
এক চিলতে আকাশ ,, পলকে পলকে খোঁজে সময়ের চলে যাওয়া,,
এখানে এমন সব স্মৃতি পুনরুজ্জীবিত ,
বিষণ্নেরা হতভম্ব পেঁজা-তুলো মেঘ-ও থমকে
একলা তারা আগলে, ভরা জ্যোৎস্না ঢালে চাঁদ,
ঐ রাতের বুকে জ্যোৎস্নাময়ী সেজে ।
ক্ষয়িষ্ণু হয়ে হয়ে কৃষ্ণপক্ষে ডুবে যাবে এ শুক্লপক্ষের চাঁদ।
নিজেকে অযোগ্য আখ্যায় ভালবাসার হাতছানি আহ্বান
হৃদয়ের আকুলতাও ডুবেছে তেমন কৃষ্ণগহ্বরে, অসীম মহাশূন্যে।
আমার ভিতরে তাই তুষার জমে জমে অভিমান।
ভালবাসি খুব ভালবাসি কথাগুলো ডুবে গেছে
শান্ত গভীর অরণ্যের ঝিলে।
যুক্তিবুদ্ধির অগোচরে কোকিল কুহরে
শান্ত সায়রে প্রতিবিম্বিত অবয়বে হাজার কথার ভীড়।
উচ্ছলিত আবেগের খেয়ালী ভাবনায় সেজে ওঠে
অতীন্দ্রিয় অস্তিত্বের কল্পিত বাসর।
আনমনা ভাবনার জলে সম্বিৎ ফেরে
হাত বাড়াতেই জলে ডোবে উচ্ছসিত আবেগ,
আহ্লাদিপনার আনন্দ বা পরমানন্দ।
স্বরূপ শক্তির স্পষ্ট অবয়ব উঁকি মেরে হাসে
নাকি তিরস্কার করে!
জীবন সংসারে জীবনবোধ, সংসার সমাজ
মায়া মমতা এসব তো জীবনীশক্তি।
স্বরূপ শক্তিতে আকাঙ্ক্ষার চাওয়া কি?
বুঝতে বুঝতে মধ্যাহ্ন ও শেষ যেনো।
হেঁটে আসা ফিরতি পথে মুক্তির এক এক স্তর
সে স্তরে স্তরে অপলক চোখে অশ্রুজলের নদী।
রিতু জাহান,,
১৮টি মন্তব্য
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
অভিমানের সুন্দর প্রকাশ।
রিতু জাহান
অনেক অনেক ধন্যবাদ ভাই,,
মোঃ মজিবর রহমান
সকল ক্লান্তি অভিমান হোক নিঃশেষ
আসি ফিরে আপনালয়ে সকল দুঃখ শেষ
আবার মিলিত সমবায়ে চলিব একত্রে
যাক ঘুচে জরা ভ্রান্তি ভুল সবত্রে।
রিতু জাহান
অনেক অনেক ধন্যবাদ ভাই
ছাইরাছ হেলাল
নবতম প্রস্থে বুকের আয়না খুলে
বেঁচে থাকবো সোনার পালঙ্কে,
স্বেচ্ছায় দেখে নেব নেড়েচেড়ে
জীবনের বাহুপাশ;
নির্ঘণ্টে মিলিয়ে নেবো
আকাঙ্ক্ষার অনন্ত-জীবন,
দূর অতীত পেছনে ফেলে।
রিতু জাহান
দূর অতীত বিস্মৃতির পাতায় ফেলে দিলেও তা যেনো স্পষ্ট আরো,,,
আকাঙ্ক্ষার অক্ষর বৃত্তে আটকে আছে মন মনন,,,
বেঁচে থাকা,, আহ! এ যেনো বেঁচেই থাকা।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা কবি,,
হালিমা আক্তার
অভিমানের বরফ গলে হয় যদি সরোবর। সেই সরোবরে না হয় কাটিব সাঁতার। শুভ কামনা অবিরাম।
রিতু জাহান
সে সাঁতারে ভেসে যাব দূর বহদূর,,,
অনেক অনেক ধন্যবাদ আপু।
ভালো থাকবেন সব সময়।
সুপর্ণা ফাল্গুনী
চাওয়া পাওয়ার হিসেব মেলাতেই জীবনের অস্তগমনের সময় সামনে এসে দাঁড়ায়। এ এক কঠিন বাস্তবতা। অভিমান গুলো নিকষ-কালো অমাবস্যায় হারিয়ে যাক, সূর্যোদয়ের মতো নতুন আশা, স্বপ্ন নিয়ে বেঁচে থাকি সুখের আবেশে, ভালোবাসায়। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা নিরন্তর
রিতু জাহান
আপনার জন্যও শুভকামনা রইলো আপু,,
রোকসানা খন্দকার রুকু
জীবন এমনই হিসেব সহজে মেলে না কিংবা মিলানো যায় না। তবুও আশায় বাঁচে মন। চোখে অশ্রু নিয়ে কোন মুক্তির আশায়।
শুভ কামনা।
রিতু জাহান
জীবন কতো যে রঙ খেলে আপু!!
কখনো কখনো বলে দেয়,৷ জীবনবোধএ শূন্যতা
সুরাইয়া পারভীন
মধ্যাহ্নে পাওয়া ভালোবাসার হাতছানির আহ্বান অযোগ্যই বটে
তাই তো হৃদয়ের আকুলতাও ডুবেছে কৃষ্ণগহ্বরে, অসীম মহাশূন্যে
যদিও ভালোবাসা সময় অসময় নিয়ম অনিয়মের তোয়াক্কা করে না
তবুও হৃদয় প্রেমত্ত উন্মত্ত অধীর ব্যাকুল হয় না আর আগের মতো।
মধ্যাহ্নের শেষে এসেও যখন খুঁজে পাওয়া যায় না জীবনে অন্তমিল
তখন ধরে নেওয়া যায়/হয় খানিকটা মায়া খানিকটা মিছে মায়া আর অনেকটা আকাঙ্ক্ষার চাওয়ায় জীবন
হয়তো বুঝিনি কিছুই
কিন্তু কমতি রাখিনি বোঝার চেষ্টার
কয়েকবার পড়েছি মন দিয়ে
তারপর উপরোক্ত কথা গুলো এলো ক্ষুদ্র মস্তিষ্কে
অনেক অনেক ভালো থাকুন
রিতু জাহান
মধ্যাহ্নে খোঁজে নিজেরই ভালবাসা,, নিজের সময়,,,
ধন্যবাদ আপু।
জিসান শা ইকরাম
এমনি সময়ে স্বরূপ শক্তির কথা ভুলে যাই আমরা,
একা একা আন্ত রক্তক্ষরণ এ জর্জরিত হই,
যা কেউ দেখেনা, অনুভব করেনা।
খুব সুন্দর হয়েছে,
শুভ কামনা।
রিতু জাহান
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া,,,,
তৌহিদুল ইসলাম
নিজের সুখ দুঃখের অনুভূতিগুলির বোঝা নিজেকেই বয়ে বেড়াতে হয়। আমরা হয়তো কিছুটা সহমর্মিতা প্রকাশ করতে পারি এর বেশী কিছুতো নয়।
থাকুকনা অভিমানগুলি নিজের কাছেই। তবুও চাই ভালো থাকুক পৃথিবীর সকল মানুষ। শুভকামনা আপু।
রিতু জাহান
শব্দ তা শব্দেরই কথা,,, ভালো থাকুক শব্দের অনুভূতি,,,
ধন্যবাদ ভাই,,