আমাদের সোনেলার সুহৃদ, একান্ত আপন জন ব্লগার ছাইরাছ হেলাল চোখের কর্নিয়া জনিত সমস্যায় পুনরায় আক্রান্ত হয়েছেন। ইতিপূর্বেও তিনি এই সমস্যায় আক্রান্ত হয়েছিলেন। অপারেশনের পরে কিছুটা সুস্থ্য হয়েছিলেন। অপারেশনের পরে চোখ পুরোপুরি ভালো না হলেও লেখাকে ভালোবেসে, সোনেলার সবার ভালোবাসার টানে, তিনি নিয়মিত সোনেলায় লিখতেন, এবং সবাইকে উৎসাহ দিতেন।
আগামী বেশ কিছুদিন চোখকে বিশ্রাম দিতে বলেছেন চোখের চিকিৎসক। একারণে আগামী কিছুদিন তিনি সোনেলায় আসতে অপারগতা প্রকাশ করেছেন। চিকিৎসকের চিকিৎসা পরবর্তী উপদেশ সাপেক্ষে তিনি চোখ ভালো হওয়া মাত্রই সোনেলায় ফিরে আসবেন।

আমরা ছাইরাছ হেলালকে আমাদের দোয়ার মাঝে রাখবো। আল্লাহ্‌ যেন ওনার চোখকে দ্রুত ভালো করে দেন যাতে আমরা ওনাকে আমাদের মাঝে পুনরায় ফিরে পাই।

১০৪৩জন ৮৮৬জন
0 Shares

২৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ