
যতোই গোসসা করো ভিজিয়ে দুয়ার –
ছাড়বো না তবু আমি
তোমাকে পাবার অধিকার!
যদি না হৃদয়ে বসে গাও তুমি গান,
নীরবে সইবো চেপে ভীরু অভিমান!
চরণে না দিলে বাস
লুকাবো তাপিত শ্বাস
নিজেকে অভাগা বলে দিয়ে ধিক্কার –
ছাড়বো না তবু আমি
তোমাকে পাবার অধিকার!
রহমত যদি রাখো ঢেকে আবরণে,
পুষবো তোমারি নাম গোপনে এ মনে!
না দিলে জ্ঞানের শশী
ভাববো নিজেকে দোষী
মেনেই বাঁকিটা পথ ঘেরা আন্ধার –
ছাড়বো না তবু আমি
তোমাকে পাবার অধিকার!
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
৮টি মন্তব্য
হালিমা আক্তার
বার বার ডাকলে অবশ্যই সাড়া দিবে। তাঁর রহমত ছাড়া যে চলা যায় না। শুভ কামনা রইলো।
বোরহানুল ইসলাম লিটন
অনুপ্রাণিত হলাম!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
সঞ্জয় মালাকার
ছাড়বো না তবু আমি
তোমাকে পাবার অধিকার!
ভালো লাগলো দাদা,
ডাকার মতো ডাকলে অবশ্যই সাড়া দেবে,
ঈশ্বর আল্লাহর কৃপা ছাড়া চলা যায়না।
ভালো থাকবেন শুভ কামনা,,
বোরহানুল ইসলাম লিটন
অনুপ্রাণিত হলাম!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
আলমগীর সরকার লিটন
সুর কণ্ঠ একসাথে হলো আর সুন্দর হবে কবি দা
ভাল থাকবেন————-
বোরহানুল ইসলাম লিটন
জী কবি দা!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
কামাল উদ্দিন
শুভ কামনা জানিয়ে গেলাম
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!