ফাইল

বর্তমানে প্রায় সবার হাতেই একটা ভালো মানের ক্যামেরা মোবাইল রয়েছে ।

সময়ে অসময়ে বা প্রয়োজন অপ্রোজনে আমরা সবাই কম বেশী ছবি তুলি ।

আবার অনেক সময় ছবি গুলো অফিস বা ব্যাক্তিগত কারণে মেইল করার প্রয়োজন হয় । অথবা ফেসবুকে আপলোড করার প্রয়োজন হয় । কিন্তু সমস্যা হল আমাদের দেশের ইন্টারনেট এর যা আপলোড স্পিড তাতে একটা ভালো মানের ছবি পাঠাতে অনেক সময় লাগে । আবার ছবির সাইজ কমালে রেজুলেশন নষ্ট হয়ে যায় ।

আপনি চাইলে Fileminimizar সফটওয়্যার টি দিয়ে ইচ্ছা মত ছবির মেগাবাইট কমাতে পারবেন , এতে ছবির রেজুলেশনে কোন প্রভাব পড়বে না ।

১ম কমেন্টে সফটওয়্যার টির ডাউনলোড লিংক দেয়া আছে । সফটওয়্যার টি ডাউনলোড করুন আর আপনার বন্ধুদের সাথে আপনার প্রিয় মূহুর্তগুলি শেয়ার করুন ।

http://www.downloadcrew.com/article/18399-fileminimizer_pictures

৬০১জন ৬০১জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ