। তাতে কি বা আসে যাই সরকারের।

কিন্তু এই ব্লগার ও মুক্তমনা মানুষ গুলিই সরকারের পায়ের নিচে যখন মাটি ছিলনা তখন শাহবাগে আন্দলন করে সরকারকে জাগিয়ে রেখেছেছিল। আজ আর প্রয়োজন নাই শাহবাগিদের , প্রয়োজন নাই গণজাগরণ মঞ্চের মানুষদের, তাঁরা আজ অরথহীন সরকারের নিকট।

খুন কর খুন কর তাতে তোমাদের কোন যায় আসে না।

৫৩৩জন ৫৩৩জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ