মাধবপুর লেক মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত। এটি মৌলভীবাজার থেকে ৪০ কিলোমিটার দক্ষিণে ও শ্রীমঙ্গল থেকে ১০ কিলোমিটার পূর্বে। শ্রীমঙ্গল থেকে মাধবপুর লেক, লাউয়াছড়া রেইন ফরেস্ট যাবার জন্য সিএনজি ট্যাক্সির ব্যবস্থা আছে ।
মাধবপুর লেকের জলের দিকে তাকালে প্রথমেই কাকচক্ষু উপমাটার কথা মনে আসে
লাউয়াছড়া রেইন ফরেস্ট । ট্রেকিং করতে করতে অদ্ভূত আরামদায়ক অনুভূতি মেলে ।
মাধবকুন্ড ঝরণা মৌলভীবাজার জ়েলার বড়লেখা উপজেলায় অবস্থিত। শ্রীমংগল থেকে মাইক্রো/কার/সিএনজিতে গেলে ঘন্টা তিন লাগে ।
চা বাগান ও অন্যান্য ।
১৯টি মন্তব্য
জিসান শা ইকরাম
নিজের বিভাগ বরিশালের বাইরে দেশের মধ্যে আমার সবচেয়ে প্রিয় বিভাগ হচ্ছে সিলেট ।
দেশের দ্বিতীয় শহর বাছাই করতে বললে আমি প্রথমেই বলবো সিলেটের নাম ।
দেশ বিদেশের অনেক স্থান দেখলেও এখন পর্যন্ত মাধবকুন্ড লেক , ঝর্না , লাউয়াছড়া রেইন ফরেস্ট দেখা হয়নি আমার । তবে দেখে ফেলবো যে কোন সময় ।
‘ ট্রেকিং ‘ শব্দ ব্যবহারে বুঝা যাচ্ছে যে , ঘোরাঘুরিতে ভালোই অভিজ্ঞ 🙂
এমন পোষ্ট আরো আশা করতেই পারি আপনার কাছে ।
পোষ্টের বিভাগ নির্বাচন ঠিকাছে ।
ছবি আপলোডে কোন সমস্যা থাকলে জানিয়েন ।
অনেক দিন সোনেলায় আছিতো , পরামর্শ দিতে চেষ্টা করবো 🙂
ছবির পিক্সেল আর একটু বাড়ানো যেতো না ?
শুভ কামনা ।
প্রত্যাবর্তন
আন্তরিক মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।
ছবির পিক্সেল আমিও বাড়াতে চাইছিলাম । কিন্তু দেখলাম যে সোনেলাতে একটি ছবি সর্বোচ্চ আপলোড করা যাবে ৭০ কেবি । এই তথ্য কি ঠিক ?
যাই হোক আমি সেই তথ্যানুযায়ী ছবির রেজোলুশন কমিয়ে দেখলাম ৯০/১০০ কেবি হয়েছে । তথ্য অনুযায়ী ৭০ কেবির মধ্যে রাখতে গিয়ে সাইজ হয়ে গেল আবার ৫০ কেবি ।
এই হল আমার ছবি আপলোডের গল্প ।
জিসান শা ইকরাম
যতদুর জানি , প্রথম দিকে ছবির সাইজের বিষয়ে কোন লিমিট ছিলো না । যে কোন সাইজের ছবি দেয়া যেতো । এতে সমস্যা হয়েছিল প্রচুর , দু একজনে এমন ছবি আপলোড করা শুরু করলেন যে সাইট ডাউন হয়ে গিয়েছিলো একবার । এরপরে ৭০ কেবি লিমিট করে দেয়া হয়। ব্লগ টীমের কাছে অনুরোধ করবো কিনা ভাবছি লিমিট ১০০ কেবি করে দেয়ার জন্য।
আপনি শুন্য শুন্যালয়ের শেষ পোষ্ট দেখুন একটু প্লিজ । সেটায় কিন্তু ছবির সাইজ ৭০ এর নীচে , কিন্তু ছবি গুলো বড় এসেছে ।
প্রত্যাবর্তন
১০০ কেবি করলে ভালোই হয় ।
হুম, দেখছি , দেখি নেক্সট পোস্টে কী করা যায় ?
জিসান শা ইকরাম
দেখার অপেক্ষায় থাকলাম ।
সাদা ব্যাগ পিঠে নিয়ে কে যায় ? 🙂
ছাইরাছ হেলাল
এখনও যাইনি , যেতে হবেই ।
আপনি ছবি তোলেন নাকি ? আমার পছন্দের বিষয় ।
এই অপরিসর কিন্তু আন্তরিক ব্লগে আপনি লিখছেন দেখে ভালই লাগে ।
প্রত্যাবর্তন
হুম , বেড়াতে গেলে ছবি তুলা হয় আরকি !
পরিচ্ছন্ন সুন্দর ব্লগ ভাল্লাগছে । মডারেটরদের প্রতি আহবান থাকবে বেহুদা পোস্ট, গালাগালি এসব যেন শুরু থেকেই দমন করা হয় ।
ছাইরাছ হেলাল
এখন পর্যন্ত এখানে মডারেটররা এ দিকটা সামলাতে পেরেছেন বলেই মনে হয় ।
দেখা যাক শেষ পর্যন্ত ।
শুন্য শুন্যালয়
লোকমুখে শুনেছি ছবি কোন একজনের প্রিয়, এবং নাকি তোলেন ও দারুন। লোকে তো কতো কথাই বলে, সব বিশ্বাস করতে নেই 🙁 দুর্ভাগা রা এভাবেই নিজেকে স্বান্তনা দেয় …
ছাইরাছ হেলাল
শোনা কথায় কান দিতে নেই !
দুর্ভাগ্য আমাদেরও এক্ত্রে ফটো ওয়াক করা হবে কখনও । ।
শুন্য শুন্যালয়
হবে বলছেন? 🙂
ছাইরাছ হেলাল
হোক তা চাই কিন্তু … ?
শুন্য শুন্যালয়
হুম কিন্তু বলে একটা শব্দ আছে ডিকশনারিতে 🙂
অজানা এক পথে চলা
আমি গিয়েছি ভাইয়া , আমার তো থেকে যেতে ইচ্ছে করছিলো প্রকৃতির কাছে ।
মশাই
সোনেলাতে প্রিয়তে রাখার কোনো অপশন নেই নাহলে নির্দ্বিধায় এই পোষ্ট প্রিয়তে নিয়ে রাখতাম। এত মনমুগ্ধকর ছবি তার উপর আমার স্বপ্নের স্থান। খুব ইচ্ছে ছিল আমি সিলেট ভ্রমণের কিন্তু তা আর হবে না কোন দিন ভাবলেই মন কাঁদে। তারপরও আমি মেনে নিয়েছি এই অপূর্ণতা। যাইহোক আপনার পোষ্ট-এ ছবি দেখে অন্দোলিত হলাম।
শুন্য শুন্যালয়
অনেক ভালো লাগলো ছবিগুলো দেখে। আরো শেয়ার দেবেন সময় করে ভাইয়া। দেখা হয়নি, ছবি দেখেই এযাত্রা চলে যেতে হবে। শুভ কামনা।
স্বপ্ন নীলা
ওহ্ দারুন দারুন সব ছবি। কি যে ভাল লাগলো —–মনমুগ্ধকরা সব ছবি ———আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে – দারুন এবং দারুন ——-
বনলতা সেন
ছবি দেখে যেতে ইচ্ছে করে ।
ওয়ালিনা চৌধুরী অভি
ছবি গুলো আর একটু বড় হলে আরো ভালো লাগতো ।