বর্তমানে প্রায় সবার হাতেই একটা ভালো মানের ক্যামেরা মোবাইল রয়েছে ।
সময়ে অসময়ে বা প্রয়োজন অপ্রোজনে আমরা সবাই কম বেশী ছবি তুলি ।
আবার অনেক সময় ছবি গুলো অফিস বা ব্যাক্তিগত কারণে মেইল করার প্রয়োজন হয় । অথবা ফেসবুকে আপলোড করার প্রয়োজন হয় । কিন্তু সমস্যা হল আমাদের দেশের ইন্টারনেট এর যা আপলোড স্পিড তাতে একটা ভালো মানের ছবি পাঠাতে অনেক সময় লাগে । আবার ছবির সাইজ কমালে রেজুলেশন নষ্ট হয়ে যায় ।
আপনি চাইলে Fileminimizar সফটওয়্যার টি দিয়ে ইচ্ছা মত ছবির মেগাবাইট কমাতে পারবেন , এতে ছবির রেজুলেশনে কোন প্রভাব পড়বে না ।
১ম কমেন্টে সফটওয়্যার টির ডাউনলোড লিংক দেয়া আছে । সফটওয়্যার টি ডাউনলোড করুন আর আপনার বন্ধুদের সাথে আপনার প্রিয় মূহুর্তগুলি শেয়ার করুন ।
http://www.downloadcrew.com/article/18399-fileminimizer_pictures
১২টি মন্তব্য
সঞ্জয় কুমার
http://www.downloadcrew.com/article/18399-fileminimizer_pictures
লীলাবতী
আচ্ছা দেখবো। কাজে যদি না লাগে, আপনার খবর আছে।
সঞ্জয় কুমার
কয়টার খবর ? :p
মোঃ মজিবর রহমান
দেখি কত কাজে লাগে দাদা। ডাউনলড হয় কিনা তাও দেখি।
শাধুবাদ রইলো।
সঞ্জয় কুমার
অবশ্যই ডাউনলোড হবে । লিংক চেক করে দিয়েছি ।
খেয়ালী মেয়ে
ধন্যবাদ..
সঞ্জয় কুমার
আপনাকেও ধন্যবাদ । ভালো থাকবেন ।
অলিভার
প্রথমেই নেগেটিভ সাইট থেকে বলছি।
সফটওয়্যার দিয়ে আমি একটা ছবি, যার সাইজ ১.৪২ মেগাবাইট এবং রেজুলেশন ১১৩৪x১২৬৬ কে কমপ্রেস করলাম FILEminimizer Pictures দিয়ে। কমপ্রেস করার পর ছবির সাইজ কমে ১১৭ কিলোবাইট হল। কিন্তু রেজুলেশন নেমে আসলো ১১১২x৭৬৮ এ। তারপর ছবিটিতে ভালো করে দেখলাম। আমার ছবির সাবজেক্ট ছিল একটা মাছির পুঞ্জাক্ষি। দেখলাম সেটার রেখাগুলি বেশ অনেক জায়গায় মিলে গেছে।
এরপর মূল ছবিটাকে ফটোশপে নিয়ে গেলাম। সেটার সাইজ কমিয়ে ১১১২x৭৬৮ তে নিয়ে আসলাম (যা সফটওয়্যার নিজে থেকে করেছে), তারপর ওয়েব আউটপুট নিলাম মধ্যম মানের। এভাবে কমপ্রেস করার পর ছবির রেজুলেশন থাকলো ১১১২x৭৬৮ তেই এবং ফাইল সাইজ চলে আসলো ৫৪.২ কিলোবাইটে। এরপর আবার ছবিটিতে গেলাম। এখানেও পুঞ্জাক্ষির অনেক রেখা মিলেছে। কিন্তু তুলনামূলক ভাবে আগের ছবিটি থেকে কম। এবং চোখের লালচে বর্ণের রং কোথাও তেমন পরিবর্তন হয়নি। যেটা পূর্বের ছবিতে বেশ কয়েক জায়গাতে হয়েছে।
আমার তুলনা ছবিটির লিংক দিয়ে দিলাম : http://i.imgur.com/0Ldg4By.jpg
এখন কেউ যদি ছবি দেখার জন্যে শেয়ার করে তাহলে আমার হিসেবে এটা ব্যবহার করতে পারে। কিন্তু ছবিকে স্থায়ীভাবে সংরক্ষণের জন্যে যদি এভাবে কমপ্রেস করে ব্যবহার করতে চায় তবে অবশ্যই এই সফটওয়্যার দিয়ে কমপ্রেস করা যাবে না। তাতে ছবির রেজুলেশন এবং কোয়ালিটি বেশ কমে যাবে।
এটা আমার দিক থেকে বললাম। তবে ছোটখাটো এবং দ্রুত কাজ করার জন্যে ভালো সফটওয়্যার FILEminimizer Pictures। এটা আমি আগেও ব্যবহার করেছি।
ধন্যবাদ শেয়ার করার জন্যে।
সঞ্জয় কুমার
কাষ্টমাইজ সেটিং এ ছবির সাইজ সিলেক্ট করা যায় । ওখানে আপনার প্রয়োজনীয় মাপটি সিলেক্ট করে দেখতে পারেন । এই সফটওয়্যার প্রফেশনাল কাজে ইউস না করাই ভালো । যেখানে রেজুলেশন গুরুত্বপূর্ণ । কমেন্টের জন্য ধন্যবাদ ।
সঞ্জয় কুমার
মন্তব্যের জন্যে ধন্যবাদ অলিভার ভাই । আপনি বরাবরই নেগেটিভ দিক থেকে আলোচনা করেন ।এতে অনেক অজানা বিষয় জানা যায় । সবারই নেগেটিভ এবং পজেটিভ দুই দিকই জানা উচিত ।
ছবি সংরক্ষণ করার জন্য অবশ্যই অরিজিনাল কপি রাখতে হবে । আমি এটা দিয়েছিলাম মূলত সহজ এবং দ্রুত ছবি শেয়ারিং করার সুবিধার জন্য ।
আর সব কম্পিউটার ব্যাবহারকারী ফটোশপ হয়ত জানেন না । যেমন আমি নিজেই ফটোশপ জানি না ।
অলিভার
হ্যাঁ, সঞ্জয় ভাইয়া। আমি জানি অনেকেই ফটোশপ ব্যবহার করে না। তারপরও আমি এই কারণে বললাম যে কেউ যদি কোয়ালিটির চিন্তা করে এইটা দিয়ে কমপ্রেস করতে যায় তাহলে সেখানে সে কিন্তু কোয়ালিটি ইচ্ছে মত মেইনটেইন করতে পারবে না। তবে হ্যাঁ, সামাজিক যোগাযোগের সাইট গুলিতে ফটো শেয়ার করতে হলে এটাই অনেক ভালো সফট। আমি আগেই বলেছি, এটা আমিও ব্যবহার করেছি। কিন্তু অনেক বেশি ব্রাইট এবং লাইট কালারের ছবি গুলিকে কমপ্রেস করতে গিয়ে তার কোয়ালিটি নষ্ট হওয়ায় বাদ দিয়েছি। আর ফটোশপের ওয়েব আউটপুট যেহেতু আমাকে সন্তুষ্ট করছে তাই পুরো ব্যাপারটাই ব্যাখ্যা করলাম।
সঞ্জয় কুমার
ধন্যবাদ ।